A Cultural Function I Have Attended Paragraph বাংলা অর্থসহ

A Cultural Function I Have Attended (আমার যোগ দেয়া একটি সাংস্কৃতিক অনুষ্ঠান)

A cultural function is an important occasion that brings joy and relief in our dull routine life. We remember the thrill of the function for long afterwards. Recently I attended a cultural function arranged by the Students Union of our college on the occasion of the prize-giving ceremony of the literary competition. It was, in tact, a warm and enjoyable function during the last season of winter. I took part in it with great enthusiams and returned home with charm and satisfaction. After the distribution of the prizes by our principal, the cultural function began. It was held in the hallroom of our college. Almost all the teachers and the students attended it. The function began with reciting from the holy Quran. Then Nazrul and Rabindra 'sangeet' were rendered by the college students. The songs were interspersed with recitations from the poems of the two great poets. Then a group of artists of the local Lalon Parishad sang Baul songs which were highly appreciated by the audience. The function was rounded off with a patriotic song.


বাংলা অনুবাদ : একটি সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ সময় যা ছকবাঁধা নিরানন্দ জীবনে আনন্দ ও স্বস্তি আনে। অনুষ্ঠানের শিহরণ পরবর্তীকালে অনেকদিন আমাদের মনে পড়ে। সম্প্রতি আমি আমাদের কলেজে সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করি। বলতে গেলে, গত শীতের ঋতুতে এটা ছিল একটি উষ্ণ ও উপভোগ্য আযোজন। আমি খুব উৎসাহ নিয়ে অনুষ্ঠানে যোগদান করি এবং আনন্দ ও সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরি। আমাদের অধ্যক্ষ কর্তৃক পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠা শুরু হয়। এটি আমাদের কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল। প্রায় সকল শিক্ষক ও ছাত্রছাত্রী এতে যোগ দিয়েছিল। পবিত্র কুরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর কলেজের ছাত্রছাত্রীরা নজরুল গীতি ও রবীন্দ্রসংগীত পরিবেশন করে। সংগীতের মাঝে মাঝে দুই মহান কবির কবিতা থেকে আবৃত্তি পরিবেশিত হয়। এরপর স্থানীয় লালন পরিষদের একদল শিল্পী বাউল গান পরিবেশন করে যা দর্শক কর্তৃক উচ্চ প্রশংসিত হয়। অনুষ্ঠানটি একটি দেশাত্মবোধক গান দিয়ে ভালোভাবে শেষ হয়।

 

ইংরেজি বাক্য থেকে বাংলা অনুবাদ

A cultural function is an important occasion that brings joy and relief in our dull routine life. (একটি সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ সময় যা ছকবাঁধা নিরানন্দ জীবনে আনন্দ ও স্বস্তি আনে।) We remember the thrill of the function for long afterwards. (অনুষ্ঠানের শিহরণ পরবর্তীকালে অনেকদিন আমাদের মনে পড়ে।) Recently I attended a cultural function arranged by the Students Union of our college on the occasion of the prize-giving ceremony of the literary competition. (সম্প্রতি আমি আমাদের কলেজে সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করি।) It was, in fact, a warm and enjoyable function during the last season of winter. (বলে গেলে, গত শীতের ঋতুতে এটি ছিল একটি উষ্ণ ও উপভোগ্য আয়োজন।)  I took part in it with great enthusiasm and returned home with charm and satisfaction. (আমি খুব উৎসাহ নিয়ে অনুষ্ঠানে যোগদান করি এবং আনন্দ ও সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরি।) After the distribution of the prizes by our principal, the cultural function began. (আমাদের অধ্যক্ষ কর্তৃক পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।) It was held in the hallroom of our college. (এটি আমাদের কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল।) Almost all the teachers and the students attended it. (প্রায় সকল শিক্ষক ও ছাত্রছাত্রী এতে যোগ দিয়েছিল।) The function began with reciting from the holy Quran. (পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।) Then Nazrul and Rabindra 'sangeet' were rendered by the college students. (এরপর কলেজের ছাত্রছাত্রীরা নজরুল গীতি ও রবীন্দ্রসংগীত পরিবেশন করে।) The songs were interspersed with recitations from the poems of the two great poets. (সংগীতের মাঝে মাঝে দুই মহান কবির কবিতা থেকে আবৃত্তি পরিবেশিত হয়।) Then a group of artists of the local Lalon Parishad sang Baul songs which were highly appreciated by the audience. (এরপর স্থানীয় লালন পরিষদের একদল শিল্পী বাউল গান পরিবেশন করে যা দর্শক কর্তৃক উচ্চ প্রশংসিত হয়।) The function was rounded off with a patriotic song. (অনুষ্ঠানটি একটি দেশাত্মবোধক গান দিয়ে ভালোভাবে শেষ হয়।) 

 

শব্দে শব্দে ইংরেজি থেকে বাংলা অনুবাদ

1. A cultural function – একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, is – হলো, an important occasion – একটি গুরুত্বপূর্ণ সময়, that brings – যা নিয়ে আসে, joy and relief – আনন্দ ও স্বস্তি, in our dull routine life – আমাদের একঘেয়ে রুটিন জীবনে। 

2. We remember – আমরা মনে রাখি, the thrill of the function – অনুষ্ঠানের শিহরণ, for long afterwards – অনেকদিন পর পর্যন্ত। 

3. Recently – সম্প্রতি, I attended – আমি যোগ দিয়েছিলাম, a cultural function – একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে, arranged by – আয়োজিত, the Students Union – ছাত্র সংসদ কর্তৃক, of our college – আমাদের কলেজের, on the occasion of – উপলক্ষে, the prize-giving ceremony – পুরস্কার বিতরণ অনুষ্ঠানের, of the literary competition – সাহিত্য প্রতিযোগিতার। 

4. It was, in fact – এটি ছিল, বাস্তবিক অর্থে, a warm and enjoyable function – একটি উষ্ণ ও উপভোগ্য অনুষ্ঠান, during the last season of winter – গত শীতের ঋতুর সময়।

5. I took part – আমি অংশগ্রহণ করেছিলাম, in it – এতে, with great enthusiasm – অত্যন্ত উৎসাহের সাথে, and returned home – এবং বাড়ি ফিরলাম, with charm and satisfaction – আনন্দ ও সন্তুষ্টি নিয়ে। 

6. After the distribution – বিতরণ শেষে, of the prizes – পুরস্কারগুলোর, by our principal – আমাদের অধ্যক্ষ কর্তৃক, the cultural function began – সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। 

7. It was held – এটি অনুষ্ঠিত হয়েছিল, in the hallroom – মিলনায়তনে, of our college – আমাদের কলেজের। 

8. Almost all – প্রায় সকল, the teachers and the students – শিক্ষক ও ছাত্রছাত্রী, attended it – এতে অংশ নিয়েছিল। 

9. The function began – অনুষ্ঠান শুরু হয়েছিল, with reciting – তেলাওয়াতের মাধ্যমে, from the holy Quran – পবিত্র কুরআন থেকে 

10. Then – এরপর, Nazrul and Rabindra 'sangeet' – নজরুল গীতি ও রবীন্দ্রসংগীত, were rendered – পরিবেশিত হয়েছিল, by the college students – কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা। 

11. The songs – গানগুলো, were interspersed – মাঝেমধ্যে পরিবেশিত হয়েছিল, with recitations – আবৃত্তির সাথে, from the poems – কবিতাগুলোর, of the two great poets – দুই মহান কবির। 

12. Then – এরপর, a group of artists – একদল শিল্পী, of the local Lalon Parishad – স্থানীয় লালন পরিষদের, sang Baul songs – বাউল গান গেয়েছিল, which were – যা ছিল, highly appreciated – অত্যন্ত প্রশংসিত, by the audience – দর্শকদের দ্বারা। 

13. The function – অনুষ্ঠানটি, was rounded off – শেষ হয়েছিল, with a patriotic song – একটি দেশাত্মবোধক গানের মাধ্যমে। 

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment