ইংরেজি গ্রামার হ্যান্ডনোটস চতুর্থ ও পঞ্চম শ্রেণী পর্ব - ২

ইংরেজি গ্রামার হ্যান্ডনোটস চতুর্থ ও পঞ্চম শ্রেণী পর্ব - ২

Parts of Speech – পদ নির্দেশক

বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে Parts of Speech বলে। যেমন – Habib is a good boy এই বাক্যে ৫ টি অর্থবোধক শব্দ রয়েছে। এদের প্রত্যেকটি Parts of Speech.

 

Parts of Speech ৮ প্রকার। যথা –

  1. Noun (নাউন) – বিশেষ্য;
  2. Pronoun (প্রোনাউন) – সর্বনাম;
  3. Adjective (অ্যাজেকটিভ) – বিশেষণ;
  4. Verb (ভার্ব) – ক্রিয়া;
  5. Adverb (অ্যাডভার্ব) – ক্রিয়া বিশেষণ;
  6. Preposition (প্রিপজিশন) – পদান্ময়ী বা সমন্বয়সূচক অব্যয়;
  7. Conjunction (কনজাংশন) – সংযোজক অব্যয়;
  8. Interjection (ইন্টারজেকশন) – আবেগসূচক অব্যয়;

 

Noun: যে শব্দ দ্বারা কোন ব্যাক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ ইত্যাদির নাম বোঝায় তাকে Noun বলে। যেমন – Dhaka, Chittagong, Chandpur, Father, Mother, Tree, Duster, Honesty ইত্যাদি।


Pronoun: বাক্যে Noun এর পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হয় তাকে Pronoun বলে। যেমন – I, he, she, it, we, they, you ইত্যাদি।


Adjective: যে Word কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে। যেমন – good, bad, fat, beautiful, white, nice ইত্যাদি।


Verb: যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, তাকে Verb বলে। যেমন – do, eat, work, read, buy, and give ইত্যাদি।


Adverb: যে শব্দ বাক্যের অন্য কোনো শব্দ কে বিশেষিত করে তাকে Adverb বলে। যেমন – slowly, quickly, loudly, well, very ইত্যাদি।


Preposition: যে শব্দ Noun বা Pronoun এর পূর্বে বসে ঐ Noun বা Pronoun এর সাথে বাক্যস্থিত অন্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition বলে। যেমন – at, on, of, with, by, to ইত্যাদি।


Conjunction: যে শব্দ দুই বা ততোধিক শব্দ বা বাক্য-কে যুক্ত করে তাকে Conjunction বলে। যেমন – and, or, but, though, as ইত্যাদি।


Interjection: যে সকল শব্দ দ্বারা আমরা মনের আনন্দ, বিষাদ, ঘৃণা, বিস্ময় ইত্যাদি প্রকাশ করি তাকে Interjection বলে। যেমন – Alas!, Hurrah!, Bravo! ইত্যাদি।


Number – বচন

যে word দ্বারা কোন Noun বা Pronoun এর সংখ্যা বুঝায় তাকে Number বা বচন বলে।

Number ২ প্রকার। যথা –

  1. Singular Number (একবচন)
  2. Plural Number (বহুবচন)

 

Singular Number (একবচন) – যে Noun বা Pronoun দ্বারা একটি মাত্র সংখ্যা বুঝায় তাকে Singular Number বলে। যথা – boy, man, book, doll, girl ইত্যাদি।


Plural Number (বহুবচন) – যে Noun বা Pronoun দ্বারা একের অধিক সংখ্যা বুঝায় তাকে Plural Number বলে। যেমন – boys, men, books, dolls, girls ইত্যাদি।

 

Number পরিবর্তনের নিয়মাবলি –

Rule 1: সাধারণত Singular Noun এর শেষে ‘s’ যোগ করে Plural করা হয়। যথা –

Singular

Plural

Crop (শস্য)

Crops

Girl (বালিকা)

Girls

Lamp (প্রদীপ/বাতি)

Lamps

Key (চাবি)

Keys

River (নদী)

Rivers

Rule 2: যেসব Singular noun এর শেষে s, sh, ss, ch, x ও z থাকে, তাদের শেষে es যোগ করে Plural করা হয়। যথা –

Singular

Plural

Bus (বাস)

Buses

Class (শ্রেণি)

Classes

Box (বক্স)

Boxes

 

Rule 3: যেসব Singular noun এর শেষে “o” এবং “o” এর পূর্বে Vowel থাকে তাদের সাথে “s” যোগ করে Plural করা হয়। যথা –

Singular

Plural

Bamboo (বাঁশ)

Bamboos

Radio (রেডিও)

Radios

Studio (স্টুডিও)

Studios

 

Rule 4: Singular noun এর শেষে “y” এবং এর পূর্বে consonant থাকলে y এর স্থলে ‘I’ বসিয়ে এবং শেষে ‘es’ যোগ করে Plural করা হয় (অর্থাৎ, ‘y’ এর স্থলে ‘ies’ বসাতে হয়)। যথা –

Singular

Plural

Baby (শিশু)

Babies

Story (গল্প)

Stories

Country (দেশ)

Countries

যদি Singular noun এর শেষে ‘y’ এবং ‘y’ এর পূর্বে vowel (a, e, i, o, u) থাকে, এক্ষেত্রে ‘y’ এর পরে কেবল ‘s’ যোগ করে Plural করা হয়। যথা –

Singular

Plural

Day (দিন)

Days

Boy (বালক)

Boys

Monkey (বানর)

Monkeys

 

Rule 5: Singular noun এর শেষে ‘f/fe’ থাকলে, Plural করার সময় ঐ ‘f বা fe’ এর স্থলে v বসিয়ে শেষে ‘es’ যোগ করতে হয়। যথা –

Singular

Plural

Leaf (পাতা)

Leaves

Wife (স্ত্রী)

Wives

Knife (ছুরি)

Knives

Wolf (নেকরে বাঘ)

Wolves

Thief (চোর)

Theives

যদি কোন Singular noun এর শেষে “oof, ef, ief বা eef” থাকে ঐ সকল noun এর শেষে শুধুমাত্র ‘s’ যোগ করে plural করতে হয়। যেমন –

Singular

Plural

Chief (প্রধান)

Chiefs

Proof (প্রমাণ)

Proofs

Roof (ছাদ)

Roofs

Briefs (আমলা)

Briefs

Reef (খাড়া পাহাড়)

Reefs

Safe (সিন্ধুক)

Safes

 

Rule 6: কতকগুলো Singular noun এর ভেতরের vowel পরিবর্তন করে Plural করতে হয়। যথা –

Singular

Plural

Man (মানুষ)

Men

Mouse (ইঁদুর)

Mice

Tooth (দাঁত)

Teeth

Foot (পা)

Feet

 

Rule 7: Compound noun এর plural করতে হলে ঐ noun এর মধ্যস্থিত প্রধান শব্দটির plural form করতে হয়। যথা –

Singular

Plural

Brother-in-law (শ্যালক)

Brothers-in-law

Father-in-law (শ্বশুর)

Fathers-in-law

Step-brother (সৎভাই)

Step-brothers

Step-daughter (সৎ মেয়ে)

Step-daughters

 

Rule 8: Pronoun এরও Singular form ও Plural form হয়। যথা –

Singular

Plural

I (আমি)

We (আমরা)

He, She (সে)

They (তারা)

It (ইহা)

They (তারা)

You (তুমি)

You (তোমরা)

My (আমার)

Our (আমাদের)

His, Her (তার)

Their (তাদের)

This (এটি)

These (এগুলো)

That (ঐটা)

Those (ওগুলো)

Thou (তুই)

You (তোরা)

Post a Comment

Support Us