ছালাতু ছালাম গো আমার দুরুদ ছালাম গো আমার
কইও নবী মোস্তফায়, তোমরা যদি যাও মদিনায়।।
মদিনার পাক মাটি আমার চোখে মুখে বুকে মাখিও
এমন পবিত্র মাটি (২) নবীজির পাক রওজায়।।
নিশির বায়ূর যাওয়ার কালে, আমি বসে আছি সকাতরে
আমার ছালাম কইও গিয়ে (২) পেয়ারা নবী মোস্তফায়।।
মদিনা শরীফের মাঝে, স্বর্ণের একটি আসন আছেও
সেই আসনে শুয়ে আছেন (২) দয়াল নবী মোস্তফায়।।
মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছেও
সেই মিম্বরে খোতবা দিতেন (২) জিন্দা নবী মোস্তফায়।।
মদিনা শরীফের মাঝে বেহেস্তের বাগান আছেও
সে বগানে শুয়ে আছেন (২) নবীর যত আশেকান।।
উড়িয়া যাওরে ময়না পাখী কইও আমার ছালাম খানি
অধমেরে কইরা পাগল শুইয়া আছেন মদিনা।।
ওগো নবী নুরিতন কান্দে হাবীবের মন প্রাণ
নিশিরাতে দিয়ে দেখা (২) কর আমায় সান্ত্বনা।।
সুদূর বাংলাতে বসি, কান্দিতেছি দিবানিশি ও
ধনে যদি হইতাম ধনি, যাইতাম সোনার মদিনা।।