A Bus Stand or A Bus Stop Paragraph বাংলা অর্থসহ

 A Bus Stand Paragraph or A Bus Stop Paragraph বাংলা অর্থসহ

A bus stand is a place for loading and unloading passengers. A bus stand is usually a place of great din and bustle. Buses arrive and depart and, in the process, give rise to a hue and cry. The jostling of passengers, the cries of hawkers, the approach of beggars, and the altercations between the conductors and passengers are some of the disgusting features of a bus stand. Besides the hooting of horns, the roars of engines and the obnoxious smell of smoke make the place very uncomfortable. At some bus stands, however, there are sheds for passengers to wait. These sheds also accommodate snack-shops, tea stalls, and even shops of books, journals, magazines, and newspapers. Effective steps should be taken to improve the dilapidated conditions of bus stand.

 

বাংলা অনুবাদ : একটি বাসস্ট্যান্ড যাত্রী নামানো ও উঠানোর স্থান। বাসস্ট্যান্ড সাধারণত হট্টগোলের জায়গা। বাস আসার এবং ছেড়ে যাওয়ার কারণে ভীষণ হৈচৈ হয়। আরোহীদের ধাক্কাধাক্কি, ফেরিওয়ালাদের চিৎকার, ভিক্ষুকদের আনাগোনা, কনডাকটর ও আরোহীদের মধ্যে বাকবিতণ্ডা ইত্যাদি হলো একটি বাসস্ট্যান্ডের অস্বস্তিকর চেহারা। তাছাড়া হর্নের আওয়াজ, মেশিনের গড়গড় শব্দ, ধোঁয়ার গন্ধ স্থানটিকে অস্বাস্থ্যকর করে তোলে। কিছু কিছু বাস থামার স্থানে যাত্রীদের জন্য যাত্রী ছাউনি আছে। এই ছাউনিগুলোতে হালকা খাবারের দোকান, চায়ের দোকান, এমনকি বই, জার্নাল, ম্যাগাজিন, সংবাদপত্র প্রভৃতিও থাকে। বাসস্ট্যান্ডের জরাজীর্ণ অবস্থার উত্তরণ ঘটাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

 

ইংরেজি বাক্য থেকে বাংলা অনুবাদ

A bus stand is a place of loading and unloading passengers. (একটি বাসস্ট্যান্ড যাত্রী নামানো ও উঠানোর স্থান।) A bus stand is usually a place of great din and bustle. (বাসস্ট্যান্ড সাধারণত হট্টগোলের জায়গা।) Buses arrive and depart and, in the process, give rise to a hue and cry. (বাস আসা এবং ছেড়ে যাওয়ার ফলে ভীষণ হৈচৈ সৃষ্টি হয়।) The jostling’s of passengers, the cries of hawkers, the approach of beggars, the altercations between the conductors and passengers are some of the disgusting features of a bus stand. (আরোহীদের ধাক্কাধাক্কি, ফেরিওয়ালাদের চিৎকার, ভিক্ষুকদের আনাগোনা, কনডাকটর ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা ইত্যাদি একটি বাসস্ট্যান্ডের অস্বস্তিকর বৈশিষ্ট্য।) Besides the hooting of horns, the roars of engines and the obnoxious smell of smoke make the place very uncomfortable. (তাছাড়া হর্নের আওয়াজ, মেশিনের গর্জন এবং ধোঁয়ার গন্ধ স্থানটিকে অস্বস্তিকর করে তোলে।) At some bus stands, however, there are sheds for passengers to wait. (তবে কিছু কিছু বাসস্ট্যান্ডে যাত্রীদের জন্য ছাউনি থাকে।) These sheds also accommodate snack-shops, tea-stalls and even shops of books, journals, magazines and newspapers. (এই ছাউনিগুলোতে হালকা খাবারের দোকান, চায়ের দোকান এবং এমনকি বই, জার্নাল, ম্যাগাজিন ও সংবাদপত্রের দোকান থাকে।) Effective steps should be taken to improve the dilapidated conditions of bus stand. (বাসস্ট্যান্ডের জরাজীর্ণ অবস্থা উন্নত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।)

 

শব্দে শব্দে ইংরেজি থেকে বাংলা অনুবাদ

1. A bus stand – একটি বাসস্ট্যান্ড, is – হলো, a place – একটি স্থান, of loading and unloading passengers – যাত্রী নামানো ও উঠানোর। 

2. A bus stand – একটি বাসস্ট্যান্ড, is usually – সাধারণত, a place of great din and bustle – হট্টগোলের স্থান। 

3. Buses arrive and depart – বাস আসে এবং ছেড়ে যায়, and, in the process, give rise to a hue and cry – এবং এর ফলে ভীষণ হৈচৈ সৃষ্টি হয়। 

4. The jostlings of passengers – যাত্রীদের ধাক্কাধাক্কি, the cries of hawkers – ফেরিওয়ালাদের চিৎকার, the approach of beggars – ভিক্ষুকদের আনাগোনা, the altercations between the conductors and passengers – কনডাকটর ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা, are some of the disgusting features of a bus stand – এগুলো একটি বাসস্ট্যান্ডের অস্বস্তিকর বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম। 

5. Besides the hooting of horns – তাছাড়া হর্নের আওয়াজ, the roars of engines – ইঞ্জিনের গর্জন, and the obnoxious smell of smoke – এবং ধোঁয়ার দুর্গন্ধ, make the place very uncomfortable – স্থানটিকে খুবই অস্বস্তিকর করে তোলে। 

6. At some bus stands, however – তবে কিছু কিছু বাসস্ট্যান্ডে, there are sheds – যাত্রী ছাউনি থাকে, for passengers to wait – যাত্রীদের অপেক্ষা করার জন্য। 

7. These sheds also accommodate – এই ছাউনিগুলোতে থাকে, snack-shops – হালকা খাবারের দোকান, tea-stalls – চায়ের দোকান, and even shops of books, journals, magazines and newspapers – এবং এমনকি বই, জার্নাল, ম্যাগাজিন ও সংবাদপত্রের দোকান। 

8. Effective steps should be taken – কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত, to improve the dilapidated conditions of bus stand – বাসস্ট্যান্ডের জরাজীর্ণ অবস্থা উন্নত করতে।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment