Preposition: "Without, Within, Up ও Upon” এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Through, Towards ও With’ নিয়ে আলোচনা করেছি। আজকের ব্লগে Preposition এর “Without, Within, Up ও Upon” এর ব্যবহার নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


 

Preposition: "Without, Within, Up ও Upon” এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

⇘ Without এর ব্যবহারঃ

কোনো ব্যক্তির সঙ্গে না থাকা অর্থে –

Don’t go without me.

Can you live without her.

কোনো কিছু ব্যবহার কিংবা গ্রহণ না করা অর্থে –

Can you see without your glasses?

Don’t go out without your coat.

 

⇘ Within এর ব্যবহারঃ

নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পূর্বে বুঝাতে –

You should receive a reply within seven days.

কোনো কিছুর পরিসীমা কিংবা পরিধির মধ্যে বুঝাতে –

That question is not within the scope of this talk.

We are now within range of enemy fire.

কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তথা ভেতরে বুঝাতে –

The noise seems to be coming from within the building.

There is discontent within the farming industry.

 

 Up এর ব্যবহারঃ

উচ্চতর অবস্থান বুঝাতে –

She climbed up the flight of steps.

The village is further up the valley.

কোনো সড়ক বরাবর বুঝাতে –

We live just up the road, past the post office.

They should go up the street.

  

⇘ Upon এর ব্যবহারঃ

সাধারণত উপরে বুঝাতে –

We depend upon you.

 

আরও পড়ুন,

➦ About, Above ও Against এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 To ও After এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Along, Around ও Among এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 At, Before ও Behind এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Between, Beyond ও Below এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 By, Across ও Down এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Beneath, in ও Inside এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Into, From ও For এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Of, Off ও On এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Through, Towards ও With এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Without, Within, Up ও Upon এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Out, Ouside, Onto, Regarding ও Concerning এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment