Hello Viewers, আশা করি ভালো আছেন। বর্তমান
সময় হলো আধুনিক সময়। আর এই আধুনিকতার অন্যতম মাধ্যম হলো ইন্টারনেট। আর ইন্টারনেটের
মাধ্যমে আমরা এক স্থানে বসে সারা বিশ্বের নানা খবর জানতে পারি। তবে তা আরও সহজ করে
দিয়েছে সার্চ ইঞ্জিন। বর্তমানে সময় জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিন যেমনঃ Google, Bing,
Yahoo!, Yandex, DuckDuckGo, Baidu ইত্যাদি। তবে সবচেয়ে বহুল ব্যবহিত সার্চ ইঞ্জিন
হলো Google। আমাদের দৈনিক জিবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কাজে গুগল ব্যবহার
করতে হয়। কিন্তু Google এ কিভাবে সময় নষ্ট না করে সামান্য সময়ের মধ্যে আমাদের কাঙ্কিত
ফলাফল বের করা যায়, তা আমরা অনেকেই জানি না। যার ফলে আমাদের অনেক কষ্ট এবং সময় অপচয় করতে হয়। তাই আজকের এই ব্লগে আমি আপনাদের
মাঝে শেয়ার করবো “কিভাবে গুগলে সার্চ করে সামান্য সময়ে ডাটা পাওয়া যায়” তার কিছু টিপস
ও ট্রিক্স। আশা করি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
👉 Site: এই কিওয়ার্ড সাধারণত
নির্দিষ্ট করে কোন ওয়েবসাইট কে খুঁজতে ব্যবহার করা হয়।
যেমনঃ site:notesaid24.com
👉 *(asterisk): এই সিম্বলটি ব্যবহার করা হয়, বিশেষ কিছু শব্দ এবং
শব্দগুচ্ছ যা আপনার জানা নেই বা সার্চ কিওয়ার্ডে কি হতে পারে তা জানতে। এমন শব্দ বা
শব্দের বিপরতে “* - এস্ট্রিক্স” সাইন ব্যবহার করতে পারেন।
যেমনঃ How to *
a programmer?
👉 “” (Quotation): নির্দিষ্ট
করে কোন কিওয়ার্ড বা শব্দ খুঁজতে এই সিম্বল টা ব্যবহার করতে পারেন।
যেমনঃ “notesaid24” or “SearchAnything”
👉 Related: আপনার যদি কোন ওয়েবসাইট
থাকে অথবা যে কোন ওয়েবসাইট এর সমকক্ষ অন্য কোন ওয়েবসাইট আছে কিনা তা জানতে (related) এই কিওয়ার্ড টি ব্যবহার করে জানতে পারেন।
যেমনঃ related:notesaid24.com
👉 Range: নির্দিষ্ট সংখ্যা
দিয়ে কোন কিছু বের করতে হলে। দুইটি সংখ্যার মাঝে (…) এই
সিম্বল ব্যবহার করে খুঁজে বের করতে পারেন।
যেমনঃ JavaScript 1995…2022
👉 Link: একটি পেইজের সাথে
আর অন্য কোন পেইজ যুক্ত বা লিংক আছে কি না তা দেখতে এই কিওয়ার্ড ব্যবহার করতে হয়।
যেমনঃ link:notesaid24.com
👉 Or: যদি এক বা একাধিক
শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কিছু খুঁজতে হয়, তাহলে ওই শব্দ বা শব্দগুচ্ছের মাঝে (or) কিওয়ার্ড ব্যবহার করতে পারেন।
যেমনঃ Frontend Developer Job Or Programming Job
👉 Hyphen (-): আপনার সার্চকৃত ফলাফল নির্দিষ্ট করে কিছু বাদ দিয়ে পেতে চাইলে – এই সিম্বল ব্যবহার করতে হয়।
যেমনঃ Learn Programming -HTML
উপরিল্লোখিত পদ্ধতিতে অবশ্যই কিছু সীমাবদ্ধতা
থাকবে এবং কিছু ডাটা নাও থাকতে পারে। কেননা এগুলো সাধারণত ব্যবহার করা হয় নির্দিষ্ট
করে কোন ডাটা পাওয়ার জন্য; তাই এর বাহিরে ডাটা পাওয়া একবারেয় অসম্ভব। তবে আপনি আপনার
সুবিধামত ব্যবহার করতে পারেন। এটা আপনার পছন্দ। আর যদি কোন সমস্যা হয়, তবে অবশ্যই কমেন্ট
করে জানাবেন। ইনশাআল্লাহ্ সমাধান দেওয়ার চেষ্টা করবো। আজ আর নয়, ভালো থাকবেন। আল্লাহ
হাফেজ।