JavaScript
এর সাহায্যে বিভিন্ন ধরনের গণনা ও ডাটা ম্যানিপুলেশনের কাজ করা যায়। মনে করুণ, আমাদের এমন একটি সংখ্যা আছে, যেটিকে আমরা ইনভার্ট করতে
চাই, অর্থাৎ পজিটিভ সংখ্যাকে নেগেটিভ এবং নেগেটিভ সংখ্যাকে পজিটিভ
করতে চাই। এটি একটি সাধারণ কাজ হলেও বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন গেম ডেভেলপমেন্ট,
ফাইনান্সিয়াল ক্যালকুলেশন ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তাই
আজকের ব্লগে JavaScript দিয়ে কিভাবে এই সমস্যাটি সহজে সমাধান
করা যায় এবং উদাহরণসহ বিস্তারিত আলচনা করবো –
কোড এবং ব্যাখ্যা
function invertNumber(number) {
return -number;
}
// উদাহরণ ব্যবহার
let positiveNumber = 5;
let invertedNumber = invertNumber(positiveNumber);
console.log(invertedNumber); // -5
কোডের ব্যাখ্যা: প্রথমে একটি invertNumber নামের ফাংশন তৈরি করেছি। এই ফাংশনে একটি সংখ্যা
ইনপুট হিসাবে নেওয়া হয় এবং ‘-’ অপারেটরের মাধ্যমে এটি ইনভার্ট করা হয়। অপারেটরটি
সংখ্যার চিহ্ন পরিবর্তন করে দেয়। অর্থাৎ, পজিটিভকে নেগেটিভ এবং নেগেটিভকে পজিটিভে রূপান্তর করে।
ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন! পোষ্টটি যদি ভালো লাগে এবং বন্ধুরা যাতে মিস না করে, পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক ও কমেন্ট করবেন যাতে করে আমরা প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার পাশাপাশি সমাধান নিয়ে হাজির হতে পারি এবং আপনাদেরও যদি কোডিং সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টবক্সে জানিয়ে দিন সমাধান করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্।