A Journey by Boat essay for class 4, class 5

 A Journey by Boat (নৌকা ভ্রমণ)

A Journey by Boat essay for class 4, class 5

Introduction: Our school was closed for the summer vacation. Some of my friends and I decided to go to my village home by boat.

ভূমিকাঃ আমাদের স্কুল গ্রীষ্মকালীন ছুটির জন্য বন্ধ ছিল। আমি আমরা কয়েকজন বন্ধুর সাথে আমার গ্রামের বাড়িতে নৌকায় করে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।


Starting: On a fixed day we want to the river ghat. We hired a boat. The weather was fine. We started our journey at 7 a.m.

আরম্ভঃ নির্দিষ্ট দিনে আমরা নদীর ঘাটে গেলাম। আমরা একটা নৌকা ভাড়া করলাম। আবহাওয়া ছিল সুন্দর। আমরা সকাল সাতটায় ভ্রমণ শুরু করলাম।


Sights on the way: The River was calm and quiet. The boat began to ply on the river. We saw many boats. They had coloured and white sails. They looked beautiful. We saw many boys and girls on the river ghats. Some of them were swimming. At 10 a.m. we came to a bazaar. We stopped there and bought “Hilsha” and rice. Our friend Asif cooked a nice meal. We ate it with satisfaction. We came back at 8 p.m.

পথের দৃশ্যঃ নদী ছিল শান্ত। নৌকাটি নদীতে চলতে শুরু করল। আমরা নদীতে আরো নৌকা দেখলাম। এগুলো ছিল রঙ্গিন এবং সাদা পালওয়ালা নৌকা। এগুলো দেখতে খুব সুন্দর। আমরা নদীর ঘাটে অনেক বালক-বালিকাকে দেখলাম। এদের মধ্যে কয়েকজন সাঁতার কাটছিল। ১০ টার দিকে আমরা একটি বাজারে গিয়ে পৌঁছলাম। আমরা সেখানে থামলাম এবং ইলিশ মাছ ও চাউল কিনলাম। আমাদের বন্ধু আসিফ রান্না করল। আমরা অত্যন্ত তৃপ্তি সহকারে খেলাম। রাত ৮ টায় আমরা ফিরে আসলাম।


Conclusion: We enjoyed the journey very much.

উপসংহারঃ আমাদের ভ্রমণটি অত্যন্ত আনন্দদায়ক হয়েছিল।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment