মাহা তার ক্যাফেতে বসে কাজ করছিল, কোড লিখতে লিখতে সে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। ক্যাফের বড় জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো, সন্ধ্যার মিষ্টি আলো আর রাস্তার ছোট্ট বাচ্চাদের খেলাধুলা। একটু বিশ্রাম নেবে ভাবল, কিন্তু হঠাৎ একটি নতুন প্রজেক্টের কথা মনে পড়লো। এই প্রজেক্টে তাকে একটি স্ট্রিং রিভার্স করতে হবে, আর সেটা কীভাবে করা যায় তা ভাবতে লাগলো।
মাহা ভাবল, "যে কোন স্ট্রিং-এর প্রতিটি অক্ষরকে পিছন থেকে সামনে আনলেই তো কাজ হয়ে যাবে!" সে কোড এডিটর খুলল এবং স্ট্রিং রিভার্স করার সবচেয়ে সহজ উপায় বের করার চেষ্টা করতে লাগলো। এক পর্যায়ে সে ভাবলো, JavaScript দিয়ে এই কাজটি খুবই সহজ করা যায়। সে তার ল্যাপটপে কোড লেখায় মন দিল। প্রথমে সে একটি সাধারণ স্ট্রিং নিলো, যেমন let str = "Maha";। এরপর স্ট্রিংটিকে রিভার্স করার জন্য এক লাইন কোড লিখলো:
let reversedStr = str.split("").reverse().join("");
এখন কোডটা একটু ব্যাখ্যা করা যাক:
split(''): প্রথমে সে split() মেথড দিয়ে পুরো
স্ট্রিংটিকে ছোট ছোট অংশে ভাগ করলো। এখানে split('') মেথডটি স্ট্রিংটিকে একটি অ্যারেতে
রূপান্তরিত করে, যেখানে প্রতিটি অক্ষর আলাদা আলাদা অ্যারে উপাদান হয়।
"Maha" থেকে [ 'M', 'a', 'h',
'a' ]
reverse(): এরপর অ্যারেটিকে reverse() মেথড
দিয়ে উল্টো করে দিল। এতে অ্যারের সমস্ত অক্ষর পেছন থেকে সামনে হয়ে গেল।
['a', 'h', 'a', 'M' ]
join(''): অবশেষে, join('') মেথড ব্যবহার
করে, উল্টো হয়ে যাওয়া অক্ষরগুলোকে আবার একটি স্ট্রিং বানিয়ে নিল, যাতে তারা একসাথে
থাকে।
"ahaM"
মাহা হাসলো, কারণ কোডটা পুরোপুরি ঠিকঠাক কাজ
করেছে। সে কিছুটা আশ্চর্য বোধ করলো, কেননা এই ছোট্ট কোডের পেছনে এত সুন্দর লজিক রয়েছে।
তাহলে পুরো কোডটা হলো:
let str = "Maha";
let reversedStr = str.split("").reverse().join("");
console.log(reversedStr); // Output: ahaM
মাহা তার ক্যাফেতে আরও গভীরে চিন্তা করতে
লাগলো। স্ট্রিং রিভার্স করার আর কি কি পদ্ধতিতে করা যায় তা নিয়ে ভাবতে গিয়ে সে কয়েকটি
মজার উপায় বের করলো। প্রতিটি পদ্ধতিতে কিছুটা ভিন্নতা থাকলেও, ফলাফল কিন্তু এক!
পদ্ধতি দুই: for লুপ ব্যবহার করে -
let str = "Maha";
let reversedStr = "";
for (let i = str.length - 1; i >= 0; i--) {
reversedStr += str[i];
}
console.log(reversedStr); // Output: ahaM
পদ্ধতি তিন: রিকার্সন (Recursive function) -
function reverseString(str) {
if (str === "") {
return "";
} else {
return reverseString(str.substr(1)) + str.charAt(0);
}
}
console.log(reverseString("Maha")); // Output: ahaM
let str = "Maha";
let reversedStr = str.split("").reduce((rev, char) => char + rev, "");
console.log(reversedStr); // Output: ahaM
পদ্ধতি পাঁচ: স্ট্যাক (Stack) ব্যবহার করে (ডেটা স্ট্রাকচার) -
let str = "Maha";
let stack = [];
let reversedStr = "";
// স্ট্রিং এর সব অক্ষর স্ট্যাকে পাঠানো হচ্ছে
for (let i = 0; i < str.length; i++) {
stack.push(str[i]);
}
// স্ট্যাক থেকে পপ করে রিভার্স স্ট্রিং তৈরি করা হচ্ছে
while (stack.length > 0) {
reversedStr += stack.pop();
}
console.log(reversedStr); // Output: ahaM
“গল্পে গল্পে প্রোগ্রামিংর সমস্যার সমাধান করুন” আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন! গল্পটি উপভোগ করলে বন্ধুরা যাতে মিস না করে, পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না। আর, লাইক ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না যেন।