প্রিয় শিক্ষার্থী,
আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের ব্লগে আমরা ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় ‘Possessive’ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি, এটি আপনাদের জন্য উপকারী হবে। তাহলে, চলুন শুরু করা যাক!
Possessive এর সম্পর্কে জানার আগে, আমরা নিচের উদাহরণটি দেখিঃ
This is Habib’s car.
এই বাক্যে Habib’s
দ্বারা বুঝানো হচ্ছে যে, হাবীবের সাথে car এর সম্বন্ধ রয়েছে। তাই এটা Possessive case
হয়েছে।
সুতরাং, যে Noun বা
Pronoun কোন ব্যক্তি বা বস্তুর সাথে অধিকারের সম্পর্ক বোঝায় তাকে Possessive Case
বা সম্বন্ধ সূচক কারক বলে।
মনে রাখবেন যে, যদি কোন বাক্যে অবস্থিত Noun বা Pronoun এর সাথে অন্য কোন Noun এর সাথে সম্পর্ক বুঝায়, তখনি পূর্ববর্তী Noun বা
Pronoun টি Possessive Case হয়। আর এই সম্পর্ক হলো “মালিকানার সম্পর্ক”। তাহলে বলা যায় যে, উপরের উদাহরণে ‘Habib’ এর সাথে ‘car’ এর মালিকানা সম্পর্ক। Possessive Case সাধারণত Possession (অধিকার) প্রকাশ করে।
Possession (অধিকার) প্রকাশ করছে বলে Habib’s এর Possessive Case হয়েছে।
অন্য একটি উদাহরণ,
She is Maha’s
mother.
এ বাক্যে Possession (অধিকার) এর সম্বন্ধ
বুঝায় না। কিন্তু Maha-এর সাথে mother এর অন্য প্রকারের সম্বন্ধ রয়েছে তা বুঝাচ্ছে।
যদি Possessive Case শুধু Possession (অধিকার) এর
সম্বন্ধ না বুঝিয়ে অন্য প্রকারের সম্বন্ধ বুঝায় এদেরকে Genitive Case বলা হয়।
Possessive
Case বা সম্বন্ধ সূচক কারক গঠন করার নিয়মঃ
নিয়ম ১: প্রানীবাচক Noun এর শেষে Apostrophe (‘s) যোগ করে Possessive
Case করা যায়। Habib’s house Or Sakib’s mother.
নিয়ম ২: Noun যদি Plural হয় এবং তার শেষে যদি ‘S’ থাকে তাহলে তাকে Possessive Case করতে হলে তার শেষে শুধু Apostrophe (‘) যোগ করতে হয়; কোন ‘s’ যোগ করতে হয় না।
Boys school => Boys’ school
কিন্তু, Plural Noun এর শেষে যদি ‘S’ না থাকে তাহলে Apostrophe
(‘s) যোগ করে Possessive
Case করতে হয়।
Children => Children’s
Men => Men’s
নিয়ম ৩: সময়, দূরত্ব, পরিমাপ, ওজন বাচক Noun এর শেষে Apostrophe (‘s) যোগ করে Possessive
Case করতে হয়।
One week leave => One week’s leave
One yard length => One yard’s length
নিয়ম ৪: যদি কোন বাক্যে ‘Sake বা খাতির/স্বার্থ’ শব্দ আসে এবং তার পূর্বে এমন Noun আসে যার শেষে “ ce বা ss ” থাকে, তাকে Possessive করার জন্য তার শেষে শুধু Apostrophe (‘) যোগ করতে হয়।
Justice Sake => Justice’ Sake
নিয়ম ৫: Compound Noun এর শেষের word টির পরে Apostrophe
(‘s) যোগ করে Possessive
Case করতে হয়।
Brother-in-law’s house
Sister-in-law’s husband
নিয়ম ৬: “And” দ্বারা যুক্ত দুই বা দুয়ের অধিক Noun একই মালিকানা বোঝালে শেষের Noun টির পরে Apostrophe
(‘s) যোগ করে Possessive
Case করতে হয়।
Habib and Maha’s house.
কিন্তু, “And” দ্বারা যুক্ত দুই বা দুয়ের অধিক Noun প্রত্যেকটির আলাদা আলাদা করে বুঝায়, তাহলে প্রত্যেকটি Noun এর শেষে Apostrophe
(‘s) যোগ করে Possessive
Case করতে হয়।
Habib’s and Maha’s house.
নিয়ম ৭: যে সকল Noun দ্বারা অচেতন পদার্থ কে বুঝায়, সেগুলোর পূর্বে “of” বসিয়ে Possessive Case করতে হয়।
The pages of the book are green.
নিয়ম ৮: অচেতন বা অপ্রাণিবাচক Noun এ সচতেনতা আরোপ বা তাকে জীবিত কল্পনা করা হলে সে Noun এর শেষে Apostrophe
(‘s) যোগ করে Possessive
Case করতে হয়।
Nature’s call. Or Duty’s Call
নিয়ম ৯: One, everyone,
no one, nobody, everybody এদের পরে Apostrophe (‘s) যোগ করে Possessive Case করতে হয়।
One should do one’s duty.
নিয়ম ১০: দুরুত্ব, সময়, ওজন বা পরিমাণবাচক Noun এর শেষে Apostrophe (‘s)
যোগ করে Possessive Case গঠন করতে হয়।
One day’s walk.
Three day’s leave.
A stone’s throw.
নিয়ম ১১: Phrase এর মধ্যস্থিত অচেতন পদার্থবোধক Noun এর শেষে Apostrophe (‘s) যোগ করে Possessive
Case গঠন করতে হয়।
To one’s heart’s content.
At one’s writer’s end.
Double Possessive:
Possessive Noun এর পূর্বে of ব্যবহার করা
হলে তাকে Double Possessive বলে।
A friend of Habib’s.
A book of Maha’s.
Treble Possessive (Elliptical
Possessive):
Possessive Pronoun এর পরে house, shop প্রভৃতি
উহ্য থাকতে পারে, একে Elliptical Possessive বলে।
We were invited at Habib’s (Habib’s
=> Habib’s house).
I went to the grocer’s (grocer’s => grocer’s
shop).
তবে, Possessive Pronoun এর পরে Noun সরাসরি
উহ্য থাকতে পারে না।
I went to his house. (এখানে house উহ্য থাকতে
পারে না।)
কিন্তু নিন্মলিখিত বাক্য ব্যবহার করা যায়।
He came to my house and I went to his.
(এখানে his বলতে ‘his house’ বুঝানো হয়েছে।)
আশা করি, আপনি পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। এটি
আমার জন্য অনেক বড় আনন্দের বিষয়। যদি এই পোস্টে কোনো ভুল বা অসংগতি আপনার নজরে আসে, দয়া করে কমেন্ট করে জানাবেন।
পোস্টটি ভালো
লাগলে শেয়ার করতে এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। কথা হবে
অন্য কোনো দিনে, নতুন একটি ব্লগ নিয়ে।
ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। (আল্লাহ হাফেজ।)