Bangabandhu Sheikh Mujibur Rahman (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)
Introduction: Bangabandhu Sheikh
Mujibur Rahman was a great leader of Bangladesh. He freed Bangladesh from the
Pakistani rule in 1971.
সূচনাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন
বাংলাদেশের এক মহান নেতা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশকে পাকিস্তানী শাসন থেকে মুক্ত করেন।
Description: He was born on March 17,
1920, at Tungipara in Gopalganj district. His father was Sheikh Lutfar Rahman
and his mother was Sayera Khatun.
Mujib spent his childhood in Tungipara.
He liked to dive in the river. He also liked to get drenched in the rainwater.
He was also a pet lover.
From very early age Mujib showed the
quality of leadership. Later he became the leader of mass people. We have got
independent Bangladesh under his leadership.
বর্ণনাঃ তিনি ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ
জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা
খাতুন।
মুজিব তাঁর শৈশব কাটান টুঙ্গিপাড়ায়। তিনি
নদীতে ঝাঁপ দিতে পছন্দ করতেন। তিনি বৃষ্টিতে ভিজতেও পছন্দ করতেন। তিনি একজন পোষাপ্রাণী
প্রেমিকও ছিলেন।
খুব অল্প বয়স থেকেই মুজিব নেতৃত্বের গুণাবলী
প্রদর্শন করেন। পরবর্তীতে তিনি গণমানুষের নেতায় পরিণত হন। তাঁর নেতৃত্বে আমরা স্বাধীন
বাংলাদেশ পেয়েছি।
Conclusion: He was shot dead on August
19, 1975, by some derailed soldiers. He will remain immortal in our hearts.
উপসংহারঃ তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কতিপয়
বিপথগামী সেনাসদস্যের গুলিতে নিহত হন। তিনি আমাদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন।