Compound Sentence কাকে বলে? উদাহরণসহ বর্ণনা

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে Compound Sentence বা যৌগিক বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Compound Sentence কাকে বলে? উদাহরণসহ বর্ণনা

আরও জানুন,

 

Compound Sentence এর বর্ণনাঃ

সংজ্ঞাঃ যে বাক্যে একাধিক principal clause, Co-ordinating দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বা যৌগিক বাক্য বলে।

উদাহরণঃ

The writer took a cabin and it was small.

Work hard or you will not prosper in life.

He is poor but he is honest.

Study hard otherwise you will fail.


কিছু Coordinating conjunction এর তালিকা – and, or, but, both…and, not only … but also, no less than, no fewer than, neither…nor, either…or, otherwise, still, yet, nevertheless ইত্যাদি।

 

নোটঃ প্রিয় শিক্ষার্থীবন্ধুরা Conjunction এর অন্যতম একটি প্রকার হলো Coordinating Conjunction। আমি ইতিপূর্বে Coordinating Conjunction সম্পর্কে এই ব্লগসাইটে বিস্তারিত আলোচনা করেছি। সময় করে দেখে নিতে পারো, যাতে করে শিখাটা আরও পাকাপোক্ত হয়।

 

Double sentence এর বর্ণনাঃ কোনো Compound sentence এ দুটি Co-ordinate clause থাকলে তাকে double sentence বলে। যেমন –

I am weak but I can walk.

Maha came to me and discussed the matter.

You must do it or you will be in a danger.

 

Multiple sentence এর বর্ণনাঃ কোনো Compound sentence এ দুই এর অধিক Co-ordinate clause থাকলে তাকে multiple sentence বলে। যেমন –

Maha came to the town + Stayed for a few days and + then returned home.

The man did the work + took some rest + and went home.


Contracted sentence এর বর্ণনাঃ একই শব্দ বা শব্দসমষ্টি কে দুইবার না লিখে অনেক সময় Compound sentence কে সংক্ষিপ্ত আকারে লেখা হয়। এরুপ সংক্ষিপ্ত sentence কে Contracted sentence বলে। যেমন –

He went to market and he bought a book. না লিখে এই বাক্য কে সংক্ষিপ্তাকারে লেখা যায় এভাবে –

He went to the market and bought a book. আর এই বাক্যটিকে Contracted sentence বলে।


Contracted sentence নিম্নলিখিত দুটি ক্ষেত্রে ব্যবহৃত হয়।


 যখন একই Subject এর দুই বা ততোধিক Predicate থাকে। যেমন -

I was pleased but I could not do anything.

Maha read the poem and she memorized it.


 যখন দুই বা ততোধিক Subject এর একই Predicate থাকে। যেমন –

Either Maha (must do it) or Shanzida must do it.

Not only (went there) Habib but also Sakib went there.

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment