A Book Fair I Visited Paragraph বাংলা অর্থসহ

At present, a book fair is a very popular fair in Bangladesh. It is really an attractive fair where different types of books are displayed and sold. Every year in the month of February, a large and gorgeous book fair is held in Bangla Academy. This fair is known as Amar Ekushe Grantha Mela. I am very lucky to visit the Ekushey Boi Mela this year. This fair reminds us the struggle and sacrifice in the language movement. The fair was organized by Bangla Academy in the premises of the institution. I went there with some of my friends. When I entered the main gate of the fair, I found a different environment. I found all sorts of books, dramas, children books, reference books etc. Men, women and children of all ages and classes gathered there. The stalls were occupied by different publishers. From a book stall, I bought some favourite books. In the evening, many poets, novelists and writers came to visit the fair. Besides books, other attractive articles were also sold in the fair. Seminars and cultural programmes were also held in the fair. Book fair is very important because it upgrades our thoughts and expands our knowledge. I was very delighted visiting such a fair and gathered some new experience there.


অনুবাদ : বর্তমানে বাংলাদেশে বই মেলা হলো একটি জনপ্রিয় মেলা। এটি সত্যিকার অর্থেই একটি আকর্ষণীয় মেলা যেখানে বিভিন্ন ধরনের বই প্রদর্শিত ও বিক্রি হয়। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমী প্রাঙ্গণে একটি বিশাল জাঁকজমকপূর্ণ বইমেলা অনুষ্ঠিত হয়। এটি অমর একুশের বইমেলা হিসেবে পরিচিত। এ বছর একুশে বই মেলা পরিদর্শন করতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। এ মেলা আমাদের ভাষা আন্দোলনের সংগ্রাম ও ত্যাগের কথা মনে করিয়ে দেয়। মেলাটি ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলা একাডেমী কর্তৃক আয়োজন করা হয়। আমি আমার কতিপয় বন্ধুকে সাথে নিয়ে সেখানে গিয়েছিলাম। যখন আমি মেলার প্রধান ফটকে প্রবেশ করলাম, আমি একটি ভিন্ন পরিবেশ প্রত্যক্ষ করলাম। আমি সকল প্রকার বই যেমন- রূপকথা, পাঠ্যবই, নাটক, শিশুপাঠ, রেফারেন্স বই প্রভৃতি মেলায় দেখতে পেলাম। সকল বয়স এবং শ্রেণির নারী পুরুষ এবং শিশু সেখানে জমায়েত হয়েছিল। দোকানগুলো বিভিন্ন প্রকাশকের দখলে ছিল। আমি একটি বইয়ের দোকান থেকে আমার কিছু প্রিয় বই কিনলাম। সন্ধ্যায় অনেক কবি, ঔপন্যাসিক, লেখক মেলাটি পরিদর্শন করতে এসেছিলেন। বইয়ের পাশাপাশি অন্যান্য আকর্ষণীয় জিনিসপত্রও মেলায় বিক্রি হয়েছিল। মেলায় সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল। বইমেলা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের চিন্তাশক্তিকে উন্নত করে এবং আমাদের জ্ঞানকে বিস্তৃত করে। এরূপ একটি মেলা পরিদর্শন করে আমি খুবই আনন্দিত হয়েছিলাম এবং সেখানে কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করেছিলাম।


ইংরেজি বাক্য থেকে বাংলা অনুবাদ –

At present, a book fair is a very popular fair in Bangladesh. (বর্তমানে বাংলাদেশে বই মেলা হলো একটি জনপ্রিয় মেলা।) It is really an attractive fair where different types of books are displayed and sold. (এটি সত্যিকার অর্থেই একটি আকর্ষণীয় মেলা যেখানে বিভিন্ন ধরনের বই প্রদর্শিত ও বিক্রি হয়।) Every year in the month of February, a large and gorgeous book fair is held in Bangla Academy. (প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমী প্রাঙ্গণে একটি বিশাল জাঁকজমকপূর্ণ বইমেলা অনুষ্ঠিত হয়।) This fair is known as Amar Ekushe Grantha Mela. (এটি অমর একুশের বইমেলা হিসেবে পরিচিত।) I am very lucky to visit the Ekushey Boi Mela this year. (এ বছর একুশে বই মেলা পরিদর্শন করতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি।) This fair reminds us the struggle and sacrifice in the language movement. (এ মেলা আমাদের ভাষা আন্দোলনের সংগ্রাম ও ত্যাগের কথা মনে করিয়ে দেয়।) The fair was organized by Bangla Academy in the premises of the institution. (মেলাটি ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলা একাডেমী কর্তৃক আয়োজন করা হয়।) I went there with some of my friends. (আমি আমার কতিপয় বন্ধুকে সাথে নিয়ে সেখানে গিয়েছিলাম।) When I entered the main gate of the fair, I found a different environment. (যখন আমি মেলার প্রধান ফটকে প্রবেশ করলাম, আমি একটি ভিন্ন পরিবেশ প্রত্যক্ষ করলাম।) I found all sorts of books, dramas, children books, reference books etc. (আমি সকল প্রকার বই যেমন- রূপকথা, পাঠ্যবই, নাটক, শিশুপাঠ, রেফারেন্স বই প্রভৃতি মেলায় দেখতে পেলাম।) Men, women and children of all ages and classes gathered there. (সকল বয়স এবং শ্রেণির নারী পুরুষ এবং শিশু সেখানে জমায়েত হয়েছিল।) The stalls were occupied by different publishers. (দোকানগুলো বিভিন্ন প্রকাশকের দখলে ছিল।) From a book stall, I bought some favourite books. (আমি একটি বইয়ের দোকান থেকে আমার কিছু প্রিয় বই কিনলাম।) In the evening, many poets, novelists and writers came to visit the fair. (সন্ধ্যায় অনেক কবি, ঔপন্যাসিক, লেখক মেলাটি পরিদর্শন করতে এসেছিলেন।) Besides books, other attractive articles were also sold in the fair. (বইয়ের পাশাপাশি অন্যান্য আকর্ষণীয় জিনিসপত্রও মেলায় বিক্রি হয়েছিল।) Seminars and cultural programmes were also held in the fair. (মেলায় সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল।) Book fair is very important because it upgrades our thoughts and expands our knowledge. (বইমেলা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের চিন্তাশক্তিকে উন্নত করে এবং আমাদের জ্ঞানকে বিস্তৃত করে।) I was very delighted visiting such a fair and gathered some new experience there. (এরূপ একটি মেলা পরিদর্শন করে আমি খুবই আনন্দিত হয়েছিলাম এবং সেখানে কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করেছিলাম।)


শব্দে শব্দে ইংরেজি থেকে বাংলা অনুবাদ -

1. At present – বর্তমানে, a book fair – একটি বই মেলা, is – হলো, a very popular fair – একটি খুব জনপ্রিয় মেলা, in Bangladesh – বাংলাদেশে। 

2. It is really – এটি সত্যিকার অর্থেই, an attractive fair – একটি আকর্ষণীয় মেলা, where – যেখানে, different types of books – বিভিন্ন ধরনের বই, are displayed and sold – প্রদর্শিত ও বিক্রি হয়। 

3. Every year – প্রতি বছর, in the month of February – ফেব্রুয়ারি মাসে, a large and gorgeous book fair – একটি বিশাল ও জাঁকজমকপূর্ণ বইমেলা, is held – অনুষ্ঠিত হয়, in Bangla Academy – বাংলা একাডেমী প্রাঙ্গণে। 

4. This fair is known as – এই মেলাটি পরিচিত, Amar Ekushe Grantha Mela – অমর একুশে গ্রন্থ মেলা হিসেবে। 

5. I am very lucky – আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, to visit – পরিদর্শন করতে পেরে, the Ekushey Boi Mela this year – এ বছর একুশে বই মেলা। 

6. This fair reminds us – এই মেলাটি আমাদের মনে করিয়ে দেয়, the struggle and sacrifice – সংগ্রাম ও ত্যাগের কথা, in the language movement – ভাষা আন্দোলনের। 

7. The fair was organized – মেলাটি আয়োজিত হয়েছিল, by Bangla Academy – বাংলা একাডেমী কর্তৃক, in the premises of the institution – প্রতিষ্ঠান প্রাঙ্গণে। 

8. I went there – আমি সেখানে গিয়েছিলাম, with some of my friends – আমার কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে। 

9. When I entered – যখন আমি প্রবেশ করলাম, the main gate of the fair – মেলার প্রধান ফটকে, I found – আমি দেখতে পেলাম, a different environment – একটি ভিন্ন পরিবেশ। 

10. I found – আমি দেখতে পেলাম, all sorts of books – সব ধরনের বই, dramas, children's books, reference books, etc. – নাটক, শিশুপাঠ, রেফারেন্স বই প্রভৃতি। 

11. Men, women and children – পুরুষ, নারী ও শিশু, of all ages and classes – সকল বয়স ও শ্রেণির, gathered there – সেখানে জমায়েত হয়েছিল। 

12. The stalls were occupied – স্টলগুলো দখল ছিল, by different publishers – বিভিন্ন প্রকাশকের দ্বারা। 

13. From a book stall – একটি বইয়ের দোকান থেকে, I bought – আমি কিনলাম, some favourite books – কিছু প্রিয় বই। 

14. In the evening – সন্ধ্যায়, many poets, novelists and writers – অনেক কবি, ঔপন্যাসিক ও লেখক, came to visit the fair – মেলাটি পরিদর্শন করতে এসেছিলেন। 

15. Besides books – বইয়ের পাশাপাশি, other attractive articles – অন্যান্য আকর্ষণীয় সামগ্রী, were also sold – বিক্রি হয়েছিল, in the fair – মেলায়। 

16. Seminars and cultural programmes – সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান, were also held – অনুষ্ঠিত হয়েছিল, in the fair – মেলায়। 

17. Book fair is very important – বইমেলা খুবই গুরুত্বপূর্ণ, because – কারণ, it upgrades our thoughts – এটি আমাদের চিন্তাধারা উন্নত করে, and expands our knowledge – এবং আমাদের জ্ঞান বিস্তৃত করে। 

18. I was very delighted – আমি খুবই আনন্দিত ছিলাম, visiting such a fair – এরকম একটি মেলা পরিদর্শন করে, and gathered some new experience there – এবং সেখানে কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করেছিলাম।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

إرسال تعليق