প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Parts of Speech’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে ‘Parts of Speech’ এর দ্বিতীয় প্রকার “Pronoun বা সর্বনাম” কাকে বলে এবং কত প্রকার ও কি কি এই নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক।
Pronoun বা সর্বনাম এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ এখানে Pro শব্দের অর্থ হলো – পরিবর্তে
বা সমতুল্য। তাহলে Pronoun শব্দের অর্থ হলো Noun এর পরিবর্তে বা Noun এর সমতুল্য। সুতরাং
বলা যায় যে, যে Word বা শব্দ Noun এর পরিবর্তে বসে তাকে Pronoun বা সর্বনাম বলে। যেমনঃ
Sumaiya is a good girl, Sumaiya goes to
college every day, and Sumaiya obeys her teacher.
উপরের বাক্যে ‘Sumaiya’ শব্দটি বারবার আসার
কারনে বাক্যের শ্রুতিমাধুর্য নষ্ট হচ্ছে। কিন্তু আমরা Pronoun ব্যবহার করার মাধ্যমে
বাক্যের শ্রুতিমাধুর্য ফিরিয়ে আনতে পারি। যেমন প্রথম বাক্যের পর প্রতি বাক্যে ‘Sumaiya’ এর স্থলে ‘She’ যোগ করলে বাক্যটি হবে –
Sumaiya is a good girl, she goes to
college every day, and she obeys her teacher.
তাহলে এখানে She হলো Pronoun। এছাড়াও নিম্নে
কিছু Pronoun এর তালিকা দেওয়া হলো – He, she, I, we, you they, our, us, mine,
his, her, it ইত্যাদি।
Pronoun এর প্রকারভেদঃ Pronoun আট প্রকার। যথাঃ
- Personal Pronoun বা ব্যাক্তিবাচক সর্বনাম।
- Demonstrative Pronoun বা নির্দেশক সর্বনাম।
- Interrogative Pronoun বা প্রশ্নবোধক সর্বন।
- Relative Pronoun বা সম্বন্ধবাচক সর্বনাম ।
- Indefinite Pronoun বা অনির্দিষ্ট সর্বনাম।
- Distributive Pronoun বা পৃথকীকরণ সর্বনাম।
- Reflexive Pronoun বা আত্মঘটিত সর্বনাম।
- Reciprocal Pronoun বা পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম।
নিম্নে Pronoun এর
প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা দেওয়া হলো –
Personal Pronoun এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ কোন ব্যাক্তি বা বস্তুর নামের পরিবর্তে
যে Pronoun ব্যাবহৃত হয় তাকে Personal Pronoun বলে।
Personal Pronoun তিন প্রকার। যথাঃ
- Personal Pronoun of the First Person: I, We, My, Me, Our, Us.
- Personal Pronoun of the Second Person: You, Your
- Personal Pronoun of the Third Person: He, She, It, They
Number এর প্রকারভেদে Personal Pronoun এর
আকারের যে পরিবর্তন তা নিম্নরূপঃ
Person |
Singular Number |
Plural Number |
First |
I (আমি) |
We (আমরা) |
Second |
You
(তুমি) |
You
(তোমরা) |
Third |
He (সে - পুঃ) She (সে - স্ত্রীঃ) It (এটা) |
They (তারা বা এরা) It (ইহা) |
Number ও Case এর প্রকারভেদে Personal
Pronoun এর আকারের যে পরিবর্তন তা নিম্নরূপঃ
Person |
Number |
Subject |
Object |
Possessive,
Double Possessive |
First |
Singular |
I |
Me |
My, Mine |
Plural |
We |
Us |
Our,
Ours |
|
Second |
Singular |
You |
You |
Your, Yours |
Plural |
You |
You |
Your,
Yours |
|
Third |
Singular |
He, She, It |
Him, Her, It |
His, Her, Hers, Its |
Plural |
They |
Them |
Their,
Theirs |
এছাড়াও Thou, Thee, Thy ও Thine এর ব্যবহার
খুবই বিরল। কবিতা, প্রার্থনা ও প্রাচীন সাহিত্যে এই শব্দগুলোর ব্যবহার দেখা যায়।
Personal Pronoun এর সম্পর্কে বিস্তারিত জানুন।
Demonstrative Pronoun এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ কোন ব্যাক্তি বা বস্তুর পরিবর্তে
ব্যাবহৃত কোন Pronoun যদি সেই ব্যাক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে তাকে
Demonstrative Pronoun বা নির্দেশক সর্বনাম বলে। যেমনঃ
This is my book.
That is your pen.
এখানে This ও That হলো Demonstrative
Pronoun এছাড়াও These, Those, One, Ones, None, The Same, Such এবং So as ইত্যাদি
Demonstrative Pronoun।
Demonstrative Pronoun এর সম্পর্কে বিস্তারিত জানুন।
Interrogative Pronoun এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Pronoun দ্বারা কোন প্রশ্ন জিজ্ঞেস
করা হয় তাকে Interrogative Pronoun বা প্রশ্নবোধক সর্বনাম বলে। যেমনঃ
What do you want?
Who are you?
Whom do you love?
উপরের বাক্যগুলোতে What, who, whom শব্দগুলো
হলো Interrogative Pronoun।
Interrogative Pronoun এর সম্পর্কে বিস্তারিত জানুন।
Relative Pronoun এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Pronoun পূর্ববর্তী
কোনো Noun বা Pronoun এর পরিবর্তে এর ঠিক পরে বসে ও তার সাথে সম্পর্ক স্থাপন করে তাকে
নির্দেশ করে এবং দু’টি বাক্যকে যুক্ত করে সে Pronoun কে Relative Pronoun বা সম্বন্ধবাচক
সর্বনাম বলে। যেমনঃ
The boy who came here is my brother.
This is the man whom I saw yesterday.
নোটঃ
- Relative শব্দটি যৌগিক; একটি হলো Re অপরটি হলো lative। এখানে Re শব্দের অর্থ ‘পিছনে’ এবং lative শব্দের অর্থ ‘সম্পর্ক’। অর্থাৎ Relative Pronoun এর শব্দিক অর্থ হচ্ছে পূর্বোল্লিখিত কোনো শব্দের সাথে যে Pronoun এর সম্পর্ক রয়েছে।
- Relative Pronoun পূর্বোল্লিখিত যে Noun বা Pronoun কে নির্দেশ করে তাকে “Antecedent” বলে। আর “Antecedent” এর অর্থ হচ্ছে ‘পূর্বে গমণ করেছে এমন’
👉 তাহলে উপরের আলোচনায় প্রতিয়মান হয় যে Relative
Pronoun নিম্নের কাজগুলো সম্পাদন করে থাকে।
- পূর্ববর্তী কোনো Noun কে নির্দেশ করে এবং তার সাথে সম্পর্ক স্থাপন করে।
- Conjunction এর ন্যায় দু’টি বাক্যকে সংযুক্ত করে।
উপরের বাক্যগুলোতে Who, Whom শব্দগুলো হলো
Relative Pronoun এছাড়াও which, that, whose, what, but, as হলো Relative Pronoun।
Relative Pronoun এর সম্পর্কে বিস্তারিত জানুন।
Indefinite Pronoun এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে সকল Pronoun কোন ব্যাক্তি বা বস্তুকে
নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বুঝায়, সেই সকল Pronoun কে Indefinite
Pronoun বা অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমনঃ
I have some new books.
Someone may come.
One, None, Other, Another, Many,
Several, Few, Some, Both, Somebody, Anybody এবং Someone ইত্যাদি Indefinite
Pronoun।
Indefinite Pronoun এর সম্পর্কে বিস্তারিত জানুন।
Distributive Pronoun এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Pronoun দুই বা ততোধিক ব্যাক্তি
বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদাভাবে প্রকাশ করে তাকে Distributive Pronoun বা পৃথকীকরণ
সর্বনাম বলে। যেমনঃ
Either of the two boys is talented.
Each of the boys is guilty.
Either, Neither, Each, Anyone, Every,
None ইত্যাদি হলো Distributive Pronoun।
নোটঃ Distributive
Pronoun এর পরে Verb Singular হয় এবং এর সাথে সম্পর্কযুক্ত Noun বা Pronoun
Singular হয়।
Distributive Pronoun এর সম্পর্কে বিস্তারিত জানুন।
Reflexive Pronoun এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ Personal Pronoun এর সঙ্গে Self
(Singular Number) অথবা Selves (Plural Number) যুক্ত হয়ে কোনো Pronoun যখন Object
এর স্থান গ্রহণ করে এবং পশ্চাতে ফিরে পুনুরায় Subject কে নির্দেশ করে তখন তাকে
Reflexive Pronoun বা আত্মঘটিত সর্বনাম বলে। যেমনঃ
She killed
herself.
উদাহরণ
বিশ্লেষণঃ উপরের উদাহরণে যদি প্রশ্ন করা হয় ‘কে হত্যা করেছিল’ তার উত্তর হবে
‘She’। এখন যদি আবার প্রশ্ন করা হয় ‘কাকে হত্যা করা হয়েছিল’ তার উত্তর হবে
‘Herself’। এখানে কর্তা যে কাজ করেছে তা তার নিজের উপর করেছে অর্থাৎ এই বাক্যে
Subject ও Object একই ব্যাক্তি। এখনা বলা যায় Object (কর্ম) ‘Herself’ পিছনে ফিরে
Subject (কর্তা) ‘She’ কে নির্দেশ করে, সুতরাং এখানে “herself” Reflexive Pronoun।
নোটঃ
- Personal Pronoun টি Singular হলে তার সাথে ‘Self’ এবং Plural হলে তার সাথে ‘Selves’ যুক্ত করে Reflexive Pronoun গঠন করতে হয়।
- Personal Pronoun এর First ও Second Person –এ Possessive Case এর সাথে ‘Self’ এবং Third Person – এ Objective Case এর সাথে ‘Selves’ যুক্ত করে Reflexive Pronoun গঠন করতে হয়। যেমনঃ
Person |
Singular |
Plural |
First |
Myself |
Ourselves |
Second |
Yourself,
thyself |
Yourselves |
Third |
Himself, Herself, Itself |
Themselves |
নোটঃ Possessive case ও Objective Case সম্পর্কে এই পোষ্টের প্রথমে অথবা এখানে দেখতে পারেন।
Indefinite Pronoun এ One এর সাথে self যোগ
করে Reflexive Pronoun গঠন করা যায়। যেমনঃ One should not think oneself great.
Reflexive Pronoun এর সম্পর্কে বিস্তারিত জানুন।
Reciprocal Pronoun এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Pronoun দ্বারা পারস্পরিক কাজ
নিষ্পন্ন বুঝায় তাকে Reciprocal Pronoun বা পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম বলে। যেমনঃ
Maha and Habib Love each other.
Each other, One another ইত্যাদি হলো
Reciprocal Pronoun।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।