ইংরেজি গ্রামার হ্যান্ডনোটস চতুর্থ ও পঞ্চম শ্রেণী পর্ব - ৫


ইংরেজি গ্রামার হ্যান্ডনোটস চতুর্থ ও পঞ্চম শ্রেণী পর্ব - ৫

 

Making Wh-Question

Making Wh-Question মানে হচ্ছে Wh-word দ্বারা প্রশ্ন তৈরি করা। ইংরেজিতে মোট ৯ টি Wh-word রয়েছে। নিন্মে কোন Wh-word দ্বারা কোন ধরনের প্রশ্ন করা হয় তার একটি তালিকা দেওয়া হলো।

Wh-Word

প্রশ্নের ধরন

উদাহরণ

What

সুনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণি সম্বন্ধে জানতে

What is your name?

What is your aim in life?

Who

ব্যক্তি সম্বন্ধে জানতে

Who did it?

Who is your brother?

Whose

‘কার’ অধিকারে আছে এ সম্বন্ধে জানতে

Whose is this pen?

Whose book is this?

Whom

‘কাকে’ এই প্রশ্ন করতে ব্যবহৃত হয়

Whom do you love best?

Whom did you invite yesterday?

Which

‘কোনটি’ অর্থাৎ পছন্দ সম্বন্ধে জানতে

Which one should I pick?

Which river flows through Dhaka?

When

‘কখন/কোন সময়ে’ অর্থাৎ সময় সম্বন্ধে জানতে

When will he come?

When were you born?

Where

‘কোনখানে/কোথায়’ অর্থাৎ স্থান সম্বন্ধে জানতে

Where will he go?

Where is your pen?

Why

‘কী জন্য/কী কারণে/কেন’ অর্থাৎ কোন কারণ বা ব্যাখ্যা জানতে

Why are you late?

Why did he come here?

How

‘কীভাবে/কেমন করে’ ইত্যাদি পদ্ধতি/গুণাগুণ সম্বন্ধে জানতে ব্যবহৃত হয়

How did you do it?

How far is Chandpur?

 

Punctuation – বিরামচিহ্ন

লেখায় সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে Punctuation বা বিরামচিহ্ন বলে।

নাম

চিহ্ন

Full Stop (দাঁড়ি বা পূর্ণচ্ছেদ)

.

Comma (পাদচ্ছেদ)

,

Question Mark (প্রশ্নবোধক চিহ্ন)

?

Exclamatory Mark (আশ্চর্যবোধক চিহ্ন)

!

Hyphen (সংযোগ চিহ্ন)

-

Dash (দীর্ঘ সংযোগ চিহ্ন)

---

Semi-colon (অর্ধচ্ছেদ)

;

Colon (দৃষ্টান্তচ্ছেদ)

:

Apostrophe (লোপ চিহ্ন)

Inverted Comma (উদ্ধৃতি চিহ্ন)

“…”

 

Full Stop (.):

👉 সাধারণত প্রশ্নবোধক বাক্য এবং বিস্ময়সূচক বাক্য ছাড়া অন্যান্য সকল ধরনের বাক্যের শেষে Full Stop বসে। যেমন –

I am reading a book.

May Allah bless you.

Many families live there.


👉 নামের সংক্ষিপ্ত রূপ এবং শব্দের সংক্ষিপ্ত রূপ চিহ্নিত করতে Full Stop ব্যবহৃত হয়। যেমন –

M.A. = Master of Arts.

B.A. = Bachelor of Arts.

M.P. = Member of Parliament.

U.N.O = Upazilla Nirbahi Officer.


👉 ওয়েবসাইট ঠিকানা অথবা ইমেইল এর ঠিকানা লিখতে Full-stop ব্যবহৃত হয়। এ ধরনের full-stop কে সাধারণত “dot – ডট” বলা হয়। যেমন –

Website: https://www.notesaid24.com/

Email: abc@gmail.com

 

Comma (,):

👉 দুইয়ের অধিক সমজাতীয় word (শব্দ) বা clause (বাক্যাংশ) পাশাপাশি ব্যবহৃত হলে তাদের মাঝে comma ব্যবহৃত হয়। যেমন –

There is a fork, a sauce pen, a cup, and a plate on the table.

They also saw deer, snakes, and bears.


👉 তারিখ, ঠিকানা, স্থান ইত্যাদিকে আলাদাভাবে প্রকাশ করতে comma ব্যবহৃত হয়। যেমন –

Maha was born on 05, 1998.

Habib lives in Kachua, Chandpur.


👉 কারও উক্তি সরাসরি ব্যবহার করতে চাইলে তার পূর্বে comma ব্যবহৃত হয়। যেমন –

Habib said, “I can do it.”

Maha said to me, “Today, I’ll take you to see the Padma Bridge.”


👉 Hello, Yes, No, Well, But, Alright ইত্যাদি শব্দ যদি বাক্যের শুরুতে বসে তাহলে এগুলোর পর comma দিতে হয়। যেমন –

Hello, I’m Habib.

Yes, I think you’re right.

 

Question Mark (?):

👉 কাউকে সরাসরি কোন প্রশ্ন করা হলে তার শেষে Question Mark বসে। যেমন –

How are you?

What is your name?

 

Exclamatory Mark (!):

👉 কোন বাক্য দ্বারা যদি আদেশ, ভয়, বিস্ময়, উল্লাস বা মনের কোন আকস্মিক আবেগ প্রকাশিত হয় তাহলে বাক্যের শেষে Exclamatory Mark বসে। যেমন –

What a beautiful scenery it is!

What a big elephant it is!

How foolish you are!

Fie! You are a liar.

 

Hyphen (-):

👉 Hyphen, dash এর চেয়ে একটু ছোট সংযোগ চিহ্ন যা একটি শব্দ কে আলাদা করতে কিংবা দুইয়ের অধিক শব্দকে যুক্ত করতে ব্যবহৃত হয়। যেমন –

I love homemade cakes.

The cap-seller became very worried.


👉 সাধারণত একটি বাক্যের শেষে পুরো শব্দটি লেখা সম্ভব না হলে তাকে Hyphen দ্বারা ভেঙ্গে পরবর্তী লাইনে লেখা হয়।

21 হতে 99 পর্যন্ত সকল compound number লিখতে hyphen ব্যবহৃত হয়। যেমন –

My grandfather is sixty-five.

We need thirty-eight packets more.

 

Dash (---):

👉 বাধাপ্রাপ্ত বা অসমাপ্ত উক্তির ক্ষেত্রে dash ব্যবহৃত হয়। যেমন –

There was --- I am sure --- only one man.

She is --- I think --- a Doctor.

All men --- both poor and rich --- are equal to Allah.


Semi-colon (;):

👉 Semi-colon দ্বারা comma এর চেয়ে দীর্ঘ সময় নেয়া বুঝায় যা পরস্পরের সাথে সম্পর্কিত স্বাধীন clause (বাক্যাংশ) যদি conjunction দ্বারা যুক্ত না হয় তাহলে তাদের ক্ষেত্রে আলাদা করতে semi-colon ব্যবহৃত হয়। যেমন –

To err is human; to forgive is divine.

She looks wise; she has bright eyes.

 

Colon (:):

👉 Semi-colon এর চেয়ে একটু বেশি বিরতি বোঝাতে colon ব্যবহৃত হয়। যেমন –

Punctuation: Comma

Send me the following goods: a good pen, some paper, and one knife.

 

Apostrophe (`):

👉 Noun সমূহের Possesive case (যে Noun বা Pronoun কোন ব্যক্তি বা বস্তুর সাথে অধিকারের সম্পর্ক বোঝায় তাকে Possessive Case বা সম্বন্ধ সূচক কারক বলে।) গঠন করতে Apostrophe ব্যবহৃত হয়। যেমন –

Habib’s father is a teacher in Chandpur.

Maha’s mother was surprised.


👉 সময় উল্লেখ করতে Apostrophe ব্যবহৃত হয়। যেমন – It is 4 o’clock.


👉 দুইটি শব্দকে যুক্ত করতে Apostrophe ব্যবহৃত হয়। যেমন –

Do not disturb me => Don’t disturb me.

I am your teacher => I’m your teacher.

I am => I’m

I have => I’ve

They would / had => they’d

You are => you’re

Is not => isn’t

August 31, 1994 => August 31, ’94

 

Quotation Mark (“…” / ‘…’)

👉 কারও বক্তব্য হুবহু তুলে ধরতে Quotation Mark ব্যবহৃত হয়। যেমন –

The boy said, “I will go to school.”

Maha said, ‘I do the work.’


👉 কোনো word বা phrase কে বিশেষভাবে নির্দেশ করতেও Quotation Mark ব্যবহৃত হয়। যেমন –

The “Skylark” is a good poem written by Wordsworth.

“Titanic” movie directed by James Cameroon.

 

Capital Letter এর ব্যবহার –

👉 পরিপূর্ণ অর্থ প্রকাশক যেকোন Sentecne এর প্রথম Letter টি capital হয়। যেমন –

Be careful, Habib.


👉 Proper noun (দেশ, জাতি, ভাষা, বই, সংবাদপত্র, পত্রিকা ইত্যাদি) সমূহের প্রথম Letter টি সর্বদা capital হয়। যেমন –

Bangladesh, Indian, Bengali, The Daily Star ইত্যাদি।


👉 আমি অর্থে ‘I’ সর্বদা capital letter হয়। যেমন –

I read in class five.

Everyday I learn something new.


👉 ছড়া, কবিতার প্রতিটি লাইনের প্রথম Letter টি capital হয়। যেমন –

A million little diamonds

Twinkled on the trees;

And all the little children cried,

“A jewel, if you please!”


👉 সৃষ্টিকর্তা বা কোন দেবতাকে বুঝাতে ব্যবহৃত Noun / Pronoun এর প্রথম Letter টি capital হয়। যেমন –

Allah had His mercy on us.


👉 দিন, মাস, ঋতু, উৎসব বা বিশেষ কোন মূহুর্তের প্রথম Letter টি capital হয়। যেমন –

Eid Day, May Day, August, Spring ইত্যাদি।


👉 দ্বীপসমূহের নাম, নদ-নদী, পাহাড়-পর্বত, ঐতিহাসিক ঘটনার প্রথম Letter টি capital হয়। যেমন –

We go to Andamans.

The Jamuna is a mighty river.

The War of Independence.


👉 উদ্ধৃত Sentecne এর প্রথম Letter টি capital হয়। যেমন – Teacher said, “Obey your parents.”


👉 কোন নাম বা উপাধিকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য Capital Letter ব্যবহৃত হয়। যেমন –

B.A, M.A

A.K. Fazlul Haque.


👉 ধর্মীয় পুস্তকের নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন –

The Holy Quran, The Bible.


👉 চিঠিপত্রে addressing এর প্রথমে Capital Letter হয়। যেমন –

My dear Father

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment