Donate

 

Notesaid24 ওয়েবসাইট সর্বদা দেশ ও জাতির কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এটি সম্পূর্ণ ব্যাক্তি উদ্যেগে পরিচালিত প্রতিষ্ঠান। আমাদের ওয়েবসাইটে প্রতিদিন পোষ্টের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভিউয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা একমাত্র আপনাদের ভালোবাসা এবং সমর্থনের প্রতিফলন।


কিন্তু তার সাথে সাথে আমাদের প্রতিবছর ডোমেইন, সার্ভার রক্ষণাবেক্ষণ,  ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ , টেকনিক্যাল এবং ডেভেলপমেন্টের খরচ বৃদ্ধি পাচ্ছে আর যা একার পক্ষে ম্যানেজ করা খুবই ব্যায়বহুল এবং সময়সাপেক্ষ।

 

তাই আমরা আপনাদের কাছে সহযোগিতা আশা করছি। যাতে আমাদের কাজের কোন বাধা না আসে এবং আমরা নিরলস ভাবে কাজ করতে পারি।

আমাদের কে ডোনেশন দেওয়ার মাধ্যম –

+8801966382620 (বিকাশ / নগদ)

OR

 

অথবা, আপনি চাইলে আমাদের ওয়েবসাইট নিন্মোলিখিত মাধ্যমেও আমাদেরকে সহযোগিতা করতে পারেন।

 

👉 সোশ্যাল সাইটে আমাদের ওয়েবসাইটের পোষ্ট শেয়ার করে।

👉 আপনার যদি কোন ওয়েবসাইট থাকে, তাহলে আপনার ওয়েবসাইটে আমাদেরকে রিকমেন্ড করে।

👉 আপনার সহপাঠীদের সাথে ওয়েবসাইট শেয়ার করে।

 

এটা আপনার ইচ্ছা আপনারা আমাদেরকে কিভাবে সহযোগিতা করবেন। তবে আপনাদের সকল কাজ এবং সমর্থন আমরা আনন্দের সাথে গ্রহন করবো এবং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।

 

Thanks, Advance

Ahshan Habib

Admin: notesaid24.com

Post a Comment