নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র

 নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র

নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র

সুধী,

আগামী ২৫শে মে ২০২৪, ১১ই জৈষ্ঠ্য ১৪৩১ সোমবার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত হবে। এ উপলক্ষে ঐ দিন সকাল দশটায় এম এইস স্কুল মিলনায়তনে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই।

১৪ই মে ২০২৪

বেইলি রোড, ঢাকা।

বিনীত –

এম এইস স্কুলের

ছাত্রদের পক্ষে

হাবিব গাজী

সাংস্কৃতিক সম্পাদক

অনুষ্ঠানসূচি:

সকাল ১০ টা – অতিথিদের আসনগ্রহণ

সকাল ১০.১৫ মি. – আলোচনা সভা

                     মুখ্য আলোচকঃ নজরুল গবেষক ড. করুণাময় গোস্বামী

সকাল ১১ টা – সাস্কৃতিক অনুষ্ঠান

সকাল ১২.৩০ মি. – সমাপ্তি।

Post a Comment

Support Us