অনুচ্ছেদ - শীতকাল
বাংলাদেশ পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল। এ
সময় খুব শীত পড়ে। সকাল বেলাটা কুয়াশায় ঢেকে থাকে। লেপের ভেতর থেকে বের হতে ইচ্ছে করে
না। এ সময় খেজুরের রস আর নানা রকম পিঠা খেতে খুব মজা। শীতকালে নানা রঙের ফুল ফোটে।
ফুল আমার খুব প্রিয়। শীতে কষ্ট পাওয়া লোকদের দেখে আমার খারাপ লাগে তবুও শীতকাল আমার
প্রিয়।
অথবা
ছয় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। তার মধ্যে শীতকাল অন্যতম। পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল। শীতের সকালে হাড় কাঁপানো ঠান্ডা থাকে। চারদিকে
কুয়াশায় ঢেকে থাকে। সকালের রোদে ঘাসের উপর পড়া শিশির ঝিকমিক করে। এ সময় আমরা গরম
কাপড় পরি। শীতের সকালে লেপ মুড়ি দিয়ে ঘুমাতে খুব ভালো লাগে। শীতের সময় খেজুরের রস
পাওয়া যায়। খেজুরের রস সকলেরই প্রিয়। এ সময় খেজুরের রস দেয়ে বিভিন্ন পিঠা বানানো
হয়। শীতকাল বাংলাদেশের মানুষের বেশ পছন্দের ঋতু। এ ঋতুতে একদিকে যেমন নবান্নের উৎসব
চলে অন্নদিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। শীত আমার
খুব প্রিয় ও ভালো লাগার ঋতু।
উপযোগী শ্রেনীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম ।