নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র
সুধী,
আগামী
২৫শে মে ২০২৪, ১১ই জৈষ্ঠ্য ১৪৩১ সোমবার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী
পালিত হবে। এ উপলক্ষে ঐ দিন সকাল দশটায় এম এইস স্কুল মিলনায়তনে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ
অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই।
১৪ই
মে ২০২৪
বেইলি
রোড, ঢাকা।
বিনীত –
এম এইস স্কুলের
ছাত্রদের পক্ষে
হাবিব গাজী
সাংস্কৃতিক সম্পাদক
অনুষ্ঠানসূচি:
সকাল
১০ টা – অতিথিদের আসনগ্রহণ
সকাল
১০.১৫ মি. – আলোচনা সভা
মুখ্য আলোচকঃ নজরুল গবেষক ড.
করুণাময় গোস্বামী
সকাল
১১ টা – সাস্কৃতিক অনুষ্ঠান
সকাল
১২.৩০ মি. – সমাপ্তি।