How to Check Positive Numbers in JavaScript

How to Check Positive Numbers in JavaScript

সমস্যাঃ একটি সংখ্যা পজিটিভ কিনা তা যাচাই কর?

 

সাধারণত, পজিটিভ সংখ্যা হলো যেকোনো সংখ্যা যা শূন্যের থেকে বড় (উদাহরণস্বরূপ, , , ৬, ৭, ৮ এগুলো পজিটিভ সংখ্যা।) আবার -১, -, -৬, -৭, -৮ এই সংখ্যাগুলো পজিটিভ সংখ্যা নয়। আজকের ব্লগে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো –

কোড এবং ব্যাখ্যা


function isPositiveNumber(number) {
    // যদি সংখ্যা শূন্যের থেকে বড় হয়, তাহলে এটি পজিটিভ
    if (number > 0) {
        return true; // পজিটিভ সংখ্যা
    } else {
        return false; // পজিটিভ নয়
    }
}

// উদাহরণ 
const testNumber = 5; // যেকোনো একটি সংখ্যা দিন
if (isPositiveNumber(testNumber)) {
    console.log(`${testNumber} একটি পজিটিভ সংখ্যা।`);
} else {
    console.log(`${testNumber} একটি পজিটিভ সংখ্যা নয়।`);
}

 

ব্যাখ্যা

isPositiveNumber ফাংশনটি একটি সংখ্যা ইনপুট হিসেবে নেয় (number) এবং যাচাই করে যে সংখ্যাটি শূন্যের থেকে বড় কিনা।

  • যদি সংখ্যাটি শূন্যের থেকে বড় হয়, তাহলে এটি true রিটার্ন করে (অর্থাৎ এটি একটি পজিটিভ সংখ্যা)।
  • আর যদি সংখ্যাটি শূন্য বা শূন্যের থেকে ছোট হয়, তাহলে এটি false রিটার্ন করে (অর্থাৎ এটি পজিটিভ সংখ্যা নয়)।

 

ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন! পোষ্টটি যদি ভালো লাগে এবং বন্ধুরা যাতে মিস না করে, পোষ্টটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন যাতে করে আমরা প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার পাশাপাশি সমাধান নিয়ে হাজির হতে পারি এবং আপনাদেরও যদি কোডিং সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টবক্সে জানিয়ে দিন সমাধান করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্

Post a Comment

Support Us