My Family Paragraph

 My Family (আমার পরিবার)

My Family (আমার পরিবার)

I am Maha. I live in a family. My family lives in Chandpur. There are five members in my family. They are my father, mother, grandmother, little sister, and myself. My father’s name is Jamil Ahmed. He is a brother. My mother’s name is Tania Ahmed. She is forty years old. She is a housewife. My little sister’s name is Samia. She is only 3 years old. My grandfather is no more. My grandmother lives with us. She loves me very much. She tells us many interesting stories. We all look after her. We are a happy family.

আমি মাহা। আমি পরিবারে বাস করি। আমার পরিবার চাঁদপুর বাস করে। আমার পরিবারে পাঁচ জন সদস্যা রয়েছে। তারা হলেন আমার বাবা, মা, দাদী, আমার ছোট বোন এবং আমি। আমার বাবার নাম জামিল আহমেদ। তিনি একজন ব্যাংক কর্মকর্তা। আমার মায়ের নাম তানিয়া আহমেদ। তার বয়স চল্লিশ বছর। তিনি একজন গৃহিণী। আমার ছোট বোনের নাম সামিয়া। তার বয়স মাত্র তিন বছর। আমার দাদা বেঁচে নেই। আমার দাদী আমাদের সাথে থাকেন। তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। তিনি আমাদের অনেক মজার মজার গল্প বলেন। আমরা সবাই তার যত্ন নেই। আমরা একটি সুখী পরিবার।

উপযোগী শ্রেনীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম । [no_toc]

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment