জাভাস্ক্রিপ্ট একটি বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা, যা ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি সার্ভারসাইডে খুবই জনপ্রিয়। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সহজে বিভিন্ন গাণিতিক কাজ করতে পারি। আজকের ব্লগে আমরা দেখবো কীভাবে জাভাস্ক্রিপ্টের সাহায্যে একটি সংখ্যাকে “স্কয়ার” বা কোয়াড্রেট করা যায়। উদাহরণস্বরূপ, কোনো সংখ্যাকে তার নিজেই নিজের দ্বারা গুণ করলে আমরা তার কোয়াড্রেট বা বর্গ পাওয়া যায়। যেমন 3×3 = 9 তাই ৩ এর কোয়াড্রেট হলো ৯। নিম্নে উপরিল্লোখিত কাজটি কোডের মাধ্যমে দেখা যাক –
সমস্যা – জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে কোনো সংখ্যার “স্কয়ার বা কোয়াড্রেট”
বের কর?
কোড –
function squareNumber(number) {
return number * number;
}
// উদাহরণ
const num = 5;
const result = squareNumber(num);
console.log(`${num} এর কোয়াড্রেট হলো: ${result}`);
ব্যাখ্যা -
- প্রথমে squareNumber নামে একটি ফাংশন তৈরি করেছি। এই ফাংশনের কাজ হলো ইনপুট হিসেবে একটি সংখ্যা গ্রহণ করা এবং সেটির কোয়াড্রেট বা স্কয়ার করে রিটার্ন করা।
- ফাংশনের মধ্যে number * number করে আমরা সেই সংখ্যাটির স্কয়ার পেয়েছি।
- num নামে একটি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করেছি যেখানে ৫ সংখ্যাটি রেখেছি। এরপর squareNumber ফাংশনে num ভ্যারিয়েবলটি পাস করেছি এবং ফলাফলটি result নামে আরেকটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করেছি।
- অবশেষে console.log() এর মাধ্যমে সংখ্যার স্কয়ার বা কোয়াড্রেট দেখিয়েছি।
ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন! পোষ্টটি যদি ভালো লাগে এবং বন্ধুরা যাতে মিস না করে, পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক ও কমেন্ট করবেন যাতে করে আমরা প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার পাশাপাশি সমাধান নিয়ে হাজির হতে পারি এবং আপনাদেরও যদি কোডিং সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টবক্সে জানিয়ে দিন সমাধান করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্।