Write a short composition about “A Day Labourer”. Answer the following questions in your composition. (“দিনমজুর” সম্পর্কে একটি সংক্ষিপ্ত ও সহজ রচনা লেখ। তোমার রচনায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও)
- Who is a day labourer?
- What type of life does he lead?
- What type of work does he do?
- Where is a day labourer seen?
- What should we do for them?
A Day Labourer
A person who works daily basis to earn his or her livelihood is called a day labourer. He or she leads a very miserable life. He or she usually does any work he or she gets. A day labourer is seen both in villages and in towns. We should pay them their dues.
বাংলা অনুবাদঃ যে ব্যক্তি জীবিকা উপার্জনের জন্য দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে তাকে দিনমজুর বলে। সে অত্যন্ত করুণ দিনযাপন করে। সে কাজ যা পায় তাই করে। দিনমজুরকে শহর এবং গ্রাম উভয় জায়গায়ই দেখা যায়। তাদেরকে আমাদের উপযুক্ত মজুরি দেওয়া উচিত।