রাস্তায় আকস্মিক দুর্ঘনার বর্ণনা দিয়ে একটি পত্র লেখ।
প্রিয়
‘ম’
আশা
করি তুমি ভালো আছো। যা হোক, চিঠিতে আমি তোমাকে গতকাল ঘটে যাওয়া রাস্তার একটি আকস্মিক
দুর্ঘটনার কথা বলছি যার স্বাক্ষী আমি নিজে।
তখন
বিকাল ৬টা। আমি যাত্রাবাড়ীতে ওভারব্রীজের উপর হাঁটছিলাম। হঠাৎ কান ফাঁটা তীব্র চিৎকার
শুনতে পেলাম। আমি লক্ষ করলাম একটা জীপ ট্রাফিক আইল্যন্ডের উত্তর দিকে দাঁড়িয়ে গেছে।
সেটির কাছে মানুষ চিৎকার করে কাঁদছে। পথযাত্রীরা চারদিকে জড়ো হয়ে গেল। আমি জীপের কাছে
দৌড়ে গিয়ে দেখতে পেলাম একজন মানুষ জীপের চাকার নিচে সম্পুর্ণ রক্তাক্ত অবস্থায় পড়ে
আছে। আমি মৃতদেহটির প্রতি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। আমি জনতার কাছে শুনতে পেলাম
যে লোকটি রাস্তার দক্ষিণ দিক থেকে রাস্তা পার হতে চেষ্টা করছিল। আমি সত্যি অত্যন্ত
ব্যথিত হয়েছি দৃশ্যটি দেখে।
আজ
আর নয়। তোমার বাবা ও মাকে আমার সালাম দিও।
তোমারই
“এ”