My Visit to a village Fair Paragraph (আমার পরিদর্শন করা একটি গ্রাম্যমেলা)
A village fair is an annual affair in
Bangladesh. It is a part and parcel of our Bangalee culture. It is a large
gathering place for all ages and callings. A few months ago, I visited a fair
at my village Sonapur in Noakhali. The fair was held on the occasion of the
first Baishakh. It was held on the bank of a canal. During the fair I was in my
village as my madrasah was closed due to summer vacation. The fairground was
not so far from our home. So I went there on foot. Some of my friends
accompanied me. We reached there at about 4.00pm. In the fair, the people of
different professions brought their our handmade articles for sale. The
shopkeepers sitting in rows displayed their articles an attractive atmosphere.
Clothes, toys, cheap ornaments, cosmetics, fancy goods, utensils, bamboo-made
articles, sweetmeats and many other attractive things were placed there. Jatra,
circus, doll dance, magic show etc. were the chief attractions of the fair. But
the dolldance and the potteries attracted me most. I roamed about the whole
fair with my friends for about three hours. I bought some handmade articles and
potteries. In the evening, we started for home with a pleasant mind. In fact,
the day was very enjoyable and interesting to me.
বাংলা অনুবাদ
: গ্রাম্যমেলা বাংলাদেশে একটি বার্ষিকী ঘটনা। এটি আমাদের বাঙালি সংস্কৃতির একটি
অবিচ্ছেদ্য অংশ। এটি সকল বয়সের এবং পেশার লোকজনের একটি বিশাল মিলনমেলা। কয়েক মাস
পূর্বে আমি আমার গ্রাম নোয়াখালীর সোনাপুরে একটি মেলা পরিদর্শন করেছিলাম। মেলাটি
পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল। এটি একটি খালের পাড়ে অনুষ্ঠিত হয়েছিল।
যেহেতু গ্রীষ্মকালীন ছুটির জন্যে আমার মাদরাসা বন্ধ ছিল তাই মেলার সময় আমি আমার
গ্রামে ছিলাম। মেলা প্রাঙ্গণ আমাদের বাড়ি থেকে খুব দূরে ছিল না। তাই পায়ে হেঁটে
আমি সেখানে গিয়েছিলাম। আমার কিছু বন্ধুও সঙ্গে ছিল। আমরা বিকেল প্রায় চারটায়
সেখানে পৌঁছলাম। মেলায় বিভিন্ন ধরনের পেশার লোকজন তাদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রির
জন্য এনেছিল। দোকানদাররা আকর্ষণীয়ভাবে সেগুলো প্রদর্শনের জন্য সারি করে বসেছিল।
কাপড়-চোপড়, খেলনা, সস্তা গহনা, কসমেটিকস, সৌখিন সামগ্রী, বাসনপত্র, বাঁশের তৈরি সরঞ্জাম, মিষ্টান্ন এবং অন্যান্য অনেক আকর্ষণীয় জিনিস সেখানে স্থাপন
করা হয়েছিল। যাত্রা, সার্কাস, পুতুল নাচ, ম্যাজিকশো প্রভৃতি
ছিল মেলার প্রধান আকর্ষণ। কিন্তু পুতুল নাচ এবং মাটির তৈরি পাত্র আমাকে বেশি
আকৃষ্ট করেছিল। প্রায় তিন ঘণ্টা ধরে আমি আমার বন্ধুদের নিয়ে সমগ্র মেলাটি ঘুরে
বেড়ালাম। আমি কিছু হাতে তৈরি জিনিসপত্র এবং মাটির তৈরি পাত্র কিনেছিলাম। সন্ধ্যায়
আমরা আনন্দচিত্তে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। প্রকৃতপক্ষে দিনটি ছিল আমার নিকট
খুবই উপভোগ্য ও চমৎকার।
ইংরেজি বাক্য থেকে বাংলা অনুবাদ
A village fair is an annual affair in
Bangladesh. (গ্রাম্যমেলা বাংলাদেশে একটি বার্ষিকী
ঘটনা।)
It is a part and parcel of our Bangalee culture. (এটি আমাদের বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।) It is a large
gathering place for all ages and callings. (এটি সকল বয়সের এবং পেশার লোকজনের একটি বিশাল মিলনমেলা।) A few months
ago, I visited a fair at my village Sonapur in Noakhali. (কয়েক মাস পূর্বে আমি আমার গ্রাম নোয়াখালীর সোনাপুরে একটি মেলা পরিদর্শন
করেছিলাম।) The fair was held on the occasion of the first Baishakh. (মেলাটি পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল।) It was held
on the bank of a canal. (এটি একটি খালের
পাড়ে অনুষ্ঠিত হয়েছিল।) During the fair I was in my village as my madrasah was
closed due to summer vacation. (যেহেতু
গ্রীষ্মকালীন ছুটির জন্যে আমার মাদরাসা বন্ধ ছিল তাই মেলার সময় আমি আমার গ্রামে
ছিলাম।) The fairground was not so far from
our home. (মেলা প্রাঙ্গণ আমাদের বাড়ি থেকে খুব
দূরে ছিল না।) So I went there on foot. (তাই পায়ে
হেঁটে আমি সেখানে গিয়েছিলাম।) Some of my friends accompanied me. (আমার কিছু বন্ধুও সঙ্গে ছিল।) We reached there at about
4.00pm. (আমরা বিকেল প্রায় চারটায় সেখানে
পৌঁছলাম।)
In the fair, the people of different professions brought their our handmade
articles for sale. (মেলায় বিভিন্ন ধরনের পেশার
লোকজন তাদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রির জন্য এনেছিল।) The
shopkeepers sitting in rows displayed their articles an attractive atmosphere.
(দোকানদাররা আকর্ষণীয়ভাবে সেগুলো প্রদর্শনের জন্য
সারি করে বসেছিল।) Clothes, toys, cheap ornaments, cosmetics, fancy
goods, utensils, bamboo-made articles, sweetmeats and many other attractive
things were placed there. (কাপড়-চোপড়, খেলনা, সস্তা গহনা, কসমেটিকস, সৌখিন সামগ্রী, বাসনপত্র, বাঁশের তৈরি
সরঞ্জাম,
মিষ্টান্ন এবং অন্যান্য অনেক আকর্ষণীয় জিনিস সেখানে স্থাপন
করা হয়েছিল।) Jatra, circus, doll dance, magic show etc. were the chief
attractions of the fair. (যাত্রা, সার্কাস, পুতুল নাচ, ম্যাজিকশো প্রভৃতি ছিল মেলার প্রধান আকর্ষণ।) But the
dolldance and the potteries attracted me most. (কিন্তু পুতুল নাচ এবং মাটির তৈরি পাত্র আমাকে বেশি আকৃষ্ট করেছিল।) I roamed
about the whole fair with my friends for about three hours. (প্রায় তিন ঘণ্টা ধরে আমি আমার বন্ধুদের নিয়ে সমগ্র মেলাটি
ঘুরে বেড়ালাম।) I bought some handmade articles and potteries. (আমি কিছু হাতে তৈরি জিনিসপত্র এবং মাটির তৈরি পাত্র
কিনেছিলাম।) In the evening, we started for home with a pleasant mind. (সন্ধ্যায় আমরা আনন্দচিত্তে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম।) In fact, the
day was very enjoyable and interesting to me. (প্রকৃতপক্ষে দিনটি ছিল আমার নিকট খুবই উপভোগ্য ও চমৎকার।)
শব্দে শব্দে ইংরেজি থেকে বাংলা অনুবাদ
1. A village fair
– একটি গ্রাম্য মেলা, is – হলো, an
annual affair – একটি বার্ষিক আয়োজন, in Bangladesh – বাংলাদেশে।
2. It is – এটি হলো, a part and parcel – একটি অবিচ্ছেদ্য অংশ,
of our Bangalee culture – আমাদের বাঙালি সংস্কৃতির।
3. It is – এটি হলো, a large gathering place – একটি বিশাল মিলনমেলা,
for all ages and callings – সব বয়স ও পেশার মানুষের জন্য।
4. A few months
ago – কয়েক মাস আগে, I visited – আমি পরিদর্শন
করেছিলাম, a fair – একটি মেলা, at my village Sonapur
– আমার গ্রাম সোনাপুরে, in Noakhali – নোয়াখালীতে।
5. The fair was
held – মেলাটি অনুষ্ঠিত হয়েছিল, on the occasion of – উপলক্ষে, the first Baishakh – পহেলা বৈশাখের।
6. It was held – এটি অনুষ্ঠিত হয়েছিল, on the bank of a canal – একটি
খালের পাড়ে।
7. During the fair
– মেলার সময়, I was in my village – আমি আমার
গ্রামে ছিলাম, as my madrasah – কারণ আমার মাদরাসা,
was closed – বন্ধ ছিল, due to summer vacation – গ্রীষ্মকালীন ছুটির জন্য।
8. The fairground
– মেলার মাঠটি, was not so far – খুব দূরে ছিল
না, from our home – আমাদের বাড়ি থেকে।
9. So I went there
– তাই আমি সেখানে গিয়েছিলাম, on foot – পায়ে
হেঁটে।
10. Some of my
friends – আমার কিছু বন্ধু, accompanied me – আমার
সাথে গিয়েছিল।
11. We reached
there – আমরা সেখানে পৌঁছলাম, at about 4:00pm – প্রায় বিকেল ৪টায়।
12. In the fair – মেলায়, the people of different professions – বিভিন্ন
পেশার মানুষ, brought their handmade articles – তাদের হাতে তৈরি
জিনিসপত্র নিয়ে এসেছিল, for sale – বিক্রির জন্য।
13. The
shopkeepers – দোকানদাররা, sitting in rows – সারিবদ্ধভাবে
বসে, displayed their articles – তাদের পণ্য প্রদর্শন করেছিল,
in an attractive atmosphere – আকর্ষণীয় পরিবেশে।
14. Clothes, toys,
cheap ornaments – কাপড়-চোপড়, খেলনা,
সস্তা গহনা, cosmetics, fancy goods, utensils – কসমেটিকস, সৌখিন সামগ্রী, বাসনপত্র,
bamboo-made articles, sweetmeats – বাঁশের তৈরি সামগ্রী, মিষ্টান্ন, and many other attractive things – এবং আরও
অনেক আকর্ষণীয় জিনিস, were placed there – সেখানে রাখা হয়েছিল।
15. Jatra, circus,
doll dance, magic show – যাত্রা, সার্কাস,
পুতুল নাচ, ম্যাজিক শো, etc. were the
chief attractions – ইত্যাদি ছিল প্রধান আকর্ষণ।
16. But the doll
dance – কিন্তু পুতুল নাচ, and the potteries – এবং মাটির তৈরি সামগ্রী, attracted me most – আমাকে সবচেয়ে
বেশি আকৃষ্ট করেছিল।
17. I roamed about
– আমি ঘুরে বেড়ালাম, the whole fair – পুরো মেলায়,
with my friends – আমার বন্ধুদের সাথে, for about three
hours – প্রায় তিন ঘণ্টা ধরে।
18. I bought – আমি কিনেছিলাম, some handmade articles – কিছু হাতে তৈরি
সামগ্রী, and potteries – এবং মাটির তৈরি পাত্র।
19. In the evening
– সন্ধ্যায়, we started for home – আমরা বাড়ির
উদ্দেশ্যে রওনা হলাম, with a pleasant mind – আনন্দময় মনে।
20. In fact – প্রকৃতপক্ষে, the day was very enjoyable – দিনটি ছিল
খুবই উপভোগ্য, and interesting to me – এবং আমার কাছে চমৎকার।