Modals কাকে বলে এবং কত প্রকার ও কি কি উদাহরণসহ বর্ণনা?

Habib can run fast. (হাবীব দ্রুত দৌড়াতে পারে।)

Shanzida may come today. (শানজিদা আজ আসতে পারে।)

উপরের Sentenceগুলোতে can এবং may সাহায্যকারী verb হিসেবে ব্যবহৃত হয়েছে এবং verbএর কাজ সম্পাদনের mood বা ধরণ বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। এখানে can এবং may হচ্ছে Modal বা Modal Auxiliary Verb


অতএব, যে সকল Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়ার বিভিন্ন Person বা Tense ভেদে রূপের পরিবর্তন হয় না এবং যারা Verbএর কাজ সম্পাদনের mood বা কারণ প্রকাশ করে, তাদেরকে Modals বলে।

 

গুরুত্বপূর্ণ Modal এর তালিকা:

Shall (করা উচিত), should (উচিত), will (করবে), would (করত), can (পারতে), could (পারতো), may (হতে পারে), might (সম্ভবত), must (অবশ্যই), used to (অভ্যাস ছিল), ought to (উচিত), need (প্রয়োজন), dare (সাহস করা) ইত্যাদি।

 

A. Auxiliary Verb রূপে ব্যবহার: 

Modal Auxiliary Verb সাধারণত Future Tense বোঝাতে ব্যবহৃত হয়।

First person (I, We) এর সাথে shall ব্যবহার করা হয়। (আমি / আমরা করব)

Second person (You) এবং Third person (He, She, It, & They) এর সাথে will ব্যবহার করা হয়। (তুমি / সে / তারা করবে)

উদাহরণ:

 I shall buy a pen. (আমি একটি কলম কিনব।)

 We shall play cricket. (আমরা ক্রিকেট খেলব।)

 You will read the book. (তুমি বই পড়বে।)

 He will inform you. (সে তোমাকে জানাবে।)

 

নোট: সম্ভাবনা (Probability) ও অভ্যাস বা প্রবণতা (Habit or Tendency) বোঝাতে -

There is a knock; it will be the postman. (দরজায় কড়া নাড়াচ্ছে; এটি পোস্টম্যান হতে পারে।)

 The sky is cloudy; it will rain. (আকাশ মেঘলা; বৃষ্টি হবে।)

 A naughty boy will make a noise. (একজন দুষ্টু ছেলে শব্দ করবে।)

 A dog will bark at the stranger. (একটি কুকুর অপরিচিত ব্যক্তির দিকে ঘেউ ঘেউ করবে।)

 A cat will run at a rat. (একটি বিড়াল ইঁদুরের দিকে দৌড় দেবে।)

 

B. Principal Verb রূপে ব্যবহার:

নিচের অবস্থাগুলোর ক্ষেত্রে First personএর সাথে will এবং Second এবং Third personএর সাথে shall ব্যবহৃত হয়:

আদেশ (Command) - The school shall be closed. (স্কুল বন্ধ থাকবে।)

বাধ্যবাধকতা (Obligation) - He shall accompany me. (সে অবশ্যই আমার সঙ্গে যাবে।)

স্থির সংকল্প (Determination) - We will help the poor. (আমরা গরীবদের সাহায্য করব।)

ইচ্ছা (Intention) - I will do or die. (আমি করব, নইলে মরব।)

প্রতিজ্ঞা (Promise) - You shall obey the teachers. (তুমি শিক্ষকদের আনুগত্য করবে।)

ভীতি প্রদর্শন (Threat) - A naughty boy shall be punished. (একজন দুষ্টু ছেলেকে শাস্তি দেওয়া হবে।)

 

C. Interrogative SentenceShall এবং Will:

Interrogative Sentence এ:

First person (I, We) এর সাথে shall সাধারণ ভবিষ্যৎ প্রশ্ন বোঝাতে ব্যবহৃত হয়। (আমি / আমরা করব কি?)

Second person (You) Third person (He, She, It, They) এর সাথে will ব্যবহার করা হয়। (তুমি / সে / তারা করবে কি?)

উদাহরণ:

Shall I do it? (আমি কি এটি করব?)

Shall we go there? (আমরা কি সেখানে যাব?)

Will you help me? (তুমি কি আমাকে সাহায্য করবে?)

Will he attend the meeting? (সে কি মিটিংএ অংশগ্রহণ করবে?)

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment