Our School (আমাদের বিদ্যালয়)
Introduction: The name of our school is
Banglabazar School. It is in Dhaka city. It is an ideal school.
সূচনাঃ আমাদের বিদ্যালয়ের নাম বাংলাবাজার
স্কুল। এটা ঢাকা শহরের মধ্যে। এটা একটি আদর্শ বিদ্যালয়।
Description: Our school is a
brick-built building. It faces south. We have a playground. We play there.
There are twenty rooms in it. We have the Headmaster’s room and the teacher’s room.
বর্ণনাঃ আমাদের স্কুলটি একটি পাকা দালান।
এটি দক্ষিণমুখী। আমাদের একটি খেলার মাঠ আছে। আমরা সেখানে খেলি। এতে ২০টি কক্ষ আছে।
আমাদের আছে প্রধান শিক্ষকের কক্ষ এবং শিক্ষকদের কক্ষ।
Students and Teachers: There are two
hundred students in our school. We have ten teachers. Our Headmaster is an M.A.
All the teachers teach us well. We also obey and respect them.
ছাত্রছাত্রী ও শিক্ষকমন্ডলীঃ আমাদের বিদ্যালয়ে
ছাত্রছাত্রীর সংখ্যা দুইশ। আমাদের ২০ জন শিক্ষক আছেন। আমাদের প্রধান শিক্ষক একজন এম.এ।
সকল শিক্ষক আমাদের ভালোভাবে শিক্ষা দেন। আমরাও তাদের মান্য এবং সম্মান করি।
Time: Our school sits at 8 o’clock and
breaks up at 11:30 in the morning.
সময়ঃ আমাদের বিদ্যালয় সকাল ৮ টায় শুরু হয়
এবং শেষ হয় সকাল ১১.৩০ মিনিটে।
Conclusion: We love our school very
much. The results of our school are good. We are proud of it.
উপসংহারঃ আমাদের বিদ্যালয়কে আমরা খুব ভালোবাসি।
আমাদের স্কুলের ফলাফল ভালো। আমাদের বিদ্যালয়কে নিয়ে আমরা গর্ব করি।