My Daily Routine (আমার দৈনন্দিন কার্যতালিকা)
I am Habib. I usually get up at 6 in
the morning. First I say my Fazar prayer. Then I sit to study. After study, I
have my breakfast at 8 o’clock. Then I put on my school dress and leave home
for school at 9 o’clock. I stay at school from 10 a.m. to 2 p.m., I return home
at 3 p.m. Then I get fresh, have some food and take a rest. In the afternoon I go
to the playground and play football or cricket. I return home before sunset and
say my Magrib prayer. After that, I sit to study and I study till 9 p.m. at 9.15
p.m. I have my supper and watch TV for some time. Then at 10 p.m. I go to bed.
আমি হাবিব। আমি সচরাচর সকাল ৬ টায় ঘুম থেকে
উঠি। প্রথমে আমি আমার ফজরের নামাজ আদায় করি। এরপর আমি পড়তে বসি। পড়ার পর আমি নাস্তা
খাই সকাল ৮টায়। এরপর আমি ৯টায় আমার বিদ্যালয়ের পোশাক পরি এবং বিদ্যালয়ের জন্য বাড়ি
ছেড়ে যাই। আমি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করি। ৩টায় আমি বাড়িতে
ফিরি। এরপর আমি ফ্রেশ হই, কিছু খাবার খাই এবং বিশ্রাম নিই। বিকালে আমি খেলার মাঠে যাই
এবং ফুটবল বা ক্রিকেট খেলি। আমি সূর্যাস্তের পূর্বে বাড়িতে ফিরে আসি এবং মাগরিবের নামাজ
পড়ি। এরপর আমি পড়তে বসি এবং রাত ৯টা পর্যন্ত পড়াশুনা করি। সোয়া ৯টায় আমি রাতের খাবার
খাই এবং কিছুক্ষণ টেলিভিশন দেখি। এরপর রাত ১০টায় আমি ঘুমাতে যাই।
উপযোগী শ্রেনীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম । [no_toc]