ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে জানিয়ে তোমার ছোট ভাইকে একটি পত্র লেখ।
কচুয়া,
চাঁদপুর
আগস্ট
২৬, ২০২৩
স্নেহের
‘এ’
ভালোবাসা নিও। তোমার গত ৮ তারিখের চিঠি পেয়েছি
এবং জানতে পারলাম তুমি তোমার সেমিস্টার পরীক্ষায় ইংরেজি বিষয়ে কম নাম্বার পেয়েছ। আমি
লক্ষ করেছি তুমি ইংরেজি শিখতে আগ্রহী নও। অথচ ইংরেজি শেখার গুরুত্ব অপরিসীম।
ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। তাই ইংরেজি
শেখার প্রয়োজনীয়তা অপরিহার্য। ইংরেজি বিশ্বের অনেক দেশের অফিসিয়াল ও রাষ্ট্রভাষা। বর্তমানে
এটা যোগাযোগের প্রধান মাধ্যম। ইংরেজি জানা ব্যতীত তুমি অন্যান্য দেশের সঙ্গে বা বিদেশীদের
সঙ্গে যোগাযোগ করতে পারবে না। ভালো চাকরি পেতে হলে এখন ইংরেজি জ্ঞানের ওপর পুরোপুরি
নির্ভর করতে হয়। উচ্চতর শিক্ষার বইসমূহ, বিজ্ঞান ও কারিগরি এবং সাহিত্যের বইসমূহও ইংরেজিতে
প্রকাশিত হয়। উচ্চতর শিক্ষার জন্য ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক। তুমি যদি আধুনিক বিশ্বের
মোকাবেলা করতে চাও তাহলে তোমাকে ইংরেজি শিখতে হবে এবং এর প্রতি জোর দিতে হবে।
আজ আর নয়। দেখা হলে আরও কথা হবে। আশা করি
তুমি তোমার পড়াশুনার প্রতি আরও যত্নবান হবে। আব্বা আম্মাকে আমার সালাম ও শ্রদ্ধা জানাবে।
তোমার
প্রিয় বোন
‘স’