How to Add Characters to String in JavaScript

 How to Add Characters to String in Javascript

JavaScript এ স্ট্রিং নিয়ে কাজ করা খুবই সহজ এবং মজার। স্ট্রিং ম্যানিপুলেশন আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে আজকের ব্লগে আমরা শিখবো কীভাবে একটি স্ট্রিং-এর শেষে "!" (বিস্ময় চিহ্ন) যোগ করতে হয়। যদিও এটি ছোট একটি প্রোগ্রামিং সমস্যা, কিন্তু স্ট্রিং নিয়ে কাজ করার ধারণা পাওয়ার জন্য এটি খুব কার্যকরও বটে। তাহলে চলুন শুরু করা যাক।

কোড ও ব্যাখ্যা


// স্ট্রিং তৈরি করা হয়েছে
let greeting = "Hello";

// স্ট্রিং এর শেষে "!" যোগ করা হয়েছে
let excitedGreeting = greeting + "!";

// আউটপুট দেখানো হয়েছে
console.log(excitedGreeting); 
// Output: Hello!

 

ব্যাখ্যাঃ

  • প্রথমে, আমরা একটি ভেরিয়েবল greeting তৈরি করেছি এবং এতে একটি স্ট্রিং "Hello" রেখেছি।
  • দ্বিতীয়ত, + অপারেটর ব্যবহার করে স্ট্রিং এর সাথে "!" যোগ করেছি। এটি স্ট্রিং ম্যানিপুলেশনের সহজ এবং কার্যকর পদ্ধতি।
  • অবশেষে, console.log() ব্যবহার করে আউটপুট কনসোলে দেখানো হয়েছে।

 

ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন! পোষ্টটি যদি ভালো লাগে এবং বন্ধুরা যাতে মিস না করে, পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন যাতে করে আমরা প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার পাশাপাশি সমাধান নিয়ে হাজির হতে পারি এবং আপনাদেরও যদি কোডিং সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টবক্সে জানিয়ে দিন সমাধান করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্

Post a Comment

Support Us