প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। আজ আপনাদের মাঝে শেয়ার করবো ইংরেজি ব্যকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় Framing Questions এর দ্বিতীয় প্রকার ‘Tag Questions’ তাহলে শুরু করা যাক।
👉 Tag Question এর বর্ণনাঃ Tag শব্দের অর্থ
জুড়ে দেয়া। এই ধরনের প্রশ্নের উত্তর Yes/No Question এর মতো। তবে এ জাতীয় প্রশ্নের
উত্তরের গঠন ভিন্ন। এদের শুরুতে Assertive Sentence ব্যবহৃত হয় এবং শেষের দিকে একটি
সংক্ষিপ্ত Affirmative বা Negative শব্দ যুক্ত করতে হয়। যেমন –
Maha was a beautiful girl, wasn’t she?
Habib did not go to school, did he?
উপরের প্রত্যেক বাক্যের সাথে জুড়ে দেওয়া
Question কে Tag Question বলে। তবে Sentence টি Affirmative হলে Tag Question টি
Negative হবে (প্রথম উদাহরণ) এবং Sentence টি Negative হলে Tag Question টি
Affirmative হবে(দ্বিতীয় উদাহরণ)।
👉 Tag Questions গঠনের নিয়মঃ
⇘ মূল বাক্যটি অপরিবর্তিত অবস্থায় বসে +
Comma (,) বসে + Tag Questions + Nots of interrogation? বসে। যেমন -
We play cricket, don’t we?
⇘ Sentence টি Affirmative হলে Tag
Question টি Negative হবে এবং Sentence টি Negative হলে Tag Question টি
Affirmative হবে। যেমন –
He is crying, isn’t he?
Habib cannot swim, can he?
⇘ Tag Question এ কর্তা সবসময় Pronoun হয়। যেমন
–
Fishes can swim, can’t they?
⇘ Statement এর Subject টিই Tag Questions এর
Subject হয় এবং Subject টি Noun হলে তা Pronoun এ পরিবর্তিত হয়। যেমন –
I play cricket, don’t I?
Maha left College, didn’t she?
⇘ Negative Tag Question এ Auxiliary Verb এর সংক্ষিপ্তরুপ ব্যবহৃত হয়।
যেমন –
My friends play football, Do not they? এর স্থলে Auxiliary Verb এর
সংক্ষিপ্তরুপ “don’t they?” হবে।
⇘ Tag Question গঠনে যে সকল Auxiliary Verb
ব্যবহৃত হয়। তা নিম্নরূপ – am, is, are, was, were, have, has, had, shall,
should, will, would, can, could, may, might, must, ought to, used to, dare,
need, do, does, did.
Negative Tag Question এ Auxiliary Verb এর
সংক্ষিপ্তরুপ এর তালিকা –
AV + Not |
Short form |
Am not |
ain’t |
Is not |
Isn’t |
Are not |
Aren’t |
Was not |
Wasn’t |
Were not |
Weren’t |
Have not |
Haven’t |
Has not |
Hasn’t |
Had not |
Hadn’t |
Shall not |
Shan’t |
Will not |
Won’t |
Can not |
Can’t |
Should not |
Shouldn’t |
Could not |
Couldn’t |
Must not |
Mustn’t |
Might not |
Mightn’t |
Need not |
Needn’t |
Do not |
Don’t |
Does not |
Doesn’t |
Did not |
Didn’t |
👉 Tag question এর নিয়মঃ
Rule 1: সাহায্যকারী verb যুক্ত বাক্য কে
Tag Question এ রূপান্তরে প্রদত্ত Sentence এর সাহায্যকারী verb যুক্ত হয়ে
Affirmative Sentence এর ক্ষেত্রে Negative Tag এবং Negative Sentence এর ক্ষেত্রে
Affirmative Tag বসে। যেমন –
Maha has bought a book, hasn’t she?
Habib doesn’t tell a lie, does he?
নোটঃ Tag Question এর subject singular হলে
তার আগের Auxiliary verb singular হবে এবং Tag Question এর subject plural হলে তার
আগের Auxiliary verb plural হবে
Rule 2: We ব্যতীত কোন Sentence এর
Subject Plural হলে, Tag Question এ রূপান্তরের সময় সাহায্যকারী Verb এর পরে they বসে।
যেমন –
Fishes can swim, can’t they?
Students mustn’t be inattentive to
their studies, must they?
Rule 3: There যুক্ত Sentence এ there কে
Subject হিসেবে ব্যবহার করে Tag Question এ রূপান্তর করতে হয়। যেমন –
There is something wrong with Habib,
isn’t there?
Rule 4: যদি কোনো Sentence এ সাহায্যকারী
Verb না থাকে তখন Tag Question গঠনে Present Indefinite Tense এর ক্ষেত্রে
“Do/Does” এবং Past Indefinite Tense এর ক্ষেত্রে “Did” ব্যবহার করতে হয়। যেমন –
We play football, don’t we?
He reads a book, doesn’t he?
Habib bought a book, didn’t he?
Rule 5: মূল বাক্যে Subject ও Auxiliary
verb সংক্ষিপ্ত আকারে থাকলে Tag Question করার আগে সংক্ষিপ্ত আকারের সঠিক রূপটি নিশ্চিত
হয়ে Tag Question এ রূপান্তর করতে হবে। যেমন –
He’d go there, wouldn’t he?
He’d gone there, hadn’t he?
নোটঃ
‘d + Present form থাকলে ‘d দ্বারা would
বুজায়।
‘d + Past participle থাকলে ‘d দ্বারা
had বুঝায়।
Rule 6: Imperative sentence এ যখন শ্রোতার
সম্মতি আহ্বান করা হয় তখন “won’t you” ব্যবহৃত হয়। আর যদি কোনো কিছু করতে অনুরোধ করা
হয় তখন “can/can’t/could you” ব্যবহৃত হয়। যেমন –
Open the door, won’t you?
Give me a pen, can you?
উপরে প্রথম বাক্যে শ্রোতার সম্মতির জন্য আহ্বান
করা হয়েছে তাই “won’t you” ব্যবহার হয়েছে এবং দ্বিতীয় বাক্যে শ্রোতাকে কিছু দেওয়ার
জন্য অনুরোধ করা হয়েছে তাই ‘can you’ ব্যবহৃত হয়েছে।
Rule 7: Imperative Sentence এর ক্ষেত্রে
বাক্যটি Affirmative / Negative যাই হোক না কেন Tag Question এ will you ব্যবহৃত হয়।
যেমন –
Obey your parents, will you?
Be careful, will you?
Don’t make a noise, will you?
Rule 8: let’s / let us যুক্ত Sentence এর
শেষে “Shall we” ব্যবহার করে Tag Question করতে হয়। যেমন –
Let’s go out for a walk, shall we?
Let us play cricket, shall we?
Rule 9: কোনো Statement এর Singular
Subject যদি ইতর প্রাণী, ছোট শিশু, জড় পদার্থ ইত্যাদি থাকে তাহলে Tag Question এ
Subject হিসেবে “it” ব্যবহৃত হয়। যেমন –
The baby is walking, isn’t it?
The pen is blue, isn’t it?
Rule 10: কিছু Negative শব্দ যেমন never,
hardly, rarely, scarcely, seldom, few, little, bit, never, no, nobody, none ইত্যাদি
থাকলে Tag Question টি Affirmative হয়। যেমন –
There is little we can do about it, is
there?
It’s hardly rained at all this summer,
has it?
Rule 11: Nothing, Everything নির্দেশ করতে
Tag Question এ “it” এবং Nobody, somebody, everybody প্রভৃতি নির্দেশ করতে “they”
ব্যবহৃত হয়। যেমন –
Nothing can concern you, can it?
Nobody called me, did they?
Rule 12: Auxiliary verb যুক্ত Exclamatory
Sentence এ isn’t/aren’t বসে এবং Subject noun এর পরিবর্তে Pronoun বসে। যেমন –
How beautiful the garden is, isn’t it?
What a fool you are, aren’t you?
Rule 13: মূল Verb যুক্ত Exclamatory
Sentence এর শেষে don’t/doesn’t/didn’t ব্যবহার করে Tag Question করতে হয়। যেমন –
How sweetly the bird sings, doesn’t it?
How sweet you sing, don’t you?
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।