ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।
মুহূর্ত নিমেষ কাল, তুচ্ছ পরিমাণ,
গড়ে যুগ যুগান্তর অনন্ত মহান।
প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ,
ক্রমে টানে পাপ পথে, ঘটায় প্রমাদ।
প্রতি করুণার দান, স্নেহপরিপূর্ণ বানী,
এ ধরায় স্বর্গসুখ নিত্য দেয় আনি।
সারমর্মঃ ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি। ছোট ছোট বালু কণার সমন্বয়ে গড়ে উঠে মহাদেশ। বিন্দু বিন্দু জলবিন্দুর সমষ্টিতে মহাসমুদ্র। ক্ষণিকের সমষ্টিতে যুগ-যুগান্তর গড়ে উঠে। অপরাধ সামান্য হলেও যদি তা বার বার ঘটে তখন তা গুরুত্বপূর্ণ হয়। আবার করুণার দান ও স্নেহপূর্ণ কথা সামান্য হলেও তা স্বর্গীয় সুখের আধার হয়ে উঠে। তাই তুচ্ছ বলে কোনো কিছুই অবহেলায় ফেলে দেওয়া ঠিক নয়।