Unfairmeans in the examination
indicates a means or method which is very indecent (পরীক্ষায় অসদুপায় বলতে এমন একটি উপায় বা পদ্ধতি বোঝায় যা অত্যন্ত গর্হিত।). Nowadays
most of the students adopt unfairmeans in order to pass an examination (আজকাল পরীক্ষায় পাস করার জন্য অধিকাংশ ছাত্রই অসদুপায় অবলম্বন
করে থাকে।). It means that they secretly commit an act of copying answers into
the answer scripts from materials in their possession (একথার অর্থ এই যে, তারা নিজেদের সঙ্গে
রক্ষিত বস্তু থেকে উত্তরপত্রে প্রশ্নের উত্তরগুলো নকল করে দেয়ার একটি কাজ গোপনে নিষ্পন্ন
করে।).
The purpose of an examination is two-fold (বস্তুত পরীক্ষার উদ্দেশ্য থাকে দ্বিবিধ।). Through an examination the students
acquisition of knowledge during a certain period of study is tested (পড়াশুনার নির্ধারিত কোনো সময়ের মধ্যে ছাত্রটি কী পরিমাণ জ্ঞান
আহরণ করেছে পরীক্ষার মাধ্যমে তা যাচাই করা হয়।). Besides, it enables a student to
give an account of how much knowledge he has gathered from his prescribed
course (এছাড়া ছাত্রটি তার জন্য নির্ধারিত পাঠক্রম
থেকে কতটুকু শিখতে পেরেছে তার একটি প্রমাণ দিতে পারে।). But by
adopting unfairmeans a student frustrates the very purpose of the examination (কিন্তু অসদুপায় অবলম্বন করে ছাত্ররা পরীক্ষার উদ্দেশ্যটিই ব্যর্থ
করে দেয়।).
He commits an act of crime by having recourse to a dishonest method (প্রকৃতপক্ষে, অসৎ পন্থা অবলম্বন করে সে একটি অপরাধ সংঘটিত করে।). Besides, he
cheats himself by seeking to prove that he knows things that he does not know
and has copied from incriminating material (এছাড়া, যা সে জানে না তা অপরাধমূলক বস্তু থেকে
নকল করে দিয়ে জানে বলে প্রমাণ করার প্রচেষ্টায় নিজেকে প্রতারণা করে।). One who passes the examination by adopting
unfairmeans remains ignorant and fails to come out successful in practical life
(অসদুপায় অবলম্বন করে যে পরীক্ষা পাস করে সে অজ্ঞই
থেকে যায় এবং বাস্তব জীবনে সাফল্যের মুখ দেখতে ব্যর্থ হয়।). Resorting to
dishonest means in examination has now created such a gigantic problem in our
country that all conscious people are greatly alarmed at it (পরীক্ষায় অসাধু পদ্ধতির আশ্রয় গ্রহণ আজকাল আমাদের দেশে অত্যন্ত
ব্যাপক এক সমস্যার সৃষ্টি করেছে যার জন্য প্রতিটি সচেতন মানুষই গভীরভাবে শঙ্কিত।). This
criminal and self-deceiving practice of copying should be stopped immediately
at any cost (এই অপরাধমূলক এবং আত্ম-প্রবঞ্চক প্রক্রিয়াটি
অবিলম্বে যে কোনো মূল্যে দমন করা উচিত।); otherwise, the nation as a whole
will miserable fail to get through its struggle for existence in not too
distant a future (নতুবা সমগ্র জাতি অচিরেই অস্তিত্বের
সংগ্রামে টিকে থাকতে শোচনীয়ভাবে ব্যর্থ হবে।).
২০২৫ সালের এনসিটিবি সকল শ্রেণীর বই PDF ডাউনলোড করুন এখনি 👉
Click Here!