JavaScript
একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা, যা সাধারণত ওয়েব
ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয়। জাভাস্ক্রিপ্টের সাহায্যে বিভিন্ন ধরনের কাজ সহজে করা
যায়। আজকের ব্লগে কিভাবে যে কোনো ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তর করতে
হয় তা নিয়ে বিস্তারিত কোডসহ আলোচনা করবো।
সমস্যা – ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তর?
// মূল স্ট্রিং
let str = "I am now trying to learn javascript";
// সব অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তর করা হচ্ছে
let upperStr = str.toUpperCase();
// রূপান্তরিত স্ট্রিং কনসোল করা হচ্ছে
console.log(upperStr);
// আউটপুট
I AM NOW TRYING TO LEARN JAVASCRIPT
কোডের ব্যাখ্যা
- প্রথমে একটি স্ট্রিং তৈরি করেছি, যার মধ্যে কিছু ছোট হাতের অক্ষর রয়েছে।
- toUpperCase() মেথডটি স্ট্রিংয়ের সমস্ত ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তরিত করে।
- পরিশেষে console.log() এর মাধ্যমে রূপান্তরিত স্ট্রিংটি কনসোলে দেখানো হয়েছে।
ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন! পোষ্টটি যদি ভালো লাগে এবং বন্ধুরা যাতে মিস না করে, পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক ও কমেন্ট করবেন যাতে করে আমরা প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার পাশাপাশি সমাধান নিয়ে হাজির হতে পারি এবং আপনাদেরও যদি কোডিং সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টবক্সে জানিয়ে দিন সমাধান করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্।