Language (ভাষা)
Language (ভাষা)
: মনের ভাব প্রকাশ করতে আমরা মুখ, জিহ্বা, কণ্ঠ, তালু নাসিকা প্রভৃতি বাগযন্ত্রের সাহায্যে
যে অর্থবোধক ধ্বনি উচ্চারণ করি তাকে Language বা ভাষা বলে। যেমন – বাংলা ভাষা, ইংরেজি
ভাষা ইত্যাদি।
Grammar (ব্যাকরণ)
Grammar:
যে পুস্তক
পাঠ করলে আমরা কোনো ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও শিখতে পারি তাকে Grammar বা ব্যাকরণ
বলে।
English Grammar:
যে পুস্তক পাঠ করলে আমরা ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও শিখতে পারি তাকে
English Grammar বলে।
Letter (বর্ণ)
ভাষাকে লিখিত আকারে
প্রকাশ করার জন্য আমরা যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তা-ই হচ্ছে Letter বা বর্ণ।
ইংরেজি ভাষায় মোট ২৬ টি Letter রয়েছে। এগুলোকে একত্রে Alphabet বা বর্ণমালা বলে।
লেখার সময় ইংরেজি
Letter বা বর্ণ গুলো দুই আকারে ব্যবহৃত হয়। যেমন –
Capital Letter
– বড় হাতের অক্ষর
Small Letter – ছোট
হাতের অক্ষর
যেমনঃ
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
যেমনঃ
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
Alphabet
Alphabet
অর্থ বর্ণমালা। গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ Alpha (আলফা) এবং দ্বিতীয় বর্ণ Beta (বিটা)
থেকে ইংরেজি বর্ণমালার নাম দেওয়া হয়েছে Alphabet. ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত মোট
২৬ টি Letter আছে। এগুলোই হচ্ছে Alphabet.
Alphabet
(বর্ণমালা) কাকে বলে? ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত মোট ২৬ টি Letter আছে। এই
Letter গুলোকে একত্রে Alphabet বলে।
Alphabet
এর প্রকারভেদঃ Alphabet 2 প্রকার। যথাঃ Vowel (স্বরবর্ণ) & Consonant (ব্যঞ্জণবর্ণ)
Vowel (স্বরবর্ণ) কাকে বলেঃ
ইংরেজি
বর্ণমালায় যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাদেরকে
Vowel বলে। ইংরেজিতে Vowel ৫ টি। যথাঃ A (এ), E (ঈ), I (আই), O (ও), U (ইউ)
Consonant (ব্যঞ্জণবর্ণ) কাকে বলেঃ
ইংরেজি
বর্ণমালায় যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাদেরকে
Consonant বলে । ইংরেজিতে Consonant ২১ টি। যথাঃ B (বী), C (সি), D (ডি), F (এফ),
G (জি), H (এইচ), J (জে), K (কে), L (এল), M (এম), N (এন), P (পি), Q (কিউ), R (আর),
S (এস), T (টি), V (ভি), W (ডব্লিউ), X (এক্স), Y (ওয়াই), Z (জেড).
Semi Vowel (অর্ধ-স্বরবর্ণ) কাকে বলেঃ
ইংরেজি
বর্ণমালায় এমন দুইটি বর্ণ আছে যেগুলো Word এ কখনও Vowel, কখনও Consonant এর ন্যায় কাজ
করে থাকে। তাই এই বর্ণ দুইটিকে Semi-vowel বলে। বর্ণ দুইটি হলো - W & Y.
নোটঃ
W এবং Y যখন কোন শব্দের প্রথমে বসে তখন এদেরকে Consonant বলে এবং যখন শব্দের মধ্যে
বা শেষে বসে যখন তখন Vowel বলে। এই উভয় কারণে এদেরকে Semi-vowel (অর্ধস্বর) বলে।
Word (শব্দ)
কতকগুলো Letter বা
বর্ণ পাশাপাশি বসে যখন একটি পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে Word বা শব্দ বলে। যেমন
– Man (মানুষ), Boy (বালক), Girl (বালিকা), Book (বই) ইত্যাদি।
স্মরণীয় যে, শুধু
একটি মাত্র Letter দিয়েও Word হতে পারে। যেমন – A (একটি), I (আমি) ইত্যাদি।
Syllable – শব্দাংশ
কোনো Word এর যতটুকু
অংশ একবারে উচ্চারণ করা যায়, তাকে Syllable বা শব্দাংশ বলে।
Syllable এর প্রকারঃ
Syllable ৪ প্রকার। যথা –
Mono Syllable (মনো
সিল্যাবল) – এক শব্দাংশ
Di Syllable (ডাই
/ ডি সিল্যাবল) – দুই শব্দাংশ
Tri Syllable (ট্রাই
/ ট্রি সিল্যাবল) – তিন শব্দাংশ
Poly Syllable (পলি
সিল্যাবল) – চার বা চারের অধিক শব্দাংশ
Mono Syllable এর সংজ্ঞাঃ
যে word – এ একটি
মাত্র Syllable থাকে এবং উক্ত Word – টি একবারেই উচ্চারণ করা যায়, তাকে Mono
Syllable বলে।
যেমনঃ Hen, Cow,
Sun, Moon, Bag, Door, Pen etc.
Di Syllable এর সংজ্ঞাঃ
যে Word – এ দুটি
Syllable থাকে এবং উক্ত Word – টি দুইবারে উচ্চারণ করতে হয়, তাকে Di Syllable বলে।
যেমনঃ
Father = Fa-ther.
Mother = Mo –
ther
Tri Syllable এর সংজ্ঞাঃ
যে Word – এ তিনটি
Syllable থাকে এবং উক্ত Word – টি তিনবারে উচ্চারণ করতে হয়, তাকে Tri Syllable বলে।
যেমনঃ
Citizen = Ci +
ti + zen.
Umbrella = Um +
bre + lla
Poly Syllable এর সংজ্ঞাঃ
যে Word – এ তিনের
অধিক Syllable থাকে এবং উক্ত Word – টি তিনের অধিক বারে উচ্চারণ করতে হয়, তাকে
Poly Syllable বলে।
যেমনঃ
Examination =
Exa + mi + na + tion.
University = U
+ ni + ver + sity
Note: স্মরণ রাখবে
যে, Syllbale এর ক্ষেত্রে প্রতিটা Word – এ একটি করে Vowel (Vowel পাঁচটি – A, E,
I, O, U) থাকতে হবে।
যেমনঃ
Population = Po
+ pu + la + tion এর ব্যাখ্যা –
Po = p + o এখানে
“o” হলো Vowel.
Pu = p + u এখানে
“u” হলো Vowel.
La = l + a এখানে
“a” হলো Vowel.
Tion = t + I +
o + n এখানে “i & o” হলো Vowel.
Sentence (বাক্য)
এক বা একাধিক অর্থবোধক
Word যখন কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে Sentence বা বাক্য বলে।
যেমন –
I am a student
(আমি একজন ছাত্র।)
Maha goes to
school (মাহা স্কুলে যায়।)
I have a book (আমার
একটি বই আছে।)
স্মরণীয় যে, অর্থবহ
শব্দাবলি পাশাপাশি অর্থ প্রকাশ না করলে তা Sentence বা বাক্য হবে না। যেমন –
Student I am a বা School goes Maha to, উল্লোখিত বাক্য নয় কারণ এখানে word গুলো পাশাপাশি
বসে কোন অর্থ প্রকাশ করেনি।
প্রত্যেক
Sentence বা বাক্যের দুটি ভাগ থাকে। একটি Subject (উদ্দেশ্য) এবং অপরটি Predicate
(বিধেয়)
Sentence এ যার সম্বন্ধে
কিছু বলা হয় তাকে Subject (উদ্দেশ্য) বলে।
Sentence এ
subject সম্বন্ধে যা বলা হয় তাকে Predicate (বিধেয়) বলে।
Maha goes to
school – এ বাক্যটিতে কার সম্বন্ধে বলা হয়েছে “Maha” সম্পর্কে। সুতরাং এই বাক্যে
“Maha” হলো Subject (উদ্দেশ্য).
“Maha” সম্পর্কে
কী বলা হয়েছে “goes to school”। সুতরাং এই বাক্যে “goes to school” হলো Predicate
(বিধেয়).
Kinds of Sentence (বাক্যের প্রকারভেদ)
Sentence ৫ প্রকার।
যথা –
- Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য)
- Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
- Imperative Sentence (আদেশ, অনুরোধ বা উপদেশমূলক বাক্য)
- Optative Sentence (ইচ্ছাসূচক বাক্য)
- Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)
Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য) –
যে sentence কোন বিবৃতি প্রদান করে তাকে Assertive
Sentence বলে। যেমন – They play football.
Assertive
Sentence দুই প্রকার। যথা –
Affirmative Sentence
(হ্যাঁ-বোধক বাক্য)
Negative Sentence
(না-বোধক বাক্য)
Affirmative
Sentence (হ্যাঁ-বোধক বাক্য) – যে Assertive Sentence দ্বারা কোন হ্যাঁ-বোধক উক্তি
করা হয়, তাকে Affirmative Sentence বলে। যেমন – Maha reads a book.
Negative
Sentence (না-বোধক বাক্য) – যে Assertive Sentence এ না-বোধক উক্তি করা হয়, তাকে
Negative Sentence বলে। যেমন – Maha does not read a book.
Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য) –
যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয়, তাকে
Interrogative Sentence বলে। এ ধরনের বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসে। যেমন
–
Do you like
reading books? – তুমি কি বই পড়তে পছন্দ করো?
What do you
want? – তুমি কি চাও?
What is your
name? – তোমার নাম কি?
When do you
eat? – তুমি কখন খাও?
মনে রাখবে যে, Interrogative
Sentence এ Auxiliary verb (সাহায্যকারী ক্রিয়া) – am, is, are, was, were, have,
has, shall, will ইত্যাদি Subject এর পূর্বে বসে। এছাড়াও এ ধরনের বাক্যে do, does,
did, what, who, how, when, where, why, which, whom ইত্যাদি ব্যবহৃত হয়।
Imperative Sentence (আদেশ, অনুরোধ বা উপদেশমূলক বাক্য) –
যে Sentence দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুনয়,
বিনয় ইত্যাদি বুঝায় তাকে Imperative Sentence বলে। যেমন –
Stand up (আদেশ)
– দাঁড়াও।
Don’t quarrel (নিষেধ)
– ঝগড়া করো না।
Please sit down
(অনুরোধ) – অনুগ্রহ করে বসুন।
Read
attentively (উপদেশ) – মনোযোগ দিয়ে পড়।
Optative Sentence (ইচ্ছাসূচক বাক্য) –
যে Sentence এ বক্তার প্রার্থনা, ইচ্ছা, আশীর্বাদ ইত্যাদি
প্রকাশ পায় তাকে Optative Sentence বলে। যেমন –
May Allah bless
you – আল্লাহ তোমার সহায় হউন।
Long live our
Parents – আমাদের পিতামাতা দীর্ঘজিবি হউন।
Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য) –
যে Sentence মনের ভাব বা আবেগ প্রকাশ করে তাকে
Exclamatory Sentence বলে। এ ধরনের বাক্যের শেষে বিস্ময় বোধক চিহ্ন (!) বসে। যেমন
–
What a big
elephant it is! – কী বৃহৎ হাতি এটি!
How foolish you
are! – তুমি কী বোকা!
Fie! You are a
liar. – ছি! তুমি মিথ্যাবাদি।
Were I a king!
– আমি যদি রাজা হতাম!
Had I two
wings! – আমার যদি দু’টি ডানা থাকত!
Had I much
money! – আমার যদি প্রচুর টাকা থাকত!