ইংরেজি গ্রামার হ্যান্ডনোটস চতুর্থ ও পঞ্চম শ্রেণী পর্ব - ৩

 

ইংরেজি গ্রামার হ্যান্ডনোটস চতুর্থ ও পঞ্চম শ্রেণী পর্ব - ৩

Gender – লিঙ্গ

যে Noun বা Pronoun দ্বারা স্ত্রী, পুরুষ, কিংবা পুরুষ-স্ত্রী উভয়ই বা স্ত্রী-পুরুষ কোনটাকে না বুঝিয়ে কোন অচেতন পদার্থকে বুঝায়, সেই Noun বা Pronoun কে Gender বা লিঙ্গ বলে।

Gender এর শ্রেণীবিভাগঃ Gender ৪ প্রকার। যথা –

  • Masculine Gender (ম্যাসকুলিন জেন্ডার) – পুংলিঙ্গ।
  • Feminine Gender (ফেমিনিন জেন্ডার) – স্ত্রীলিঙ্গ।
  • Common Gender (কমন জেন্ডার) – উভয়লিঙ্গ।
  • Neuter Gender (নিউটার জেন্ডার) – ক্লীবলিঙ্গ।

 

Masculine Gender (ম্যাসকুলিন জেন্ডার) – যে Noun বা Pronoun দ্বারা শুধুমাত্র পুরুষ জাতীয় ব্যাক্তি বা প্রাণী বোঝায় তাকে Masculine Gender (ম্যাসকুলিন জেন্ডার) বলে। যেমন – Man, Fox, Bull, He, Cock, boy, dog, bull ইত্যাদি।

 

Feminine Gender (ফেমিনিন জেন্ডার) – যে Noun বা Pronoun দ্বারা স্ত্রী জাতীয় ব্যাক্তি বা প্রাণী বোঝায় তাকে Feminine Gender (ফেমিনিন জেন্ডার) বলে। যেমন – woman, girl, wife, hen, she ইত্যাদি।

 

Common Gender (কমন জেন্ডার) – যে Noun বা Pronoun দ্বারা পুরুষজাতি বা স্ত্রীজাতি উভয়কে বোঝায় তাকে Common Gender (কমন জেন্ডার) বলে। যেমন - baby, parent, child, pupil, teacher ইত্যাদি।

 

Neuter Gender (নিউটার জেন্ডার) – যে Noun বা Pronoun দ্বারা পুরুষ জাতি বা স্ত্রী জাতিকে না বুঝিয়ে অচেতন পদার্থকে বুঝায় তাকে Neuter Gender (নিউটার জেন্ডার) বলে। যেমন – book, tree, table, ball, pen, watch, chair ইত্যাদি।


Masculine Gender ও Feminine Gender এর কিছু উদাহরণ –

Masculine (পুংলিঙ্গ)

Feminine (স্ত্রীলিঙ্গ)

Boy (বালক)

Girl (বালিকা)

Brother (ভাই)

Sister (বোন)

Brother-in-law (শ্যালক)

Sister-in-law (শ্যালিকা)

Cock (মোরগ)

Hen (মুরগী)

Dog (কুকুর)

Bitch (কুকুরী)

Host (অতিথি সেবক)

Hostess (অতিথি সেবিকা)

Man (পুরুষ)

Woman (স্ত্রীলোক)

Master (প্রভু)

Mistress (প্রভুপত্নী)

Mr (মহাশয়)

Mrs (মহাশয়া)

Papa (পিতা)

Mamma (মাতা)

Poet (কবি)

Poetess (মহিলা কবি)

Son (পুত্র)

Daughter (কন্যা)

Bridegroom (বর)

Bride (কনে)

Uncle (চাচা, খালু, মামা)

Aunt (চাচী, খালা, মামী)

 

Person – ব্যাক্তি

কোন Noun বা Pronoun বাক্যের কর্তা হলে তাকে Person বলে। ইংরেজিতে Person তিন প্রকার। যথা –

  1. First Person (উত্তম পুরুষ)
  2. Second Person (মধ্যম পুরুষ)
  3. Third Person (নাম পুরুষ)

 

First Person: যে শব্দের মাধ্যমে বক্তা নিজেকে বা নিজেদের সম্বন্ধে বুঝায় তাকে First Person বা উত্তম পুরুষ বলে। যথা – I, me, my, mine, we, us, our ইত্যাদি।

Second Person: বক্তা যাকে উদ্দেশ্য করে কিছু বলে তাকে Second Person বা মধ্যম পুরুষ বলে। যথা – you, your, yours ইত্যাদি।

Third Person: কারো অনুপস্থিতিতে বা কাউকে অনির্দিষ্টভাবে বোঝাতে বক্তা যে শব্দের আশ্রয় নেয়, তাকে Third Person বা নাম পুরুষ বলে। যথা – he, she, her, it, they, them ইত্যাদি।

 

Articles – পদাশ্রিত নির্দেশক

A, An, The – এ তিনটি word বা শব্দ কে Article বলে।

A, An, The – Adjective এর ন্যায় Noun এর আগে বসে এবং A ও An এর পরবর্তী Noun অবশ্যই Singular Number-এ হবে। আর, The এর পরবর্তী Noun টি Singular ও Plural উভয় Number-ই হয়।

Article এর প্রকারভেদঃ Article ২ প্রকার। যথা –

  1. Indefinite Article (ইনডেফিনিট আর্টিকেল)
  2. Definite Article (ডেফিনিট আর্টিকেল)

A ও An কে Indefinite Article বলে। কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে অনির্দিষ্টভাবে বুঝাতে Indefinite Article ব্যবহৃত হয়। এবং The কে Definite Article বলে। কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বুঝাতে Definite Article ব্যবহৃত হয়।


‘A’ এর ব্যাবহার

👉 কোন Word এর প্রথম অক্ষর Consonant হলে তার পূর্বে ‘a’ বসে। যথা – I have a cow, This is a book.

👉 শব্দের প্রথম অক্ষর e বা u এর উচ্চারণ ‘ইউ / you’ এর মত হলে তার পূর্বে ‘a’ বসে। যথা – He is a European, The cow is a useful animal, A university, A uniform ইত্যাদি।

👉 শব্দের প্রথম অক্ষর ‘o’ এবং এর উচ্চারণ “ওয়া” এর মত হলে তার পূর্বে ‘a’ বসে। যথা – He gave me a one taka note.


‘An’ এর ব্যবহার

👉 শব্দের প্রথম অক্ষর Vowel (অর্থাৎ, a, e, i, o, u) হলে তার পূর্বে an বসে। যেমন – An Army, An Ox, An Egg, An Umbrella ইত্যাদি।

👉 শব্দের প্রথমে অনুচ্চারিত ‘h’ থাকলে তার পূর্বে ‘an’ বসে। যেমন – An Hour, An honest man ইত্যাদি।

👉 শব্দের প্রথমে Consonant থাকা স্বত্তেও Vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে ‘an’ বসে। যেমন – An MA, An MBBS ইত্যাদি।

 

‘The’ এর ব্যবহার

👉 কোনকিছু নির্দিষ্ট করে বুঝালে Singular হোক বা Plural হোক উভয়প্রকার Noun এর পূর্বে ‘The’ বসে। যেমন – The boy, The books, The cow ইত্যাদি।

👉 নদী, সাগর, ধর্মগ্রন্থ, সাধারণ স্থান, পর্বতমালা, সংবাদপত্র, দিক প্রভৃতির পূর্বে ‘The’ বসে। যেমন – The Bay of Bengal, The Pacific Ocean, The Padma, The Quran, The High Court, The Bangladesh Times ইত্যাদি।

👉 Countable Noun (গণনাযোগ্য বিশেষ্য) ও Common Noun (একশ্রেণীর সমগ্র ব্যাক্তি/বস্তুর নাম) দ্বারা সমগ্র জাতি বোঝালে তার পূর্বে ‘The’ বসে। যেমন – The horse, The cow ইত্যাদি।

👉 যে সকল বস্তু একটির অধিক নেই, তাদের নামের পূর্বে ‘The’ বসে। যেমন – The sun, The moon, The earth, The sky ইত্যাদি।


Strong Verb এবং Weak Verb


Strong Verb: যে সকল Verb এর অন্তর্গত Vowel পরিবর্তন করে বা শেষে n, en, ne যোগ করে Past এবং Past Participle গঠন করা হয়, তাদের Strong Verb বলে।

Present

Past

Past Participle

Come

Came

Come

See

Saw

Seen

Do

Did

Done

 

Weak Verb: যে সকল Verb এর শেষে d, ed, t যোগ করে Past Tense ও Past Participle Form গঠন করা হয় তাদের Weak Verb বলে।

Present

Past

Past Participle

Work

Worked

Worked

Play

Played

Played

Live

Lived

Lived

 

Strong Verb এর তালিকা

Present

Past

Past Participle

Abide (থাকা, বাস করা)

abode

abode

Am (হই, আছি)

was

been

Are (হয়, হও, আছ)

were

been

Become (হওয়া)

became

become

Break (ভেঙ্গে ফেলা)

broke

broken

Buy (ক্রয় করা)

bought

bought

Catch (ধরা)

caught

caught

Choose (পছন্দ করা)

chose

chosen

Come (আসা)

came

come

Dig (খনন করা)

dug

dug

Do (করা)

did

done

Draw (আঁকা, টানা)

drew

drawn

Dream (স্বপ্ন দেখা)

dreamt

dreamt

Feed (খাওয়ান)

fed

fed

Find (দেখা)

found

found

Fly (উড়া)

flew

flown

Forget (ভুলে যাওয়া)

forgot

forgotten

Give (দেওয়া)

gave

given

Grow (জন্মান)

grew

grown

Hang (ঝুলিয়ে রাখা)

hung

hung

Hold (ধরা)

held

held

Keep (রাখা)

kept

kept

Know (জানা)

knew

known

Lead (পরিচালনা)

led

led

Leave (ত্যাগ করা)

left

left

Lie (শোয়া)

lay

lain

Lose (হারান)

lost

lost

Make (তৈরি করা)

made

made

Rise (উঠা)

rose

risen

Run (দৌড়ান)

ran

run

Say (বলা)

said

said

See (দেখা)

saw

seen

Shine (কিরণ দেয়া)

shone

shone

Sing (গান করা)

sang

sung

Smell (গন্ধ লওয়া)

smelt

smelt

Spend (ব্যয় করা)

spent

spent

Spring (লাফান)

sprang

sprung

Take (লওয়া)

took

taken

Teach (শিক্ষা দেওয়া)

taught

taught

Tell (বলা)

told

told

Think (চিন্তা করা)

thought

thought

Throw (নিক্ষেপ করা)

threw

thrown

Wake (জাগা)

woke

waken

Wear (পরা)

wore

worn

Weave (বোনা)

wove

woven

Weep (কাঁদা)

wept

wept

 

Weak Verb এর তালিকা

Present

Past

Past Participle

Act (কাজ করা)

acted

acted

Advise (উপদেশ দেয়া)

advised

advised

Cast (নিক্ষেপ করা)

cast

cast

Cost (খরচ লাগা)

cost

cost

Die (মরা)

died

died

Hang (ফাঁসি দেওয়া)

hanged

hanged

Have (পাওয়া)

had

had

Hear (শোনা)

heard

heard

Hit (আঘাত করা)

hit

hit

Learn (শিক্ষা করা)

learnt

learnt

Put (রাখা)

put

put

Read (পড়া)

read

read

Shoot (গুলি করা)

shot

shot

Show (দেখান)

showed

showed

Shut (বন্ধ করা)

shut

shut

Spread (বিস্তার করা)

spread

spread

Stay (থাকা)

stayed

stayed

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment