Bangabandhu’s Childhood (বঙ্গবন্ধুর শৈশব)
Bangabandhu Sheikh Mujibur Rahman was
born on 17 March 1920 at Tungipara in Gopalganj district. Mujib spent his
childhood in his own village. All the local roads were his playground. He liked
to dive in the river. Mujib was e pet-lover. He kept monkeys, dogs, and the bird
Mayna as his pets. In his childhood, Bangabandhu liked simple foods like rice,
fish, and bananas. Bangabandhu started his education in his village school. He
completed the first three grades here. In his childhood, Mujib was very amiable
in nature. So he was loved by everyone.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭
মার্চ গোপালগঞ্জ জেলার টুঙিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মুজিব শৈশব কাটান তার নিজ গ্রামে।
গ্রামের সব রাস্তা ছিল তার খেলার মাঠ। তিনি নদীতে ঝাঁপ দিতে পছন্দ করতেন। মুজিব পোষা-প্রাণী ভালোবাসতেন। পোষা-প্রাণী হিসাবে তিনি
বানর, কুকুর এবং ময়না পাখি রাখতেন। শৈশবে বঙ্গবন্ধু সাধারণ খাবার যেমন ভাত, মাছ এবং
সবজি পছন্দ করতেন। কিন্তু দুধ-কলা দিয়ে ভাত তিনি বিশেষভাবে পছন্দ করতেন। বঙ্গবন্ধু
লেখাপড়া শুরু করেন তার গ্রামের স্কুলে। এখানে তিনি প্রথমে তিন গ্রেড সমাপ্ত করেন। শৈশবে
মুজিব ছিলেন অমায়িক প্রকৃতির। তাই সবাই তাকে পছন্দ করত।
উপযোগী শ্রেনীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম
। [no_toc]