ছাত্রাবাস জীবন সম্পর্কে জানিয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখ।
০১-০২-২০২৩ইং
শ্রদ্ধেয়
বাবা,
আমার
সালাম নিবেন। আশা করি ভালো আছেন। আমার হোস্টেল জীবন সম্পর্কে বলছি। আমাদের হোস্টেলটি
স্কুল সংলগ্ন। এর দক্ষিণাংশ উন্মুক্ত। এখানে আসার পর হতেই আমি নতুন জীবনের সাথে খাপ
খাইয়ে চলছি। মূলত হোস্টেল জীবন বাড়ির জীবন হতে সম্পূর্ণ ভিন্ন। এতদসত্ত্বে হোস্টেল
জীবন খুবই মজার। এখানে সবাইকে শৃঙ্খলা বজায় রাখতে হয়। এখানে পড়াশুনার পরিবেশ চমৎকার।
আমি খুব ভোরে শয্যা ত্যাগ করি। সকাল ৭:৩০ এ নাস্তা খেতে হয়। আর ৮টায় ক্লাস শুরু হয়।
সাধারণত বেলা ১টার দিকে দুপুরের খাবার খেতে হয়। প্রতিদিনই নতুন নতুন ছাত্রের সাথে পরিচয়
ঘটে। অধিকাংশ ছাত্র-ছাত্রী বন্ধুসুলভ ফলে বাড়ির জন্য কাতর হই না। আমি খুবই সুখী।
আমি
আপনার স্নেহ থেকে বঞ্চিত। মাকে সালাম দিবেন । অন্য সবার প্রতি রইল ভালোবাসা।
আপনারই
স্নেহধন্য পুত্র
‘এ’