নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস
ওপারেতে যত সুখ আমার বিশ্বাস
নদীর ওপার বলে দীর্ঘশ্বাস ছাড়ে
সংসারেতে যত সুখ সকলি ওপারে
সারমর্মঃ প্রত্যেক মানুষই অপর মানুষকে সুখী মনে করে। প্রত্যেকেই ভাবে অপরে তার অপেক্ষা সুখী। আবার সেজন্য সে মিথ্যা শোকও প্রকাশ করে। আসলে তা ঠিক নয়। নদীর এপার ওপার কেউই সুখী নয়। মানুষ তেমনি সুখী নয়। প্রত্যেকেই সুখের অনুভূতির মধ্যে নিজের সুখকে প্রতিষ্ঠা করে সুখী হতে পারলেই পরম সুখ লাভ করা যায়।