প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Along, Around ও Among’ নিয়ে আলোচনা করেছি। আজকের ব্লগে Preposition এর “At, Before ও Behind” এর ব্যবহার নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
⇘ At এর ব্যবহারঃ
➧কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান প্রকাশ করতে –
They
stay at the corner of the street.
She
arrived late at the airport.
➧কোনো ব্যক্তি যে স্থানে কর্ম সম্পাদন করে কিংবা পড়াশুনা করে তা
প্রকাশ করতে –
He
has been at the bank longer than anyone else.
She
is at Dhaka University.
➧কোনো কিছু যে সময়ে ঘটে তা প্রকাশ করতে –
We
left at 2 o’clock.
They
woke at dawn.
➧হার, গতি বুঝাতে-
He
was driving at 70 mph.
The
noise came at two minute intervals.
➧কোনো ব্যক্তি কোনো কাজ কীভাবে সম্পাদন করে তা বুঝাতে Adjectives এর
সাথে at ব্যবহৃত হয় –
He
is good at French.
She
is hopeless at managing people.
➧কোনো কিছুর কারণ বুঝাতে Adjectives এর সাথে –
She
was delighted at the situation.
They
were annoyed at this.
➧কেউ কোনো বয়সে যা কিছু সম্পাদন করে তা প্রকাশ করতে-
She
got married at 25.
He
left madrasah at the age of 16.
➧দিকে কিংবা কোনো ব্যক্তি বা বস্তুর অভিমুখে বুঝাতে –
What
are you looking at?
She
pointed a gun at her.
➧দূরুত্ব বুঝাতে –
I
help it at arm’s length.
Can
you read a car number plate at fifty meters?
➧কোনো ব্যক্তি বা বস্তু যে অবস্থানে আছে তা নির্দেশ করতে কিংবা কোনো
ব্যক্তি যা সম্পাদন করছে, যা ঘটছে তা বুঝাতে –
The
country is now at war.
I
think Mr. Habib is at lunch.
⇘ Before এর ব্যবহারঃ
➧আগে বা পূর্বে বুঝাতে –
She
has lived there since before the war.
Leave
your keys at reception before departure.
➧ক্রমে কিংবা বিন্যস্তভাবে কোনো ব্যক্তি বা বস্তু অগ্রসর হওয়া অর্থে –
Your
name is before mine on the list.
He
puts his work before everything.
➧কোনো ব্যক্তি বা বস্তুর সম্মুখে বুঝাতে –
They
knelt before the throne.
She
appeared before the judge.
⇘ Behind এর ব্যবহারঃ
➧কোনো ব্যক্তি বা বস্তুর পশ্চাতে বুঝাতে –
Who
is the girl standing behind Habib?
Stay
close behind me.
➧কোনো কিছুর সূচনা কিংবা বিকাশের গুরুত্ব বুঝাতে –
What
is behind that happy smile?
He
was the man behind the plan to build a new hospital.
➧কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় স্বল্প অগ্রগতি লাভ করা অর্থে –
He
is behind the rest of
the class in reading.
We
are behind schedule.
আরও পড়ুন,
➦ About, Above ও Against এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ To ও After এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Along, Around ও Among এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ At, Before ও Behind এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Between, Beyond ও Below এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ By, Across ও Down এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Beneath, in ও Inside এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Into, From ও For এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Of, Off ও On এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Through, Towards ও With এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Without, Within, Up ও Upon এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Out, Ouside, Onto, Regarding ও Concerning এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।