আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আমিও আল্লাহর অশেষ কৃপা ও রহমতে ভালো আছি। অনেক দিন পর আবারো আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর আজ আপনাদের মাঝে শেয়ার করবো নামাযে ক্বাযায়ে হাজত (বিস্তারিত বর্ণনা)। যদি এতে আপনারা উপকৃত হন, তাহলে কমেন্ট করতে ভূলবেন না। আর এই ওয়েবপেইজ এর মাধ্যমে যদি একটুও লাভবান হন, তাহলে ওয়েবপেইজটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিন।
নামাযে ক্বাযায়ে হাজতঃ
তরীক্বতের বড় বড় আলেমগণ হইতে বর্ণিত হইয়াছে যে, কোন ব্যক্তি প্রয়োজন বিধায় অথবা কোন বিপদ মুক্তির জন্য শেষ রাত্রে শয্যা ত্যাগ করিয়া পবিত্র স্থানে, পবিত্র পোষাকে ও শুভ বিশ্বাসে দরুদ ও ইস্তেগফার পাঠ করিয়া চার রাকায়াত নফল নামাযের নিয়ত করিবে অথবা “ ছালাতুল হাজত ” বলিয়া নিন্মোক্ত নিয়মে নামায পড়িবে। নামায শেষ করিয়া আল্লাহ্র কাছে স্বীয় প্রার্থিত বস্তু অতিশয় মিনতির সাহিত প্রার্থনা করিবে, ইনশাআল্লাহ্ নিশ্চয়ই তাহার প্রার্থনা কবুল হইবে।
ক্বাযায়ে হাজত নামায পড়িবার নিয়মঃ এই নামায পড়িবার নিয়ম হলো,
প্রথমতঃ হাজতের নামাযের নিয়ত করিয়া তাকবীরে তাহরীমা,
আউযুবিল্লাহ ( أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيم ) ,
বিসমিল্লাহ ( بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ),
ছানা ( سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَا لَى جَدُّكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ ) ও সুরা ফাতিহার পর ১০০ বার এই আয়াত পড়িবে।
لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّۚ
وَكَذَٰلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَবাংলা অর্থঃ আপনি ব্যতিত আর কোন মাবুদ নাই আপনি পবিত্র, নিঃসন্দেহে আমি অপরাধী ( ক্ষমা করিয়া আমাকে বিপদমুক্ত করুন ) অতএব, আমি তাঁহার দোয়া কবুল করিলাম এবং তাঁহাকে উদ্বিগ্নতা হইতে মুক্ত করিলাম, আর আমি এইরূপে ঈমানদারদিগকে নাজাত দিয়ে থাকি।
দ্বিতীয় রাক’য়াতে সুরা ফাতেহার পর নিন্ম আয়াত ১০০ বার পড়িবে।
رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
বাংলা অর্থঃ হে আমার প্রভু! আমার এই কষ্ট হইতেছে। আর আপনি সকল দয়ালু অপেক্ষা অধিক দয়ালু।
তৃতীয় রাক’য়াতে সুরা ফাতেহার পর নিন্ম আয়াত ১০০ বার পড়িবে।
وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِۚ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَاد
বাংলা অর্থঃ আমি আমার বিষয় আল্লাহ্র হাতে সপর্দ করিতেছি; নিশ্চয়ই আল্লাহ্ বান্দাদের সংরক্ষণকারী।
চতুর্থ রাক’য়াতে সুরা ফাতেহার পর নিন্ম আয়াত ১০০ বার পড়িবে।
حَسْبُنَا اللّهُ وَنِعْمَ الْوَكِيلُ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
বাংলা অর্থঃআল্লাহইআমাদেরজন্যযথেষ্টএবংউত্তমকার্যনির্বাহক। অতএব তিনি কতই না উত্তম কার্য নির্বাহক এবং কতই না উত্তম সাহায্যকারী।
সালাম ফিরাইয়া সেজদায় যাইবে ও ১০০ বার এই আয়াত পড়িয়া দুই হাত তুলিয়া মহান ও দয়াময় আল্লাহ্র কাছেমোনাজাতকরিবে…
আয়াত টিনিন্মরুপঃ
أَنِّي مَغْلُوبٌ فَانْتَصِرْ رَبِّ
আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন । নিজের খেয়াল রাখবেন পাশাপাশি পরিবারের খেয়াল রাখবেন। বিশেষ করে এই মহামারী করোনা ভাইরাস থেকে মহান আল্লাহ্ তায়ালা যেনো আমাদের কে এবং আমদের পরিবার কে হেফাজত রাখেন সর্বদা আল্লাহ্র এই কাছে প্রার্থনা থাকবে। আমিন বেহুরমাতে সায়্যেদুল মুরসালিন।