My Mother Paragraph

 My Mother (আমার মা)

My Mother (আমার মা)

My mother’s name is Hafsa Begum. She is thirty-six years old. She is a B.A. She works in a bank. After banking hours she works at home. She cleans the house, cooks food, and takes care of us. She also takes care of our grandmother. In the evening she teaches us. She is cautious about our health. She always tries to serve us with a balanced diet. On holidays she takes us to some interesting places. I love my mother very much.

আমার মায়ের নাম হাফসা বেগম। তার বয়স ছত্রিশ বছর। তিনি বি.এ পাস করেন। তিনি একটি ব্যাংকে কাজ করেন। ব্যাংকের সময়ের পরে তিনি বাড়িতে কাজ করেন। তিনি বাড়ি পরিস্কার করেন, ভাত রান্না করেন এবং আমাদের যত্ন নেন। তিনি আমাদের দাদিকে দেখাশুনা করেন। সন্ধ্যায় তিনি আমাদের পড়ান। আমাদের স্বাস্থ্যের ব্যাপারে তিনি খুবই সতর্ক। তিনি সর্বদাই আমাদের সুষম খাদ্য পরিবেশনের চেষ্টা করেন। ছুটির দিনে তিনি আমাদের জন্য সুস্বাদু খাবার রান্না করেন। ছুটির দিনে তিনি আমাদের মজার কোন স্থানে নিয়ে যান। আমি আমার মাকে খবু ভালোবাসি।

উপযোগী শ্রেনীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম । [no_toc]

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment