প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। আজ আপনাদের মাঝে শেয়ার করবো ইংরেজি ব্যকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ‘Framing Questions’। তাহলে শুরু করা যাক।
আমরা আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে বিভিন্ন
জিনিস/বিষয় জানার জন্য ভিন্ন ভিন্ন প্রশ্ন করি অথবা সম্মুখীন হই। আর এই কোনো কিছু জানার
জন্য আমাদের জিজ্ঞাসার ধরণ তিন ধরনের হয়ে থাকে। যেমন –
- Yes/No Question
- Tag Question
- WH Question
নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়া
হলো –
Yes/No Question এর বর্ণনাঃ এই ধরনের প্রশ্নের
উত্তর হ্যাঁ বা না এর মাধ্যমে বলতে হয়। অর্থাৎ কোনো একটি বিষয় ঠিক বা ভুল, হয় বা হয়
না, উচিত বা অনুচিত, আছে কিংবা নাই ইত্যাদি হ্যাঁ বা না উত্তর পাওয়া যায়। যেমন –
Are you going to market? – Yes or No
Can you drive a car? – Yes or No
উপরের বাক্যগুলোর উত্তর Yes বা হ্যাঁ অথবা
No বা না এর মাধ্যমে বললেই হয়।
Yes/No Question এর গঠনঃ
⇘ সাধারণত Auxiliary Verb যুক্ত
Interrogative Sentence কে Yes/No Question বলা হয়। Yes/No Question গঠনের সময়
Auxiliary Verb কে Subject এর পূর্বে বসিয়ে Question গঠন করা হয়। যেমন –
Statement |
Question |
He is a doctor. |
Is he a doctor? |
Habib was a student. |
Was
Habib a student? |
He had gone. |
Had he gone? |
He will be going there. |
Will
he be going there? |
⇘ যে সকল বাক্যে Auxiliary Verb নেই সেক্ষেত্রে
Tense বা কাল অনুযায়ী Subject এর পূর্বে “Do, Does, Did” বসিয়ে Yes/No Question গঠন
করা হয়। যেমন –
Statement |
Question |
They live in Chandpur. |
Do they live in Chandpur? |
Maha swims in the river. |
Does
Maha swim in the river? |
A stranger knocked at the
door |
Did a stranger knock at the door? |
নোটঃ
Auxiliary verb এর তালিকা –
Be verb: am, is, are, was, were.
Have verb: have, has, had.
Modal Verb: shall, should, will, would, can, could, may, might.
Question গঠন করার সময় প্রদত্ত Statement
টিতে Subject, First person থাকলে তা Second person এ রূপান্তরিত হবে কিন্তু Third
person থাকলে কোনো পরিবর্তন হবে না।
Tag Question এর বর্ণনাঃ Tag শব্দের অর্থ
জুড়ে দেয়া। এই ধরনের প্রশ্নের উত্তর Yes/No Question এর মতো। তবে এ জাতীয় প্রশ্নের
উত্তরের গঠন ভিন্ন। এদের শুরুতে Assertive Sentence ব্যবহৃত হয় এবং শেষের দিকে একটি
সংক্ষিপ্ত Affirmative বা Negative শব্দ যুক্ত করতে হয়। যেমন –
Maha was a beautiful girl, wasn’t she?
Habib did not go to school, did he?
উপরের প্রত্যেক বাক্যের সাথে জুড়ে দেওয়া
Question কে Tag Question বলে। তবে Sentence টি Affirmative হলে Tag Question টি Negative
হবে (প্রথম উদাহরণ) এবং Sentence টি Negative হলে Tag Question টি Affirmative হবে(দ্বিতীয়
উদাহরণ)।
Tag Question এর সম্পর্কে বিস্তারিত জানুন
WH Question এর বর্ণনাঃ এই ধরনের প্রশ্নের
উত্তর হ্যাঁ বা না এর মাধ্যমে দেওয়া যায় না। কেননা এর জাতীয় প্রশ্ন Yes/No
Question বা Tag Question এর তুলনায় অধিকতর তথ্য চাওয়া হয়। এছাড়া একটি WH Question
এর একাধিক উত্তর হতে পারে। যেমন –
What do you want?
উপরের বাক্যের উত্তর হ্যাঁ বা না এর মাধ্যমে
দিলে পূর্ণ উত্তর পাওয়া যাবে না তাই WH Question উপরের দুই প্রকার থেকে আলাদা। এখন
এই প্রশ্নের উত্তরে আমরা নিজের মতো তথ্য দিতে পারি। যেমন –
I want a football.
I want a pen.
I want a book.
I want a piece of cake. ইত্যাদি উত্তরের
মাধ্যমে তথ্য প্রদান করতে পারি।
WH Question এর সম্পর্কে বিস্তারিত জানুন
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।