মাহা ও হাবীব দুই বন্ধু। মাহার
কাছে ৫টি আপেল আর হাবীবের কাছে ১০টি আপেল আছে। একদিন তারা ঠিক করলো, নিজেদের আপেলগুলো
এক অপরের সাথে বিনিময় করবে। কিন্তু, কিভাবে বিনিময় করবে এ নিয়ে চিন্তিত?
পরক্ষণে মাহা বললো, চলো একটা পাত্র নিই। প্রথমে আমার আপেলগুলো সেই পাত্রে রাখি। তারপর তুমিও তোমার আপেলগুলো আমাকে দাও, আর আমি আমার পাত্রে রাখা আপেলগুলো তোমাকে দিয়ে দেই। এতে আমরা সহজে বিনিময় করতে পারব। হাবীব বললো, দারুণ আইডিয়া! এই কাজটি কি আমরা JavaScript এর মাধ্যমে সমাধান করতে পারি? মাহা বললো, অবশ্যই পারি। তাহলে কোড করা যাক।
// মাহা ও হাবীব এবং তাদের আপেলের সংখ্যা
let mahaApples = 5;
let habibApples = 10;
// পাত্র হিসেবে temp ব্যবহার করে মান বিনিময় করা হচ্ছে
let temp = mahaApples;
mahaApples = habibApples;
habibApples = temp;
// আউটপুট
console.log("মাহার কাছে আপেল আছে:", mahaApples); // 10
console.log("হাবীবের কাছে আপেল আছে:", habibApples); // 5
কোডের ব্যাখ্যা
১. প্রথমে mahaApples এবং
habibApples নামে দুইটি ভেরিয়েবল নিয়ে তাদের আপেলের সংখ্যা এ্যাসাইন করা হয়েছে।
২. তারপর temp নামের পাত্র (ভেরিয়েবল)
ব্যবহার করে mahaApples এর মান temp এ রাখা হয়েছে।
৩. এরপর habibApples এর মান
mahaApples এ স্থানান্তরিত করা হলো।
৪. শেষে temp এ রাখা মাহার পূর্বের
মান habibApples এ পাঠানো হয়েছে।
ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন!
পোষ্টটি যদি ভালো লাগে এবং বন্ধুরা যাতে মিস না করে, পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না।
অবশ্যই লাইক ও কমেন্ট করবেন যাতে করে আমরা প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার পাশাপাশি সমাধান
নিয়ে হাজির হতে পারি এবং আপনাদেরও যদি কোডিং সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টবক্সে
জানিয়ে দিন সমাধান করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্।