Parts of Speech – পদ নির্দেশক
বাক্যের অন্তর্গত
প্রত্যেকটি অর্থবোধক শব্দকে Parts of Speech বলে। যেমন – Habib is a good boy এই বাক্যে
৫ টি অর্থবোধক শব্দ রয়েছে। এদের প্রত্যেকটি Parts of Speech.
Parts of Speech
৮ প্রকার। যথা –
- Noun (নাউন) – বিশেষ্য;
- Pronoun (প্রোনাউন) – সর্বনাম;
- Adjective (অ্যাজেকটিভ) – বিশেষণ;
- Verb (ভার্ব) – ক্রিয়া;
- Adverb (অ্যাডভার্ব) – ক্রিয়া বিশেষণ;
- Preposition (প্রিপজিশন) – পদান্ময়ী বা সমন্বয়সূচক অব্যয়;
- Conjunction (কনজাংশন) – সংযোজক অব্যয়;
- Interjection (ইন্টারজেকশন) – আবেগসূচক অব্যয়;
Noun: যে শব্দ দ্বারা
কোন ব্যাক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ ইত্যাদির নাম বোঝায় তাকে Noun বলে। যেমন
– Dhaka, Chittagong, Chandpur, Father, Mother, Tree, Duster, Honesty ইত্যাদি।
Pronoun: বাক্যে
Noun এর পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হয় তাকে Pronoun বলে। যেমন – I, he, she,
it, we, they, you ইত্যাদি।
Adjective: যে
Word কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে
তাকে Adjective বলে। যেমন – good, bad, fat, beautiful, white, nice ইত্যাদি।
Verb: যে শব্দ দ্বারা
কোনো কাজ করা বোঝায়, তাকে Verb বলে। যেমন – do, eat, work, read, buy, and give ইত্যাদি।
Adverb:
যে শব্দ বাক্যের অন্য কোনো শব্দ কে বিশেষিত করে তাকে Adverb বলে। যেমন – slowly,
quickly, loudly, well, very ইত্যাদি।
Preposition:
যে শব্দ Noun বা Pronoun এর পূর্বে বসে ঐ Noun বা Pronoun এর সাথে বাক্যস্থিত অন্য
শব্দের সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition বলে। যেমন – at, on, of, with, by, to
ইত্যাদি।
Conjunction:
যে শব্দ দুই বা ততোধিক শব্দ বা বাক্য-কে যুক্ত করে তাকে Conjunction বলে। যেমন – and,
or, but, though, as ইত্যাদি।
Interjection:
যে সকল শব্দ দ্বারা আমরা মনের আনন্দ, বিষাদ, ঘৃণা, বিস্ময় ইত্যাদি প্রকাশ করি তাকে
Interjection বলে। যেমন – Alas!, Hurrah!, Bravo! ইত্যাদি।
Number – বচন
যে word দ্বারা কোন
Noun বা Pronoun এর সংখ্যা বুঝায় তাকে Number বা বচন বলে।
Number ২ প্রকার।
যথা –
- Singular Number (একবচন)
- Plural Number (বহুবচন)
Singular Number
(একবচন) – যে Noun বা Pronoun দ্বারা একটি মাত্র সংখ্যা বুঝায় তাকে Singular
Number বলে। যথা – boy, man, book, doll, girl ইত্যাদি।
Plural Number (বহুবচন)
– যে Noun বা Pronoun দ্বারা একের অধিক সংখ্যা বুঝায় তাকে Plural Number বলে। যেমন
– boys, men, books, dolls, girls ইত্যাদি।
Number পরিবর্তনের
নিয়মাবলি –
Rule 1: সাধারণত
Singular Noun এর শেষে ‘s’ যোগ করে Plural করা হয়। যথা –
Singular |
Plural |
Crop (শস্য) |
Crops |
Girl (বালিকা) |
Girls |
Lamp (প্রদীপ/বাতি) |
Lamps |
Key (চাবি) |
Keys |
River (নদী) |
Rivers |
Rule 2: যেসব
Singular noun এর শেষে s, sh, ss, ch, x ও z থাকে, তাদের শেষে es যোগ করে Plural করা
হয়। যথা –
Singular |
Plural |
Bus (বাস) |
Buses |
Class (শ্রেণি) |
Classes |
Box (বক্স) |
Boxes |
Rule 3: যেসব
Singular noun এর শেষে “o” এবং “o” এর পূর্বে Vowel থাকে তাদের সাথে “s” যোগ করে
Plural করা হয়। যথা –
Singular |
Plural |
Bamboo (বাঁশ) |
Bamboos |
Radio (রেডিও) |
Radios |
Studio (স্টুডিও) |
Studios |
Rule 4: Singular
noun এর শেষে “y” এবং এর পূর্বে consonant থাকলে y এর স্থলে ‘I’ বসিয়ে এবং শেষে
‘es’ যোগ করে Plural করা হয় (অর্থাৎ, ‘y’ এর স্থলে ‘ies’ বসাতে হয়)। যথা –
Singular |
Plural |
Baby (শিশু) |
Babies |
Story (গল্প) |
Stories |
Country (দেশ) |
Countries |
যদি Singular
noun এর শেষে ‘y’ এবং ‘y’ এর পূর্বে vowel (a, e, i, o, u) থাকে, এক্ষেত্রে ‘y’ এর
পরে কেবল ‘s’ যোগ করে Plural করা হয়। যথা –
Singular |
Plural |
Day (দিন) |
Days |
Boy (বালক) |
Boys |
Monkey (বানর) |
Monkeys |
Rule 5:
Singular noun এর শেষে ‘f/fe’ থাকলে, Plural করার সময় ঐ ‘f বা fe’ এর স্থলে v বসিয়ে
শেষে ‘es’ যোগ করতে হয়। যথা –
Singular |
Plural |
Leaf (পাতা) |
Leaves |
Wife (স্ত্রী) |
Wives |
Knife (ছুরি) |
Knives |
Wolf (নেকরে বাঘ) |
Wolves |
Thief (চোর) |
Theives |
যদি কোন Singular
noun এর শেষে “oof, ef, ief বা eef” থাকে ঐ সকল noun এর শেষে শুধুমাত্র ‘s’ যোগ করে
plural করতে হয়। যেমন –
Singular |
Plural |
Chief (প্রধান) |
Chiefs |
Proof (প্রমাণ) |
Proofs |
Roof (ছাদ) |
Roofs |
Briefs (আমলা) |
Briefs |
Reef (খাড়া পাহাড়) |
Reefs |
Safe (সিন্ধুক) |
Safes |
Rule 6: কতকগুলো
Singular noun এর ভেতরের vowel পরিবর্তন করে Plural করতে হয়। যথা –
Singular |
Plural |
Man (মানুষ) |
Men |
Mouse (ইঁদুর) |
Mice |
Tooth (দাঁত) |
Teeth |
Foot (পা) |
Feet |
Rule 7: Compound
noun এর plural করতে হলে ঐ noun এর মধ্যস্থিত প্রধান শব্দটির plural form করতে হয়।
যথা –
Singular |
Plural |
Brother-in-law (শ্যালক) |
Brothers-in-law |
Father-in-law (শ্বশুর) |
Fathers-in-law |
Step-brother (সৎভাই) |
Step-brothers |
Step-daughter (সৎ মেয়ে) |
Step-daughters |
Rule 8: Pronoun
এরও Singular form ও Plural form হয়। যথা –
Singular |
Plural |
I (আমি) |
We (আমরা) |
He, She (সে) |
They (তারা) |
It (ইহা) |
They (তারা) |
You (তুমি) |
You (তোমরা) |
My (আমার) |
Our (আমাদের) |
His, Her (তার) |
Their (তাদের) |
This (এটি) |
These (এগুলো) |
That (ঐটা) |
Those (ওগুলো) |
Thou (তুই) |
You (তোরা) |