তুমি কেন বিদেশে পড়তে চাও তা ব্যাখ্যা করে তোমার বাবার নিকট একটি চিঠি লেখ।
শ্রদ্ধেয়
বাবা,
আসসালামু
আলাইকুম
আপনার
চিঠি এইমাত্র আমার হাতে এসে পৌঁছেছে। চিঠিতে জানতে পেলাম পরম করুণাময়ের কৃপায় আপনারা
সবাই ভালো আছেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, আমার আলিম/এইসএসসি পরীক্ষার ফল প্রকাশিত
হয়েছে এবং আমি কৃতীত্বের সাথে জিপিএ-৫ অর্জন করেছি। এখন আমি কম্পউটার বিজ্ঞান বিষয়ে
পড়াশোনা করতে ইচ্ছুক। এ বিষয়টি সম্পূর্ণ আধুনিক এবং যুক্তরাষ্ট্রের মতো বৈজ্ঞানিকভাবে
উন্নত একটি দেশে এ বিষয়ে পড়াটাই অধিকতর ভালো হবে। যদিও আমাদের দেশে এ বিষয়ে পড়াশোনা
করা যায়, কিন্তু এর আধুনিক সুযোগ-সুবিধার সবগুলো আমাদের দেশে সহজলভ্য নয় এবং এখানকার
পাঠক্রমও আধুনিক নয়। সে কারণে আমি যুক্তরাষ্ট্রে কম্পিউটার বিষয়ে পড়াশোনা করতে চাই।
আম্মাকে
সালাম এবং ছোটদের আদর দিবেন।
আপনার
স্নেহের
‘ম’