তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ।
১৪
মিরপুর, ঢাকা
১৩
মার্চ ২০২৩
প্রিয়
‘এ’
গত
পরশু তোমার চিঠি পেলাম। তুমি তোমার পত্র আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছ।
আমার জীবনের লক্ষ্য তোমাকে বলতে আমি অনন্দবোধ করছি। তুমি অবগত আছো যে আমাদের দেশটি
ক্ষুদ্র ও দরিদ্র কিন্তু জনবহুল। আমাদের জনগণের শতকরা প্রায় ৭০ ভাগ অশিক্ষিত। অশিক্ষা
আমাদের উন্নয়নের জন্য একটি বড় ধরনের বাধা। সে কথা ভেবেই আমি একজন শিক্ষক হতে চাই। যদিও
একজন শিক্ষকের আয় তেমন বেশি নয় কিন্তু তার কর্মটি আকর্ষণীয় এবং মহান। তিনি সততা ও মর্যাদার
সাথে তার জীবন প্রবাহ করাতে পারেন, তিনি একটি জাতির ভবষ্যত রুপায়ণ করেন। তার হাতে অসংখ্য
আইনবিদ, চিকিৎসাবিদ এবং রাজনীতিবিদ তৈরি হচ্ছে। এটা তার জন্য বড় ধরনের একটি গর্বের
বিষয়। একজন সফল শিক্ষক হতে হলে আমাকে অনেক জ্ঞানার্জন এবং প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
আজ
আর নয়। তোমার পিতা-মাতার নিকট শ্রদ্ধা এবং সকলের নিকট আমার ভালোবাসা পৌঁছাতে ভুলবে
না।
তোমার
‘স’