Conditional কাকে বলে এবং কত প্রকার ও কি কি উদাহরণসহ বর্ণনা

If you come, I shall go. (যদি তুমি আস, (তাহলে) আমি যাব)

Were I a king, I would help you. (আমি যদি রাজা হতাম, তাহলে তোমাকে সাহায্য করতাম।)

লক্ষ কর উপরের প্রতিটি বাক্যেই একটি করে শর্ত বা Condition প্রকাশিত হচ্ছে। একটি শর্ত যদি পূরণ হয় তাহলে অপর কাজটি ঘটবে। ভাবখানা এরূপ। বাংলায় এই শর্ত প্রকাশ করতে গিয়ে আমরা 'যদি' শব্দটিকে ব্যবহার করে থাকি। অবশ্য অসমাপিকা ক্রিয়া ব্যবহার করেও বাংলায় এই শর্ত বঝানো যায়; যেমন- তুমি এলে আমি যাব।

ইংরেজি শর্তমূলক বাক্যের যে অংশ বা clause-টি দ্বারা এই শর্তটি প্রকাশিত হয় তার আগে সাধারণত if থাকে। একে বলে If clause. এরূপ if-clause যুক্ত বাক্যকে বলে Open conditional sentence (Open conditional sentence হলো একটি শর্তযুক্ত বাক্য যা ভবিষ্যতে কোনো সম্ভাব্য বা সম্ভাব্য না-ও হতে পারে এমন ঘটনার কথা প্রকাশ করে। সাধারণত এটি "if" ব্যবহারের মাধ্যমে গঠিত হয়।), এবং if-clause বিহীন কোনো বাক্য যদি কোনো শর্ত প্রকাশ করে তাহলে তাকে বলে Closed conditional sentence (Closed conditional sentence হলো এমন শর্তযুক্ত বাক্য, যেখানে শর্ত পূরণ হওয়ার সম্ভাবনা খুব কম বা একেবারেই নেই।).

অতএব, উল্লিখিত আলোচনা পর্যালোচনা করলে দেখা যায় যে কোনো বাক্যে কোনো শর্ত প্রকাশিত হলে তাকে বলে Conditional Sentence.

 

Conditionals তিন প্রকার। যথা-

1. First Conditional,

2. Second Conditional,

3. Third Conditional.

Conditional sentence-এ দুটি অংশ থাকে। প্রথম অংশকে If clause বা Dependent clause ( Dependent clause (বা subordinate clause) হলো এমন একটি বাক্যাংশ, যা একা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এবং তা প্রধান বা independent clause-এর ওপর নির্ভরশীল। এটি সাধারণত subordinating conjunction (যেমন: if, because, although, when, since) বা relative pronoun (যেমন: who, which, that) দিয়ে শুরু হয়। ) বলা হয় এবং দ্বিতীয় অংশকে Principal clause বা Independent clause ( Principal clause বা Independent clause এটি এমন একটি বাক্যাংশ, যা একা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং পূর্ণাঙ্গ বাক্য হিসেবে দাঁড়াতে পারে। এটি কোনো dependent clause-এর ওপর নির্ভরশীল নয়। ) বলে। তবে Principal clause-কে Sentence-এর শুরুতে Dependent clause-কে Sentence-এর শেষে লেখা যায়।


Structures (গঠনপ্রণালী):

First Conditional: If + Present + future (Imperative).

Second Conditional: If + Past + Past conditional (subject + would/might/could + main form of the verb),

Third Conditional: If + Past perfect tense + Perfect conditional (subject + would have/might have/could have + Past participle form of verb).

 

1. First Conditional

 

Structure: If + Present + Future (Imperative)

Example: If you want, I shall help you. (তুমি যদি চাও, আমি তোমাকে সাহায্য করব।)

If-clause দ্বারা শর্ত আরোপ বুঝায়, যা পূরণ হতে পারে বা নাও পারে। এ structure-টিতে দুটি clause থাকে। একটি Principal clause এবং অন্যটি Subordinate Clause তার মধ্যে if যুক্ত clause-টি Subordinate clause এবং তা Present indefinite tense হয়। অপর clause-টি Principal Clause এবং তা Future tense বা Imperative Sentence-এর হয়। If clause Principal Clause-এর পূর্বে বা পরে ব্যবহৃত হয়। এ clause-Principal Clause-এর পূর্বে বসলে তার পরে কমা বসে এবং পরে বসলে কমা বসে না।

এ Structure-এ যদি If + Subordinate Clause দেয়া থাকে তবে, তার সাথে Principal Clause যোগ করে Sentence-টি Complete করতে হবে। Principal clause-টি সাধারণত Future Indefinite Tense/Imperative-এর হয়। যেমন-

1. If you want,-

Ans. If you want, I will help you.

উপরের If + Subordinate clause-টি Present indefinite tense. তাই তার অসম্পূর্ণ অংশটি অর্থাৎ Principal clause-টি Future Indefinite Tense গঠন করে Sentence-টি complete করা হয়েছে।


2. If he comes-

Ans. If he comes, I shall go. (যদি সে আসে, আমি যাব।)

If + Present indefinite, Future Indefinite


3. If it rains,-

Ans. If it rains, they will not play. (যদি বৃষ্টি হয়, তারা খেলবে না।)

If+ Present indefinite, Future indefinite.


4. ----- if you want to catch the train.

Ans. Start right now if you want to catch the train. (ট্রেন ধরতে চাইলে এখনই শুরু করো।)

Imperative sentence, If + Present indefinite


5. If you want to shine, -

Ans. If you want to shine, work hard. (যদি তুমি উজ্জ্বল হতে চাও, কঠোর পরিশ্রম করো।)

If + Present indefinite, Imperative sentence

Note: Imperative Sentence-subject-উহ্য থাকে। Imperative Sentence সাধারণত মূল verb দিয়ে শুরু হয়।

 

আবার এ Structure-এ যদি Principal Clause দেয়া থাকে তবে, তার সাথে If + Present Indefinite Tense যোগ করে অসম্পূর্ণ sentence-টি complete করতে হয়। যেমন-

I will go -

Ans. I will go if you come. (আমি যাব যদি তুমি আসো।)

Future indefinite if + Present indefinite

ব্যাখ্যা: উপরের। will go-Principal Clause হওয়ার অসম্পূর্ণ অংশটিতে If Present Indefinite tense (If you come) ব্যবহার করে Sentence-টি complete করা হয়েছে।


6. You will catch cold -.

Ans. You will catch cold if you play in the rain. (তুমি যদি বৃষ্টিতে খেলো, তবে ঠান্ডা লেগে যাবে।)


7. The plane will take off -.

Ans. The plane will take off if there is no fog. (যদি কুয়াশা না থাকে, তবে বিমান উড়বে।)

 

Possible Variations of this Form (এই ফর্মের সম্ভাব্য পরিবর্তনগুলি)


1. If + Present + may/might (possibility) সম্ভাব্যতা বুঝাতে: If the fog gets thicker, the train may/might delay.


2. If + Present + may/can (permission/ ability):

If it stops raining, we may go out. (যদি বৃষ্টি বন্ধ হয়, তবে আমরা বাইরে যেতে পারি।)

If your papers are ready, you can get a visa. (যদি তোমার কাগজপত্র প্রস্তুত থাকে, তবে তুমি ভিসা পেতে পারবে।)


3. If + Present + must, should or any expression of command, request, advice.

If you want to maintain a good health, you must/should obey the rules of health. (যদি তুমি ভালো স্বাস্থ্য বজায় রাখতে চাও, তবে তোমাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে/উচিত।)

If you want to maintain a good health, you had better cat less. (যদি তুমি ভালো স্বাস্থ্য বজায় রাখতে চাও, তবে তোমার কম খাওয়াই ভালো।)

If you want to maintain a good health, eat less. (যদি তুমি ভালো স্বাস্থ্য বজায় রাখতে চাও, তবে কম খাও।)

If you see him tomorrow, would/could you ask him to phone me? (যদি তুমি তাকে আগামীকাল দেখো, তুমি কি তাকে ফোন করতে বলবে?)


4. If + Present continuous, to indicate a present action or a future arrangement.

If you are waiting for a bus (present action), you had better join the queue. (যদি তুমি বাসের জন্য অপেক্ষা করছো (বর্তমান কাজ), তবে তোমার উচিত লাইন ধরাটা।)

If you are looking for Mr. Habib (present action), you will find him in the staff room. (যদি তুমি মি. হাবিবকে খুঁজছো (বর্তমান কাজ), তবে তুমি তাকে স্টাফ রুমে পাবে।)


5. If + Present perfect

If you have written the letter, I shall post it. (যদি তুমি চিঠি লিখে ফেলো, তবে আমি সেটা পোস্ট করবো।)

 

2. Second Conditional

এ জাতীয় Conditional clause-এ ভবিষ্যৎ ঘটনার উল্লেখ থাকে এবং তাতে যে শর্ত আরোপিত হয় তা পূরণ হওয়া অসম্ভব না হলেও পূরণ হওয়ার সম্ভাবনা খুব কম। এ জাতীয় Conditional clause-Past indefinite tense থাকে এবং Principal clause –এ Past conditional + should/would/might + verb-এর Present form ব্যবহৃত হয়।

Structure: If + Past Indefinite + Principal Clause. Or, Principal clause + If + Past Indefinite.

Example:

1. If he came, I would go. (আসলে সে আসেনি।)

If + Conditional clause + Principal clause


2. I would go if he came. (আমি যেতাম যদি সে আসতো।)

তবে If clause subject এর পর were -verb হিসেবে ব্যবহৃত হতে পারে।

Example:

1. If I were you, I would not do the work. (যদি আমি তোমার জায়গায় হতাম, তবে আমি কাজটি করতাম না।)

2. If I were a bird, I would fly. (যদি আমি একটি পাখি হতাম, তবে আমি উড়তাম।)

নোট: এ জাতীয় Clause-এ সকল person-were ব্যবহৃত হয়। এক্ষেত্রে if-এর পরিবর্তে conditional-এর শুরুতে were + subject ব্যবহার করা যায়।

Example:

Were I a bird, I would fly. (যদি আমি একটি পাখি হতাম, তবে আমি উড়তাম।)

 

3. Third Conditional

এ জাতীয় Clause-এ যে শর্ত আরোপিত থাকে তা সম্পূর্ণ হতে পারে না কারণ এ clause-এর কার্য বাস্তবে সংঘটিত হয় না। এক্ষেত্রে Conditional clause-টিতে Past perfect conditional (subject should have/would have/might have/could have + verb-এর Past participle) হয়।

If I had seen him, I would have told him the matter. (যদি আমি তাকে দেখে থাকতাম, তবে আমি তাকে ব্যাপারটি বলতাম - বাস্তবে আমি তাকে দেখিনি।)

উপরের উদাহরণটি ব্যাখ্যা করলে এর অর্থ দাঁড়ায় যে, যদি আমি তাকে দেখে থাকতাম, আমি তাকে ব্যাপারটি বলে থাকতাম কিন্তু প্রকৃতপক্ষে আমি তাকে দেখিনি।

Note:

1. অনেক সময় এ ধরনের Conditional- এ Subordinate conjunction if-এর পরিবর্তে Sentence-এর শুরুতে had ব্যবহার করা যায়। যেমন -

Had I seen him, I would have told him the matter. (যদি আমি তাকে দেখে থাকতাম, তবে আমি তাকে ব্যাপারটি বলতাম।)


2. Adverbial clause of condition অনেক সময় Relative pronoun বা adverb দ্বারা শুরু হয়।

Whatever happens, attend the meeting. (যাই ঘটুক, মিটিংয়ে অংশগ্রহণ করো।)

Don't disturb me whatever you do. (তুমি যা-ই করো, আমাকে বিরক্ত করো না।)

However diligently you work, you will not succeed. (তুমি যতই পরিশ্রম করো, তুমি সফল হতে পারবে না।)

Whichever systems you adopt you will not be able to reach your goal. (তুমি যেকোনো ব্যবস্থা গ্রহণ করলেও, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে না।)

 

Mixed Conditionals (ব্যতিক্রমধর্মী Conditionals)

1. Polite request বুঝাতে If you will/If you would ব্যবহৃত হয়। তবে If you would এই structure-টি অধিকতর ব্যবহৃত polite form.

If you will / would help me, I shall be grateful to you. (যদি তুমি আমাকে সাহায্য করো, তবে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। - Please help অর্থে)


2. বক্তা যখন ধরে নেয় যে শ্রোতা তার শর্ত/অনুরোধ রক্ষা করবে তখন If you could + verb-এর Present form দ্বারা এ clause শুরু হয়। তবে এক্ষেত্রে Principal Clause উহ্য থাকে।

If you would fill up this form (in an office). – যদি তুমি এই ফর্মটি পূর্ণ কর (অফিসে)

If you would open your books (in a classroom). – যদি তুমি তোমার বইগুলো খুলো (শ্রেণীকক্ষে)


3. If + want/wish-এর পরিবর্তে would like/care ব্যবহার করে Conditional clause গঠন করা যায়।

If you want to come, I will wait for you.

If you would like to come, I will wait for you.


4. Would like -এর পরে Object না থাকলে তখন would বাদ দেয়া যায়।

If you come, I shall wait for you. কিন্তু would like-এর পরে Object থাকলে would বাদ দেওয়া যায় না।

If you would like to buy a ticket. I shall manage one for you. (যদি তুমি একটি টিকিট কিনতে চাও, তবে আমি তোমার জন্য একটি ব্যবস্থা করে দেব।)

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন আর এটাই আমার সার্থকতা আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেয

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment