Write a letter to your friend, Habib about your teacher.
Kachua, Chandpur
June 05, 2024
Dear Habib,
Hope you are well. Today I’ll tell you
about my teacher. My teacher’s name is Mohammad Ahshan Habib. He is our class
teacher. He is very jolly and friendly to all. He teaches us English. He makes
all the lessons very interesting to us. He is also very sincere to us.
Write to me soon about your class
teacher.
Your friend,
Sakib
কচুয়া, চাঁদপুর
জুন ০৫, ২০২৪
প্রিয় হাবিব,
আশা করি তুমি ভালো আছ। আজকে আমার শিক্ষক সম্পর্কে
তোমাকে জানাব। আমার শিক্ষকের নাম মোহাম্মদ এহছান হাবীব। তিনি আমাদের শ্রেণি শিক্ষক।
তিনি খুব হাসিখুশি এবং সবার প্রতি বন্ধুত্বপূর্ণ। তিনি আমাদের ইংরেজি পড়ান। তিনি সকল
পাঠ আমাদের কাছে অত্যন্ত মজার করে তোলেন। তিনি আমাদের প্রতি খুব আন্তরিকও।
তোমার শ্রেণিশিক্ষক সম্পর্কে আমাকে শীঘ্রই
লেখো।
তোমার বন্ধু,
সাকিব
[no_toc]
উপযোগী শ্রেণীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম।