Write a letter to your friend, Habib, informing him about your holiday plan at Cox’s Bazar.
Chandpur Sadar
03 August 2023
Hi Habib!
Thanks for your letter. I’m happy to
know that you had a wonderful holiday at Oxford. I have only heard about Oxford
and Cambridge from others. But now your letter tells me a lot about Oxford. I’m
also going on holiday next week. My exams will finish on 5 August. The next day,
we will go to Dhaka by train and stay with my uncle’s family. I’ll start at Cox’s Bazar the day after with my parents by bus. It takes 10 to 12 hours from
Dhaka to Cox’s Bazar. We are also planning to see Inani Beach, Himchari, and
Maheshkhali.
Do you know that Cox’s Bazar has the
longest beach in the world? It’s more than 125 kilometers long. I’m very
excited!
That’s all for today. I will write to
you again soon.
Love,
Sakib
চাঁদপুর সদর
০৩ আগষ্ট ২০২৩
হাই হাবীব!
তোমার পত্রের জন্য ধন্যবাদ। আমি জেনে খুশি
হয়েছি যে তুমি অক্সফোর্ডে চমৎকার ছুটি কাটিয়েছ। আমি অন্যদের মুখেই শুধু অক্সফোর্ড ও
ক্যামব্রিজ সম্পর্কে শুনেছি। কিন্তু এখন তোমার চিঠিতে অক্সফোর্ড সম্পর্কে অনেক কিছু
জানিয়েছ। আমিও আগামী সপ্তাহে ছুটিতে যাচ্ছি। ৫ই আগষ্ট আমার পরীক্ষা শেষ হবে। পরদিন
আমরা ট্রেনে করে ঢাকা যাব এবং আমার চাচার বাড়ি থাকব। পরের দিন, আমি আমার বাবা-মায়ের
সাথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবো। ঢাকা থেকে কক্সবাজার যেতে ১০ থেকে ১২ ঘন্টা সময়
লাগে। আমাদের ইনানী সৈকত, হিমছড়ি এবং মহেশখালী দেখার পরিকল্পনাও করছি।
তুমি কি জান যে বিশ্বের দীর্ঘতম সৈকতটা আছে
কক্সবাজারে। এটা ১২৫ কিলোমিটারেরও অধিক দীর্ঘ। আমি খুবই উত্তেজিত। আর এ পর্যন্তই। আমি
তোমাকে আবার শীঘ্রই লিখব।
ভালোবাসা নিও
সাকিব
[no_toc]
উপযোগী শ্রেণীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম।