কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট ভাইকে একটি পত্র লেখ।
অথবা,
কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তার কথা বর্ণানা দিয়ে তোমার ছোট ভাইকে একটি পত্র লেখ।
হাবিব রোড, ঢাকা
০০ মার্চ ০০০৮
প্রিয়
“ঘ”
স্নেহাশিস
নিও। আশা করি ভালো আছ। গতকাল তোমার পত্র পেয়েছি। পাঠ্য বইয়ের পাশাপাশি আর কি ধরনের
জ্ঞানার্জন করা উচিত সে সম্পর্কে তুমি জানতে চেয়েছ। নিন্মে এ সম্পর্কে আমার মতামত তুলে
ধরছিঃ
ছাত্রজীবনে
পড়ালেখার জীবন। পাঠ্য বইয়ের পাশাপাশি যুগোপযোগী অন্যান্য বিষয়ে জ্ঞানার্জন করাও অতীব
জরুরি। তাই এসব বিষয় নির্বাচন করার পূর্বে বড়দের সঙ্গে আলোচনা করে নেওয়া নিশ্চয়ই বুদ্ধিমানের
কাজ। তুমি এ ব্যাপারে আমার পরামর্শ চেয়ে সত্যিই আমাকে আনন্দিত করেছ। আধুনিক বিশ্বের
সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় কম্পিউটার। লেখপড়া শেষে কর্মজীবনে পদার্পণে কম্পিউটারের
কোন বিকল্প নেই। শিল্প বিপ্লবের পর কম্পিউটার প্রযুক্তির উন্নয়ন পৃথিবীতে সবচেয়ে উল্লেখযোগ্য
ঘটনা। কম্পিউটারের নজিরবিহীন উন্নতির ফলে গোটা বিশ্ব আজ গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে।
সর্বক্ষেত্রে কম্পিউটার উত্তরোত্তর খুলে দিচ্ছে নতুন দিগন্তের দ্বার। যেসব কাজে মানুষের
পক্ষে অসম্ভব ও সময়সাপেক্ষ কম্পিউটার আবিষ্কারের পরে সেসব কাজ অনেক সহজ ও দ্রুততর হয়ে
পড়েছে। হ্রাস পেয়েছে উৎপাদন ব্যয়। ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, খেলাধুলা, প্রকাশনা মাধ্যম,
শিল্প-কারখানা, শিক্ষা, জনসংখ্যা, অর্থনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রেই কম্পিউটার এক গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করছে। প্লেন ও ট্রেনের আসন সংরক্ষণ করছে কম্পিউটার। কম্পিউটার দ্বারা ভিডিও গেম খেলা হচ্ছে। “ভাস্কর
কম্পিউটার” নির্দেশ পেলে ভাস্কর্য খোদাই করতে পারে কম্পিউটারের সাহায্যে ফিংগার প্রিন্ট
নিয়ে অপরাধীদের সনাক্ত করা যায়। কম্পিউটার আজ স্থায়ী আসন নিয়েছে বিভিন্ন ব্যংক, বীমা,
টেলিযোগাযোগ, রিসার্স এন্ড এ্যনালাইসিস, পোস্টাল সার্ভিস, বিমান ও ট্রেনের সিট বুকিং,
প্রকাশনা ইত্যাদি প্রতিষ্ঠানে। তাই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে এবং
জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব পরিমন্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় ও উজ্জ্বল করতে
কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের
দেশের তরুণ সমাজকে অবশ্যই কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে হবে। আধুনিক বিশ্বে কম্পিউটার
শিক্ষার বিকল্প নেই।
আজ
এখানেই শেষ করছি। বাবা- মাকে আমার সালাম দিও। মনযোগসহকারে লেখাপড়া চালিয়ে যাও। অযথা
ঘুরাফেরা করে মূল্যবান সময় নষ্ট করবে না। যেকোনো ধরনের সমস্যা হলে অবশ্যই পত্র মারফত
জানাবে। তোমার পত্রের অপেক্ষায় রইলাম।
ইতি
“ম”