প্রিয় শিক্ষার্থী,
আজকের ব্লগে
আমরা জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির
পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত
নম্বর,
সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা, এবং সংশোধিত মূল্যায়ন নির্দেশনা শেয়ার করবো।
আপনাদের
সুবিধার্থে, উপরিল্লোখিত নির্দেশনাটি PDF আকারে ডাউনলোড ফাইল সংযুক্ত করা হয়েছে।
একইসঙ্গে এই ফাইলটি ওয়েবসাইটে সরাসরি দেখার ব্যাবস্থ্যাও রাখা হয়েছে। তাই সময় নষ্ট
না করে নতুন শিক্ষাবর্ষের বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে
এখনই জেনে নিন।
সঠিক পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনই ভালো ফলাফল অর্জনের মূল চাবিকাঠি। আপনার ভিবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা।