Making Wh-Question
Making
Wh-Question মানে হচ্ছে Wh-word দ্বারা প্রশ্ন তৈরি করা। ইংরেজিতে মোট ৯ টি
Wh-word রয়েছে। নিন্মে কোন Wh-word দ্বারা কোন ধরনের প্রশ্ন করা হয় তার একটি তালিকা
দেওয়া হলো।
Wh-Word |
প্রশ্নের ধরন |
উদাহরণ |
What |
সুনির্দিষ্ট
ব্যক্তি, বস্তু, প্রাণি সম্বন্ধে জানতে |
What
is your name? What
is your aim in life? |
Who |
ব্যক্তি
সম্বন্ধে জানতে |
Who
did it? Who
is your brother? |
Whose |
‘কার’
অধিকারে আছে এ সম্বন্ধে জানতে |
Whose
is this pen? Whose
book is this? |
Whom |
‘কাকে’
এই প্রশ্ন করতে ব্যবহৃত হয় |
Whom
do you love best? Whom
did you invite yesterday? |
Which |
‘কোনটি’
অর্থাৎ পছন্দ সম্বন্ধে জানতে |
Which
one should I pick? Which
river flows through Dhaka? |
When |
‘কখন/কোন
সময়ে’ অর্থাৎ সময় সম্বন্ধে জানতে |
When
will he come? When
were you born? |
Where |
‘কোনখানে/কোথায়’
অর্থাৎ স্থান সম্বন্ধে জানতে |
Where
will he go? Where
is your pen? |
Why |
‘কী
জন্য/কী কারণে/কেন’ অর্থাৎ কোন কারণ বা ব্যাখ্যা জানতে |
Why
are you late? Why
did he come here? |
How |
‘কীভাবে/কেমন
করে’ ইত্যাদি পদ্ধতি/গুণাগুণ সম্বন্ধে জানতে ব্যবহৃত হয় |
How
did you do it? How
far is Chandpur? |
Punctuation – বিরামচিহ্ন
লেখায়
সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে Punctuation বা বিরামচিহ্ন
বলে।
নাম |
চিহ্ন |
Full Stop (দাঁড়ি বা পূর্ণচ্ছেদ) |
. |
Comma (পাদচ্ছেদ) |
, |
Question Mark (প্রশ্নবোধক চিহ্ন) |
? |
Exclamatory Mark (আশ্চর্যবোধক চিহ্ন) |
! |
Hyphen (সংযোগ চিহ্ন) |
- |
Dash (দীর্ঘ সংযোগ চিহ্ন) |
--- |
Semi-colon (অর্ধচ্ছেদ) |
; |
Colon (দৃষ্টান্তচ্ছেদ) |
: |
Apostrophe (লোপ চিহ্ন) |
‘ |
Inverted Comma (উদ্ধৃতি চিহ্ন) |
“…” |
Full
Stop (.):
👉 সাধারণত
প্রশ্নবোধক বাক্য এবং বিস্ময়সূচক বাক্য ছাড়া অন্যান্য সকল ধরনের বাক্যের শেষে Full
Stop বসে। যেমন –
I
am reading a book.
May
Allah bless you.
Many
families live there.
👉 নামের
সংক্ষিপ্ত রূপ এবং শব্দের সংক্ষিপ্ত রূপ চিহ্নিত করতে Full Stop ব্যবহৃত হয়। যেমন
–
M.A.
= Master of Arts.
B.A.
= Bachelor of Arts.
M.P.
= Member of Parliament.
U.N.O
= Upazilla Nirbahi Officer.
👉 ওয়েবসাইট
ঠিকানা অথবা ইমেইল এর ঠিকানা লিখতে Full-stop ব্যবহৃত হয়। এ ধরনের full-stop কে সাধারণত
“dot – ডট” বলা হয়। যেমন –
Website:
https://www.notesaid24.com/
Email:
abc@gmail.com
Comma
(,):
👉 দুইয়ের
অধিক সমজাতীয় word (শব্দ) বা clause (বাক্যাংশ) পাশাপাশি ব্যবহৃত হলে তাদের মাঝে
comma ব্যবহৃত হয়। যেমন –
There
is a fork, a sauce pen, a cup, and a plate on the table.
They
also saw deer, snakes, and bears.
👉 তারিখ,
ঠিকানা, স্থান ইত্যাদিকে আলাদাভাবে প্রকাশ করতে comma ব্যবহৃত হয়। যেমন –
Maha
was born on 05, 1998.
Habib
lives in Kachua, Chandpur.
👉 কারও
উক্তি সরাসরি ব্যবহার করতে চাইলে তার পূর্বে comma ব্যবহৃত হয়। যেমন –
Habib
said, “I can do it.”
Maha
said to me, “Today, I’ll take you to see the Padma Bridge.”
👉 Hello,
Yes, No, Well, But, Alright ইত্যাদি শব্দ যদি বাক্যের শুরুতে বসে তাহলে এগুলোর পর
comma দিতে হয়। যেমন –
Hello,
I’m Habib.
Yes,
I think you’re right.
Question
Mark (?):
👉 কাউকে
সরাসরি কোন প্রশ্ন করা হলে তার শেষে Question Mark বসে। যেমন –
How
are you?
What
is your name?
Exclamatory
Mark (!):
👉 কোন
বাক্য দ্বারা যদি আদেশ, ভয়, বিস্ময়, উল্লাস বা মনের কোন আকস্মিক আবেগ প্রকাশিত হয় তাহলে
বাক্যের শেষে Exclamatory Mark বসে। যেমন –
What
a beautiful scenery it is!
What
a big elephant it is!
How
foolish you are!
Fie!
You are a liar.
Hyphen
(-):
👉 Hyphen,
dash এর চেয়ে একটু ছোট সংযোগ চিহ্ন যা একটি শব্দ কে আলাদা করতে কিংবা দুইয়ের অধিক শব্দকে
যুক্ত করতে ব্যবহৃত হয়। যেমন –
I
love homemade cakes.
The
cap-seller became very worried.
👉 সাধারণত
একটি বাক্যের শেষে পুরো শব্দটি লেখা সম্ভব না হলে তাকে Hyphen দ্বারা ভেঙ্গে পরবর্তী
লাইনে লেখা হয়।
21
হতে 99 পর্যন্ত সকল compound number লিখতে hyphen ব্যবহৃত হয়। যেমন –
My
grandfather is sixty-five.
We
need thirty-eight packets more.
Dash
(---):
👉 বাধাপ্রাপ্ত
বা অসমাপ্ত উক্তির ক্ষেত্রে dash ব্যবহৃত হয়। যেমন –
There was --- I am sure --- only one
man.
She is --- I think --- a Doctor.
All men --- both poor and rich --- are
equal to Allah.
Semi-colon
(;):
👉 Semi-colon
দ্বারা comma এর চেয়ে দীর্ঘ সময় নেয়া বুঝায় যা পরস্পরের সাথে সম্পর্কিত স্বাধীন
clause (বাক্যাংশ) যদি conjunction দ্বারা যুক্ত না হয় তাহলে তাদের ক্ষেত্রে আলাদা
করতে semi-colon ব্যবহৃত হয়। যেমন –
To
err is human; to forgive is divine.
She
looks wise; she has bright eyes.
Colon
(:):
👉 Semi-colon
এর চেয়ে একটু বেশি বিরতি বোঝাতে colon ব্যবহৃত হয়। যেমন –
Punctuation:
Comma
Send
me the following goods: a good pen, some paper, and one knife.
Apostrophe
(`):
👉 Noun
সমূহের Possesive case (যে Noun বা Pronoun কোন ব্যক্তি বা বস্তুর সাথে অধিকারের সম্পর্ক
বোঝায় তাকে Possessive Case বা সম্বন্ধ সূচক কারক বলে।) গঠন করতে Apostrophe ব্যবহৃত
হয়। যেমন –
Habib’s
father is a teacher in Chandpur.
Maha’s
mother was surprised.
👉 সময়
উল্লেখ করতে Apostrophe ব্যবহৃত হয়। যেমন – It is 4 o’clock.
👉 দুইটি
শব্দকে যুক্ত করতে Apostrophe ব্যবহৃত হয়। যেমন –
Do
not disturb me => Don’t disturb me.
I
am your teacher => I’m your teacher.
I am => I’m
I have => I’ve
They would / had => they’d
You are => you’re
Is not => isn’t
August 31, 1994 => August 31, ’94
Quotation
Mark (“…” / ‘…’)
👉 কারও
বক্তব্য হুবহু তুলে ধরতে Quotation Mark ব্যবহৃত হয়। যেমন –
The
boy said, “I will go to school.”
Maha
said, ‘I do the work.’
👉 কোনো
word বা phrase কে বিশেষভাবে নির্দেশ করতেও Quotation Mark ব্যবহৃত হয়। যেমন –
The “Skylark” is a good poem written by
Wordsworth.
“Titanic” movie directed by James
Cameroon.
Capital Letter এর ব্যবহার –
👉 পরিপূর্ণ
অর্থ প্রকাশক যেকোন Sentecne এর প্রথম Letter টি capital হয়। যেমন –
Be careful, Habib.
👉 Proper
noun (দেশ, জাতি, ভাষা, বই, সংবাদপত্র, পত্রিকা ইত্যাদি) সমূহের প্রথম Letter টি সর্বদা
capital হয়। যেমন –
Bangladesh, Indian, Bengali, The Daily Star ইত্যাদি।
👉 আমি
অর্থে ‘I’ সর্বদা capital letter হয়। যেমন –
I read in class five.
Everyday
I learn something new.
👉 ছড়া,
কবিতার প্রতিটি লাইনের প্রথম Letter টি capital হয়। যেমন –
A
million little diamonds
Twinkled
on the trees;
And
all the little children cried,
“A
jewel, if you please!”
👉 সৃষ্টিকর্তা
বা কোন দেবতাকে বুঝাতে ব্যবহৃত Noun / Pronoun এর প্রথম Letter টি capital হয়। যেমন
–
Allah had His mercy on us.
👉 দিন,
মাস, ঋতু, উৎসব বা বিশেষ কোন মূহুর্তের প্রথম Letter টি capital হয়। যেমন –
Eid
Day, May Day, August, Spring ইত্যাদি।
👉 দ্বীপসমূহের
নাম, নদ-নদী, পাহাড়-পর্বত, ঐতিহাসিক ঘটনার প্রথম Letter টি capital হয়। যেমন –
We
go to Andamans.
The
Jamuna is a mighty river.
The
War of Independence.
👉 উদ্ধৃত
Sentecne এর প্রথম Letter টি capital হয়। যেমন – Teacher said, “Obey your parents.”
👉 কোন
নাম বা উপাধিকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য Capital Letter ব্যবহৃত হয়। যেমন
–
B.A,
M.A
A.K.
Fazlul Haque.
👉 ধর্মীয়
পুস্তকের নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন –
The
Holy Quran, The Bible.
👉 চিঠিপত্রে
addressing এর প্রথমে Capital Letter হয়। যেমন –
My dear Father